পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

! ৫ম সংখ্যা ] へへーヘ/ ヘヘヘヘ_/-* ヘ /ー、ベ গোকুলও ধড়মড় অ্যা কি ? কালী বলিল-শিয়রে শমন করে ভালো ঘুম আপনার যা হোক ! ওঁর। যে এসেছেন ! e গোকুল বিস্ময়ের ভাবে বলিল--এসেছেন কি ? →ই্যা, দরজার শিকল খুলেছেন...... —ন, ও ইদুরে মাটি ফেলেছে,বোধ হয় । —ইদুর নয় হে ইদুর নয়, শিকল খোলার শব্দ পষ্ট শুনলাম ! করিয়া উঠিয়া বসিয়া বলিল—

  • —নাঃ ! ও কিছু নয়, আপনি নিশ্চিন্ত হয়ে ওয়ে থাকুন। আর ত কিছু শোনা যাচ্ছে না ।

—ত হোক, মন্তরটা আওড়াও হে। চ্ছিরঃ সঙ্কোচশরীরমুল্লস জল জল...... গোকুল বলিল—আপনার টিকিভে সে কবচট। বুলছে ত ! - ওