পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] | কাগজ পত্র বারংবার কোন হিসাব স্থির হইল না। নীরদ বাবু ক্ষুন্ন মনে আবার বাসায় ফিরিলেন। একবার সাহেবের কাছে যাইয়। কৃপা ভিক্ষা করিবার ইচ্ছা হইল, আবার সে দিনের সেই রোষকষায়িত লোচনস্বয় মনে পড়িয়া সাহস হইল না। বাসায় ফিরিয়া দেখেন-বাহাদুরের নানী তাহার ঘরের মধ্যে দাড়াইয়া আছে। নানা ইহার আগে আরও দুই একবার আসিয়াছিল, কাজেই সে নীরদ বাবুর কাছে অপরিচিত ছিল না । নানীর সঙ্গে সেই বৃদ্ধাও আসিয়াছিল। বৃদ্ধা আসিয়া নীরদ বাবুকে বলিল যে বাহাদুর কোন কাজে গত রাত্রে দার্জিলিং গিয়াছে, অদ্যই ফিরিবে, এবং তাহার “নানী”কে বাবুর বাড়ী রাখিয়া আসিতে বলিয়াছে। তাই সে ঐ খবর দিতে আসিয়াছে। বাহাদুরের এ সব কাণ্ড নীরদ বাবুর নিকট টাকা চুরি যাওয়া ব্যাপার অপেক্ষ : আরও আশ্চৰ্য্য বোধ হইতে লাগিল । g নানীকে নীরদ বাবুর কাছে রাখিয়া বৃদ্ধ চলিয়া গেল। পাহাড়িয়ার সাত বৎসরের মেয়েকে দেখিয়। নীরদ বাবুর মনে হইতে লাগিল--পাহাড়িয়ার মেয়ের এত সুন্দর রূপ ! তাহার কচি মুখখানি লাল ওড়নার পাশ দিয়া যেন লতার আড়ালে আধফুটন্তু ফুগের মত হাসিয়া উঠিতেছিল। নীরদ বাবু নানা-চিন্তা-দগ্ধ গ্রাণে—নান তাড়নার মাঝে নানীর মুখখানি হইতে যেন সত্ত্বেন খুজিয়া পাইলেন। মনে হইল এ পৃথিবীটা কেবল টীকা কড়ির বিভীষিকার জন্য স্বস্ট হয় নাই । নানীকে কাছে ডাকিয়া নীরদ বাবু তাহাকে জিজ্ঞাসা করিলেন—“নানী! তোর বাবা কোথায় ?”নানী বলিল“আমার বাবা দার্জিলিং গেছে ।" “তোকে নিয়ে যায়নি কেন ?” “আমার লাল কোর্তা আনবে বলে গেছে।” “ཤ]གེ.J তোকে আমিও একটা লাল কোর্তা কিনে জেবে। ” নানী তত সন্তুষ্ট হইল না । তাহার বাপের বছি হইতে সে কোর্তা চায় বলিখা কি সকলের কাছ হইতেই পরিহার্স " , নাড়িয় চাড়িয়াও ৫৫৩ টাকার ჭპ) عصر .ي. ه »٦ ۶ --ه ٩ - حضر.. * ير ۶ - ۶۰۰ م. - ه مرام اه চাহিবে । সে বলিল “আচ্ছা !" তবে আমার বাবা আগে আনবে, আমি দেখে বলব কি রকম আনতে হবে।” (b. ) বাহাদুর যথাসময়ে দার্জিলিং পৌছিয়া জেঠমলের সহিত দেখা করিল সে টাকাগুলি এক সঙ্গে উঠাইয়৷ লইতেছে দেখিয়া জেঠমল কারণ জিজ্ঞাসা করিল— “বাহাদুর এত টাকা কেন নিচ্চিদ, আবার সাদী করবি না কি ?” g", বাহাদুর হাসিয়া বলিল “হামি সাদী করবো না । একটী পূজা মানস করেছি তার জন্য খরচ করব ।” বাহাদুরের টাকা পাচ শয়ের কিছু বেশী ছিল । সে ৫০০ টাকা লইল । এত টাকাট। হাতে পাইয়া তাহার খুব আহলাদ হইল। পাছে বাবুর টাকা জমা দিতে দেরী হইয়া যায়– এই ভয়ে বাহাদুর জেঠমলের একজন বিশ্বাসী লোক ঠিক করিল এবং তাহার হাতে সে ৫• o টাকা দিয়া তৎক্ষণাৎ নীরদবাবুর কাছে পাঠাইয়া দিল। এ কাজ করার আরও এক কারণ ছিল—সে তাহার বাবুকে জানিতে দিতে চাহিল নু যে সে নিজেই টাকা দিতেছে । নিৰ্ব্বিঘ্নে তাহার উদ্দেশু সাধন করিতে পারিয়া বাহাদুর খুব আনন্দিত হইল। সে দিনটা দাৰ্জিলিংএর বাজার ঘুরিয়া নাণীর জন্ত দুইটা ভাল কোর্তা ও একটা লাল ওড়ন। কিনিয়া লইল । সন্ধ্যার কিছু পূৰ্ব্বে বাহাদুর একটু তাড়ি খাইয়া লইয়। পুনরায় বাটীর অভিমুখে যাত্রা করিল । নানীর কোর্ভ ও ওড়না দুইটা বেশ করিয়া নিজের বুকের কাছে জামার নীচে গুজিয়া লইল এবং বাড়ীতে নানীর হাস্তোৎকুল্ল মুখখানি মনে করিতে করিতে ক্রতপদে পাহাড়ের বাক৷ বাকা পথে হন হন করিয়া চলিতে লাগিল। একটু তাড়ি খাইয়াছিল, সেজষ্ঠ পদক্ষেপ ঠিক ছিল না—আহলাদে উন্মত্ত হইয়া তাহার সে দিকে লক্ষ্য ছিল না—যখন সন্ধ্যার অন্ধকার বেশ জমাট বাধিয়া আঁসিয়াছে তখন বাহাদুর পাহাড়ের উচু মাথায় টলিতে টলিতে চলিয়াছে । বেলা প্রায় ২টার সময় বাহাদুরের লোক নীরদ \ க