পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] অতঃপরং প্রবক্ষ্যামি রুদ্রাদ্যাকায়মুত্তমম্। আপলোরুভুজঙ্কন্ধ তপ্তকাঞ্চনসংপ্রভঃ ॥ শুক্লার্করশ্মিসংঘাত চন্দ্রাঙ্কিতঙ্গটো বিভূঃ । জটামুকুটধারী চ দ্বিরঃবৎসরাকৃতিঃ ॥ বাহুবারণহস্তাভো বৃত্তজঙ্ঘৌকমণ্ডল: । উৰ্দ্ধকেশস্ত কৰ্ত্তব্যে দীর্ঘtয়ঙবিলোচন: " ব্যাঘ্ৰচৰ্ম্ম-পরিধান: কটিমুত্রত্রেয়ান্বিত: । এ হার-কেয়,র-সম্পন্নো ভুজঙ্গাভরণস্তথা ॥ বাহবশ্চাপি কৰ্ত্তব্য নানা ভরণভূষিতাঃ। পীনোরু গওফলক: কুওলাভjaমলস্কৃত: । আঞ্জাম্বলম্ববাছশ সৌম্যমূৰ্ত্তি: সুশোভন । খেটকং বামহস্তে-তু খড় গঞ্চৈব তুর্যুদক্ষিণে ॥ শক্তিং দওং ত্রিশূলঞ্চ,দক্ষিণে তু নিবেশয়েৎ । কপালং বামপার্থে তু নাথং খট্রাঙ্গমেবচ ॥ একশ বরদো হস্ত স্তথাক্ষ বলয়োহপরঃ । বৈশাখং তালকং কৃত্বা নৃত্যাভিনয়সংস্থিতঃ ॥ স্বতে দশভুজঃ কাৰ্য্যো গজাম্বুরবধে তথা। ইত্যাদি । আলোচ্যমূৰ্ত্তিতে উল্লিখিত মৎস্যপুরাণান্তর্গত বর্ণনানুযায়ী বেশভূবা আভরণ এবং হস্তস্থিত আয়ুধ প্রভূতির সমাবেশ অধিকাংশ স্থানেই ভাস্কর যথাযথভাবে তক্ষণ করিয়াছেন। তবে এই মূৰ্ত্তির দুইটি বিষয়ে বিশেষত্ব পরিলক্ষিত হয়। প্রথমতঃ ইহার হস্তের সংখ্যা “নৃত্যে দশভূজ”— অর্থাৎ শাস্ত্রানুমোদিত দশহস্ত। বিক্রমপুরে এবং দাক্ষিণাত্যে আজ পর্য্যন্ত যতগুলি নটরাজমুৰ্বি আবিষ্কৃত হইয়াছে তাহাতে শাস্ত্রানুযায়ী হস্তসংথ্যার সামঞ্জস্য - - O سیم-- মাহ । দ্বিতীয়তঃ দক্ষিণাত্যের নটরাজ একটি হস্ত প্রসারণ করিয়া তাহার প্রণ গুভয়হর চরণ দেখা হয়। দিতেছেন ; বিক্রমপুরের অষ্ঠাষ্ঠ মূৰ্ত্তিতে এই ভাবটি পরিলক্ষিত হয় নাই। কিন্তু আলোচ্যমূৰ্ত্তিতে ঐ ভাবের সমাবেশ রহিয়াছে । যদিও সেই হস্তটির উপরিভাগের কতকাংশ ভগ্ন হইয়। গিয়াছে, তথাপি পাঠকগণ ঐ হস্তের অবশিষ্টাংশের প্রতি দৃষ্টি করিলেই এতৎসম্বন্ধে যাথার্থ উপলব্ধি করতে পারবেন। শিল্পসৌন্দর্ঘ্যের বিষয় মূল মূৰ্ত্তি না দেখিয়া তাহার প্রতিলিপি দ্বার। উপলব্ধি করা সম্ভবপর নহে। এই মূৰ্ত্তিখানিকে তাৎকালিক তক্ষণশিল্পের উচ্চ আদর্শের নিদর্শন বল। যাইতে পারে। অন্যান্য মূৰ্ত্তির সহিত তুলনায় বর্তমানমূৰ্ত্তিতে অনুষঙ্গামূৰ্ত্তির সংখ্যা অনেক অধিক। তন্মধ্যে মহাদেবের তিনটি কটিম্বএ, বাহন বৃষ, দক্ষিণদিকে