পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা | JAAAS A SAS SSAS SSAS SSAS SSAS SAAA AAAA AAAJA SJJAASJJJA AJSJASJJSJ পণ করিয়া বাড়ী ছাড়িয়াছে যেমন করিয়া হোক টাকা উপার্জন করিতে হইবে। কেমন করিয়া ? তাহ। সে জানে না । , গাড়ীর বাকানি খাইয়। মগজের মধ্যে ভাবনাচিত্তাগুলা একটু থিতাইয় গেলে গোকুল ঠিক কfরল বিনু-মূলধনের ব্যবসা করিতে হইবে । এমন কোন ব্যবসা হইতে পারে ? গোকুল ঠিক করিল ডাক্তারী করিবে। কয়লার ব্যবসা সম্বন্ধে তাহার যেমন শিক্ষা ও অভিজ্ঞতা ছিল, ডাক্তারী সম্বন্ধেও তেমনি ; সুতরাং তাহার কাছে কয়লার, ব্যবসা করা আর ডাক্তারী করা দুইই সমান। বরাকরে ব্যবসার সুত্রে অনেকে চেনাশোনা হইয়াছে, রাতারাতি পশণরট। জমিয়া যাইতেও পারে চাই কি । গোকুল আপনার সেই পুরাতন পোড়ে। ঘরে কেরোসিনের বাক্সে আলমারী গড়াইয়া দুটা চারটা শিশি বোতলে রং-কর চিরে তার জল ও কুইনিন লইয়৷ ডাক্তণর হইয়া জাকিয়া বসিল । কয়লার আড়তদfর গোকুলবাবুকে রাতারাতি ডাক্তারবাবুতে পরিণত হইতে দেখিয়া বরাকরের লোকের একটু আশ্চৰ্য্য হইল, শঙ্কিতও হইল । অল্পদিনেই গোকুল বুঝিল বরাকরের লোকদের সে যতটা বোকা ভাবিয়াছিল, তাহারা ততটা বোকা নয় । বরাকরের লোকের রোগ হয়, নিশ্চয়, কিন্তু গোকুল ডাক্তার একটা রোগীরও দেখা পায় না । একে রোগার সন্ধান নাই, তাহার উপর মুদি গোয়াল কেহই আর ধারে উঠানা জোগাইতে চাহে না, তাহার। বাকি টাকার তাগাদ। আরম্ভ করিল । তাহার এই গোকুলের কত টাক খাইয়াছে, কিন্তু এমনি নিমকহারাম তাহার, একটুও যদি চক্ষুলজ্জা থাকে ! একটুও যদি খাতিরে রেয়াৎ করিয়া চলে ! গোকুল বরাকরের লোকগুলার উপর হাড়ে হাড়ে চটিয়া উঠিতে লাগিল । আগে গোকুল মনে করিয়াছিল চেনাশোনা জায়গায় তাহার পণার জমিবে ভালো ; এখন ঠেকিয় বুঝিল ঠকাইতে হইলে অচেনা জায়গাতেই সুবিধা অধিক । গোকুল চাটিবাটি তুলিয়া মুস্কিল আসানের আশা করিয়া আসানসোলে গেল । οή به این «ر ۶۳۹ و ۹ - را ه ۶- ۶ ۹ &yტტ عر "مر ۳۹ متری X ۶ یا ۶۳ی ۹ ۶ی ۹- بر *ー、 々 م" جمہ x " ه- ه - ه نة- عمر يح বরাকরে, লোকের সঙ্গে চেনা শোনা হইয়। গিয়াছিল, সেখানে মুদি ধারে উঠান দিত;/গায়ালা ধারে দুধ জোগাইত। আসানসোল একেবারে নির্বান্ধব দেশ ; পকেট শূন্ত । গোকুল স্থির করিল আগে একখানি ভালো দেখিয়া বাড়ী ঠিক করিতে হইবে ; সেই বাড়ীতে জণকাইয়। বসিয়া সকলের কাছে পশার করিয়া লইবে । 鱷 গোকুল বাজার ছাড়াইয়া আসিয়া দেখিল একখানি ছোট দোতলা বাড়ী, তাহার চারিদিকে পাচিল-ঘেরা হাতা এবং সেই হাতায় একটু বাগানের মতে রহিয়াছে । দেখিয়া তাহার লোভ হইল। বাড়ীখানি খালিই আছে, ভাড়া পাওয়া গেলেও পাওয়া যাইতে পারে । গোকুল অগ্রসর হইয়া দেখিল একজন হিন্দুস্থানী চাকর চারপাইয়ের উপর বসিয়া পরম উল্লাসে গান করিতেছে— “ভালে৷ বাস্তে এসে কানব কেনে সুই!” গোকুল তাহার কাছে গিয়া দাড়াইয়া বলিল—বtঃ জমাদার সাহেব ! তুমি ত তোফা বাংলা গান করতে পার ? এমন বাংলা তুমি শিখলে কেমন করে ? হিন্দুস্থানাটা প্রথমেই জমাদার সম্বোধনে খুসি হইয়। উঠিয়াছিল ; তাহার উপর তাহার ভাষাশিক্ষার কৃতিত্বের প্রশংসা শুনিয়! একেবারে গদগদ হইয়া পড়িল । একমুখ দাত বাহির করিয়া বলিণ—হঁ। বাবু, অনেক দিন বাংলা মুলুকমে থাকা করিয়েসে কিনা, উস্ লিয়ে বাংলা সিখিয়েসে। ইখনকার আদমি-সব বোলে কি পৰ্বমেশ্বর তুমি তো বাঙালী হোয়ে গেলো, তুমি তো বাঙালী হোয়ে গেলো ! গোকুল বলিল—ই। জমাদার সাহেব, তুমি .ত বহুত আচ্ছ। বাংলা শিখেছ, গানও ত খুব সুন্দর করতে পার । তুমি গান কর, শুনি । * পবমেশ্বর একমুখ হাসিয়। চারপাইয়ের এক প্রান্তে সরিয়া বসিয়া বলিল–গান মুনবেন ত বোসেন বাবু! গোকুল বসিল । পরমেশ্বর দুই হাতে দুই কান চাপিয়া ধরিয়া গাহিতে লাগিল— ‘ভালো বাসতে এ কানব কেনে সই! তোমরা যেমন প্রেমের পাগল হামরা তেমন নই!’