পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] গোকুল লোকপরম্পরায় লক্ষীকান্ত বাবুর সম্বন্ধে যে-সব কথা শুনিয়াছিল তাহাই আবছায়া আবছায়া অস্পষ্ট করিয়া বলিয়া ভবিষ্যতের মুখ দুঃখ সম্পত্তি বিপত্তির સૂત્ર একটা লম্ব ফর্দ নির্ভয়েই দিয়া গেল । গোকুলের বিদ্যা দেখিয়া লক্ষ্মীকান্ত ত অবাক । কালীরও কৌতুহল হইল, অনুরোধ করিল যে তাহারওঁ অদৃষ্ট গণিয়া বলিতে হইবে। গোকুল প্রমাদ গণিল । eএখনি বা সকল বিদ্যা ফাস হইয়া যায় ? গোকুল বলিল–গুণীলোকের অদৃষ্ট বলা বড় শক্ত । র্তার নিজের বিদ্যার* প্রভাবে হয়কে নয়, আর নয়কে হয় করে তোলেন কি না । বিশেষ একে দেখছি জবর গুণী ! কালী খুন্সী হইয় গেল। তথাপি লক্ষ্মীকান্ত ও সে পীড়াপীড়ি করিয়া ধরিল—তবু দেখুন, সব না মিলুক কিছু ত মিলবে । গোকুল আবার ওজর করিল—জানেন ত গণনা প্রভাতে জল ছোবার আগে যেমন হয়, ভরাপেটে তেমন হয় ন । । কালী বলিল-ই, তা বটে। তবু... তবুর পর গোকুলের আর এড়াইবার উপায় রহিল না। গোকুল চোখ পা কাইয়। কালীর দিকে কটমট করিয়া চাহিল। কালীর দৃষ্টি অমনি নত হইয়া পড়িল । গোকুল বুঝিল সে ভীরু দুৰ্ব্বল” প্রকৃতির লোক--উহাকে ধমকাইয়। অনেক কাজ হাসিল করা যাইবে । গোকুল ধমকাইয়। বলিল—আমার চোখের দিকে তাকিয়ে থাকুন। কালীর চোখ মিটমিট করিতে লাগিল । গোকুল শুনিয়াছিল যে কালীগুণী গয়লার বামুন, গয়লা-পাড়াতেই তাহার বাস । তাই আন্দাজী গোকুল বfলগ– একবার ছেলেবেল। আপনার একটা খুব ফাড় গেছে, ভাগ্যে ভাগ্যে বেঁচে গিছলেন ; একট) গরু আপনাকে গু তোতে এসেছিল-- —ই। ঠিক, মা কোলে তুলে নিয়ে পালিয়ে এসেছিলেন । গোকুল বিরক্ত হইয়। বলিল-আঃ । আপনি বলছেন কেম, ও ত আমি বলতাম । গুণী ৬৩৭ সকলের মন শ্রদ্ধায় ভরিয়। উঠিল । গোকুল আবার খানিকক্ষণ তাকাইivতাকাইয়া বলিঃ —একবার উঁচু থেকে পড়ে গিয়ে আঘাত পেয়ে ছিলেন.....• • 橡 —অজ্ঞে ই গাছথেকে...... গোকুল আবার ধমক দিয়া বলিল— অtঃ ! বলছেন, ও ত পরে আমিই বলব ! কাগী অপ্রস্তুত হইয়। বলিল—আচ্ছা, বলুন দেখি কি গাছ ? গোকুল মুস্কিলে পড়িয়া গেল। একটু চোখ পাকাইয়া ভাবিয়া বলিল—সে গাছে ব্ৰহ্মদত্যি ছিল, গাছে প। ঠেকাতে...... কালী উল্লসিত তষ্টয়; বলিয়া উঠিল—ই, ঠিক বটে সেট বেলগাছ । গোকুল আবার ধমক দিয়া বলিল—আঃ ! আমাকে বলতে দিচ্ছেন কই ? গাছের নাম ত আমি বলুতে যাচ্ছিলাম ?...আচ্ছা, অতীতের গণনা দেখে বিশ্বাস হল ত ? এখন বর্তমান বলি ......আপনার বর্তমান সময়টা তেমন ভালো যাচ্ছে না...... মাকুষ প্রায়ই বর্তমানে সুখী থাকে না ; সে অতীতের ও ভবিষ্যতের দিকে তাকাইয়৷ তাকাইয়। কেবলি দীর্ঘনিশ্বাস ফেলিতে থাকে। ইহা ভাবিয়াই গোকুল বলিল— আপনার বর্তমান সময়টা তেমন ভালো যাচ্ছে না...... কালী অমনুি বলিয়া উঠিল—ষ্টা ঠিক বলেছেন, আমি ভারি ঝঞ্চাটের মধ্যে মনের অসুখে আছি । এক-বৈঠকখান। লোক সকলেই ডাক্তণরবাবুর আসাধারণ ক্ষমতা দেখিয়। একেবারে মুগ্ধ হইয়া গেল । সকলে মনে মনে সঁচিয়। রাখিতেছিল এই ত্রিকালদশী ডাক্তার বাবুটি ছাড়া অার কাহাকেও দিয়া চিকিৎসা করানো ज्रांरांद्र मध्न ! কালী বলিল—তারপর ? গোকুল মুখ ঘুবাইয়া দীর্ঘনিশ্বাস ফেলিয়া বলিল— তারপর ? আজকে... ; থাক,”সে আর শুনে কাজ নেই। সকলের কৌতুহম্মু একেবারে উৎসুক হইয়া উঠিল। সকলেই ব্যাপার কি জানিবার জন্য অকুরোধ করিতে “