মকর বাহিনী জাহ্নবী, এবং বামদিকে সিংহবাহিনী আদ্যশক্তি নটরাজ \ყლ)Y ভগবতী, এবং মূলমূৰ্ত্তির তাণ্ডবনৃত্য সম্যক পরিস্ফুট । অপর অনুষঙ্গী মূৰ্ত্তিগুলির সম্বন্ধে সম্পূর্ণ/তথ্য সংগ্ৰহ করিতে সক্ষম হই নাই। কিন্তু অধিকাংশ অনুযঙ্গী মূৰ্ত্তি যন্ত্রাদি সহযোগে 'নটেশের নৃত্যব্যাপারের সহায়তা •করিতেছে । বাহুল্যুভয়ে ষথাযথভাবে মূৰ্ত্তিখানির যাবতীয় বর্ণনা করিলাম না ; কারণ, উপরোক্ত পুরাণের বর্ণনা ও মূৰ্ত্তির প্রতিলিপির প্রতি লক্ষ্য করিঙ্গে পাঠকগণ সমস্তই পরিষ্কার বুঝিতে পারবেন। আলোচ্য মূৰ্ত্তিখানি রামপালের নিকটবৰ্ত্তী বজ্রযোগিনী গ্রামে আছে। দশানন ( রাবণ )-বিরচিত বলিয়। যে শিবস্তোত্র আছে সেই স্তোত্রে শিব তাণ্ডব নৃত্যের আভাস প্রাপ্ত হওয়া যায় । বারাণসী ধামে বিশ্বনাথের মন্দিরে সন্ধ্যাআরতির সময় ভক্তগণ বাদiয়স্ত্রের সাহায্যে এই স্তোত্র পাঠ করেন । তখন তাহদের নৃত্যতাঙ্গমা উপলব্ধি করা যায় । যাহারা স্বয়ং উহ। দশন ও শ্রবণ করিয়াছেন, তাহারাই উহা অসুভব করি৩ে সক্ষম হইবেন । ইহার ছন্দ ভাষা এবং ভাব ৩২বিষয়ে সম্যক পরিচয় প্রদান করিবে"। পাঠকবর্গের উপলব্ধিৰ জন্য ঐ স্তোত্রের কিয়দংশ নিয়ে উদ্ধৃত করিয়া দিলাম। প্তেfএটি প্রমাণিকচ্ছদে রচিত । জটাটী-গুলজ্জল-প্রবাহ-প্লাবিত-স্থলে গলেহুবলম্বী লম্বি ৩াং ভুজঙ্গ তুঙ্গমালিকাং । ডম-৬৬ষ-উড়ম-ডডমন্নিপাদ বড়ডমর্বয়ং চকার চও তাণ্ডবং তনোতু: প: শিবং শিবঃ ॥১ জটা কটাহসন্ত্রম ভ্ৰমণলিপিনিঝু"ী বিলোলবাঁচিবল্লী বিরাজমানমূদ্ধণি । ধগদ্ধগন্ধগজ্জ্বলয়লাট পট্টপাবকে কিশোয়চন্দ্রশেখরে প্রতি: প্রতিক্ষণং মম ॥২ ধরা ধরেন্দ্রণন্দিনী বিলাসবন্ধুবন্ধুর ক্ষুদিগন্তবস্তুতি: প্রমোদমানমণিসে । কৃপা কটাক্ষধারিণী নিরুদ্ধদুগ্ধরাপদি কচিদিগম্বরে মণো বিনোদমেতু বস্তুনি ॥৩ জটাভুজঙ্গপিঙ্গলক্ষুরৎফণামণিপ্রভা কদম্ব স্কুমদ্রব প্রলিপ্তবিধ যুখে । মদাঙ্কসিন্ধুরামর ত্বগু ও4ীখমেরে মনে বিনোদমদ্ভুতং বিভর্টি ভূতভৰ্ত্তপ্পি ॥৪ বিক্রমপুরে যে কয়েকখানি নটরাজ মূৰ্ত্তি আজ পর্য্যন্ত এতন্মধ্যে একথাfনর সহিত ہی s-جمے ہ"* আমরা প্রত্যক্ষ করিয়াছি, আর একখানির সম্পূর্ণ সাদৃশু দেখি নাই। নটরাজ ব্যতীত অন্তৗষ্ঠ প্রকারের শৈবমূৰ্ত্তির প্রকার ভেদ আমাদের দৃষ্টিগোচর হইয়াছে। বৰ্ত্তমান প্রবন্ধের