পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্য। ] তর হইবে বলিয়। লোহিতসাগরের মধ্যভাগে একটা ব্রিটিশবন্দর গড়িয়া তুলিবার আয়োজন চলিতেছে। এইসকল • কারণে ইংরেজীভাষা সম্প্রতি মিশরে প্রসারপাত করিতেছে। প্রধানতঃ কেরাণী ও নিম্নপদস্থ রাজকৰ্ম্মচারীরাই এই ভাষা শিখিতে বাধ্য। যুবকেরা বিদ্যালয়ে ও কলেজে ংরেজীভাষাতেই শিক্ষিত হইতেছে। কিন্তু এখনও প্রবান ব। প্রসিদ্ধ লোকের মধ্যে ইংরেজীশিক্ষিত নব্যমিশর ইংরেজীপ্রভাবে গড়িয়। উঠিতেছে । কিন্তু এখনও রাষ্ট্রকৰ্ম্মে ইংরেজীভাষা ফবাসীভাষার স্থান অrধ ?ার কfরতে পারে নাই। এখনও ইংরেজা ভাষা ও সাহিত্যেব প্রতি মিশরবাসীর আদর সত্যসতাষ্ট বাডে নাই । ফরাসীশিক্ষণই এখনও এদেশবাসীরা অাদর করিতেছে । ফরাসীজাতি কোন কাজই দক্ষতার সহিত করিতে পারে না দেখিতেfছু। তাহারা ভারতবর্ষ ভ্রমণ করিবার পথ ইংরেজকে দেখাইয়া দিল । অথচ এক্ষণে তাহণদের নাম পৰ্য্যন্ত ভারতবর্ষে শুনা যায় না ! আবার মিশরবাসীর স্বাধীনচেষ্টায় ফ্রান্সের লোকজন, শিল্পবিজ্ঞান, ভাষা সাহিত্য মিশরে প্রবেশ করিতেছিল। তাহাও ফরাসীরা রক্ষা করিতে পারিল না । মিশরের বড় বড় কারবার, সবই ফ্রান্সের হাত হইতে পরহস্তে চলিয়া ষাইতেছে । * লোক বিরল । শ্ৰেীপৰ্য্যটক । লাক্ষা কতকগুলি গাছের রস হইতে লাগশর উৎপত্তি ; একপ্রকার পোক। ঐসকল গাছের রস শুধিয়া লইয়। পরে উহ। দেহের চারিদিকে কঠিন আবরণে পরিবৰ্ত্তিত করে ; এই আবরণই আমাদের লাক্ষা । অতি প্রাচীনকালের লোকেরাও লাক্ষার চাষ করিত ; তাহার প্রমাণ, লাক্ষণ তরু শব্দ প্রাচীন সংস্কৃত অভিধানে দুষ্ট হয় । অপেক্ষাকৃত আধুনিক “আইন আকবরীতে”ও

  • বর্তমান যুদ্ধের ফলে মিশরে ইংরেজপ্রভাব ও প্রভুত্ব বদ্ধমূল হইয়া গেল — প্রবাসী সম্পাদক ।

লাক্ষা ఆS) ছোট অপুষ্ট পোকা, ৩ । একমাস বয়স্ক স্ত্রীপোকা (বদ্ধিতা কার) SSS SBBBBBBB BBBDSDSDS BBBS S BBBD DBBS ক্ষুদ্র লাক্ষার পোকা বহির হইতেছে (বদ্ধিতাকার), ৭ । তিনমাসের পুং কোষ (বৰ্দ্ধতাকার), ৮। ডানাবিহীন পুং পোকা (বদ্ধিতাকার)৯। ডানাযুক্ত পুং পোক। (ব'ৰ্দ্ধতা কার) । দেখিতে পা ওয়া যায় যে রাজপ্রাসাদ বার্নিশ করিবার জন্য ১ । ড’iটার উপর পুষ্ট পোকা, ২ । পোকা -( বৰ্দ্ধিতা কার ), ৪ | লাক্ষা সংগ্ৰহ করা হই ত । এযাবৎকাল স্থানে স্থানে অল্পসংখ্যক লোকেই লাক্ষার চাব কfরয়া জীবিক নির্বাহ কfরয়া আসিতেছে, কিন্তু এপন দেখা যাইতেছে যে এই কাৰ্য্যের বিস্তু ত আয়োজন দ্বারা প্রচুর পরিমাণে লাক্ষা উৎপাদন করা অল্প-আয়াসসাধ্য, বিশেষ সময়োপযোগী ও লাভজনক ব্যবসা । উক্ত পেশকার অনেক প্রকার નItફકે উপর জন্মাইতে পারে, তবে কুল, পলাশ ( ক্ষোতরু ), কুসুম, অশ্বথ, শিরীষ গাছেই ইহাদের জন্ম ও বিস্তৃতি খুব অধিক ।