পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাষ্টরোর নিকটবৰ্ত্তী পারামিড, কবর। প্রথমতঃ অ!ষ্টনটাই যে পাওয়া বড় কঠিন । জান; নাই । কি তাহ) হণকার ওপর সময় এত বেশ লাগে এবং টাকা খরচ এত অধিক হয় যে মিশরবাসী সৰ্ব্বস্বাস্ত হইয়। পড়ে ।” 剪 আমি ভি জ্ঞাস কfং লাম., “তবে কি এই দেশের উকীল দিগকে ইউরোপের সকল দেশীয় আইনই শিথিতে হয় ?” ইনি বলিলেন, “ঘে উকীল বিদেশীয় লোক-ঘটিত মামূলা মোকদাiয় সাহায্য কfঃতে চাহেন নিশ্চয়ই বিদেশীয় অষ্টিন শিক্ষা করিতে হইবে মনে করুন, আপনি এক জন ভারতবাসী । আপনার সঙ্গে মিশর বাসীর ব্যবসা-ঘটিত, টাকা-পয়সা-সম্পর্কি ত অথবা বাড়ীঘর জাযগা জমি সম্বন্ধীয় গোলযোগ উপস্থিত হইল । ইহীর বিচারের জন্য ব্রিটিশ-ভারতের আইনে অভিজ্ঞ তাহাকে বিচারপতি নিযুক্ত হইবেন। আপনার মোকদ্দমায় সাহায্য করিবার জঙ্গ ঐক্লপ উকীলও আবশ্যক হইবে । অথচ যদি কোন খুনজথম-ঘটিত মামলা উপস্থিত হয় তাহা হইলে আমাদের সাধারণ স্বদেশীয় বিচারালয়েই বিচার হইবে। আমাদের স্বদেশী বিচার ফরাসী "কোড নেপো লিয়নের” আরবি অনুবাদ অনুসারে হইয়া থাকে। এই দ্বিবিধ নিয়ম অন্যাঙ্গ বিদেশীয় লোক সম্বন্ধেও থাটিবে । কাজেই আমাদের দুই প্রকার বিচারালয়, বিচারক, দুষ্ট প্রকার অ ঠিন ।” দুইপ্রকার “আমি জিজ্ঞাসা করিলাম, "কেবল দুইপ্রকার বলিলে বোধ হয় ঠিক বুঝান হইল না। কারণ প্রথমপ্রকারের মধ্যে অসংখ্য તિહાજ আছে । পুথিবীর যত জাতি মিশরে বাস কবে তাহাদের প্রত্যেকের জঙ্গ স্বতন্ত্র বিচার-প্রণালী আবশ্যক।” ইনি বলিলেন “নিশ্চয়ই । এ জঙ্গ আমাদের বিচারপদ্ধতি বড়ই জটিল, গোলমেলে এবং ব্যয়-সাপেক্ষ । এত দেশের আইনে অভিজ্ঞ হওয়া কি কোন উকীলের পক্ষে সস্তব ? জনসাধারণের এজন্য দুর্দশা ও অর্থব্যয়ের সীমা নাচ ।” একাদশ দিবস—পৗরামিডের সারি । মিশরের নাম কfরবণমাত্র পীরামিডের কথা সৰ্ব্বাগ্রে মনে হয় ! পীরামিড একপ্রকার কবর-বিশেষ। প্রাচীন. মিশরের সর্বপ্রথম রাজবংশীয়গণ পীরামিড নিৰ্ম্মাণ, করিয়া