পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ぐ)&b" লাগিল । গোকুল অনেক ইতস্তত করিয়া যেন অগত্য। বলিল-আজকে একটা বিশেষ রকম ফঁাড়া আছে দেখছি। আপনি পুৰ্ব্বজন্মে যে জানোয়াব ছিলেন সেই ভূতে আজকে আপনাকে তাড়া করবে ? কালীব মুখ শুকাইয় এতটুকু হইয় গেল। তবু সে ক্ষীণস্বরে বলিল—পূৰ্ব্বজন্মের কথা আপনি কোন শাস্ত্রের নির্দেশে বলছেন ? সে রকম কি কোনো শাস্ত্র আছে ? গোকুল গম্ভীর হইয়া বলিল—আপনি গুণীমাতুয, আপনিই বলুন সে কোন শাস্ত্র ! কালী বলিল-ই, গুরুদেব বলতেন বটে এই রকম শাস্ত্র আছে, যাতে করে’ পূৰ্ব্বজন্মে কে কি ছিল আর পরজন্মে কে কি হবে তা বলা যায়। আপনি কি সে শাস্ত্র দেথেছেন ? গোকুল বলিল—দেখেছি বৈ কি ! তিববত থেকে সে শাস্ত্র এনেছিলেন । ঘটোদঘাটনী অদৃষ্টোৎসারিণী তন্ত্ৰ ! কালী বলিয়া উঠিল—ই৷ ই গুরুদেব ঐ রকম একট। প্রকাণ্ড কটমট নাম করতেন বটে ! তথন সকলে জেদ করিতে লাগিল বলিতে হইবে কালীগুণী পুৰ্ব্বজন্মে কি ছিলেন এবং পরজন্মে কি হইবেন। কালীর মুখ চুন হইয়। গিয়াছে । সে আর কোনো কথা বলে না। তাহ দেখিয়া গোকুলের একটু দয়। হইল, সে বলিতে ইতস্তত করিতে লাগিল। আবার সকলে জেদ করায় গোকুল বলিল—এত লোকের সামনে ••• • • • লক্ষ্মীকান্ত বলিল—লোকের সামনে বলতে কি শাস্ত্রে নিযেধ আছে ? —না, শাস্ত্রে ঠিক নিষেধ নেই ; তবে...... তখন সকলে কলরব করিয়া উঠিল—তবে আর কি ? আপনি বলুন । গোকুল যথাসাধ্য চেষ্টায় খুব গম্ভীর হইয়া বলিল— গুণী পুৰ্ব্বজন্মে গোরু ছিলেন ; আর-একটা গোরুকে গুতিয়ে মেরে ফেলেছিলেন ; gইজন্তে ইনি গয়লার বামুন হয়ে জন্মেছেন ; আর সে ভুত হয়ে শনিবারে অমাবস্যার সুযোগ খুজে বেড়াচ্ছে ! অtমার গুরু তার নাম প্রবাসী—ফাঙ্কন, ১৩২১ AMA AJJJJAAASASASSAMSJJASASJJJASJSJSJSJSJSJSJSJMAMAJSJAAA AAAA AAAASAAAA [ ১৪শ ভাগ, ২য় খণ্ড ASA SSASASYASAMSJJJYSAS A SAS A SAS AA SAASAASAASAASAA AAAA AAAAS AAAAASAAAA লক্ষ্মীকান্ত বলিল-আঞ্জই ত শনিবার অমাবস্তা ! কালী বলিল—গোডুত ! সে যে ভয়ানক ! সে আবার মত্তর মানে না ! গোকুল তাচ্ছিল্যর হাসি হাসিয়া বলিল—ভয় কি; আমি আছি ! তখন সকলে আশ্বস্ত হইয়৷ কালীগুণীর পরজন্ম শুনিবার জন্য ব্যস্ত হইয়া উঠিল - গোকুল গম্ভীর হইয়া বলিল—আপনি ধোপাকে মেরেছেন বা মারবেন...... কালী ভীত হইয়। বলিল—হঁ। মেরেছি বটে ! এই পরশু । কেন, কি হবে বলুন দেখি ? গোকুল বলিল—আপনি আসছে জন্মে গাধা হয়ে জন্মাবেন । সভা একেবারে অবাক, নিস্তব্ধ! গোকুল হাসিয়া মনে মনে বলিল—আর এ জন্মে এখানকার সব লোক কয়টিই গাধা হয়েই জন্মেছেন দেথতে পাচ্ছি ! গোকুলের এই বিদ্যা জাহির হইবার পর আর কেহ গোকুলকে নিজেদের অদৃষ্টগণনা করিতে অনুরোধ করিতে সাহস করিল না, কে যে বানর ছিল এবং কে যে হকুমান হইবে তাহা জানিতে বড় কাহারো উৎসাহ দেখা C히 F1 || সভার কেহ কথা কহে না দেখিয়া গোকুল কথা পাড়িল ; চিন্তা করিয়া কাহাকেও তাহার গণনা-শক্তির গৃঢ় উপায়টি ধরিতে দিতে সে চায় না। সে বলিল— তারপর গুণীমশায়, আজকের কি ব্যবস্থা করেছেন ? কালী বলিল—মনে করছি কুলকুল চক্রের উপর ভূতাপসারিণী হোমটা করব । কি বলেন আপনি ? গোকুল বলিল-ই, সেটা ত করতেই হবে, ঠিক আমিও ঐ কথাটি আপনাকে বলব ভাবছিলাম। আপনি ত তা হলে মস্ত গুণী। এতক্ষণে আমি আপনার পরিচয় পেলাম। ও হোম ত ষে-সে লোকে করতে জাপে না, পারেও না, করতেও নেই... -- কালী গম্ভীর হইয়া বলিল—হঁl, তন্ত্রে নিষেধ আছে । গোকুল বলিল-ই, আছেই ত।......আচ্ছ। আমি কোনো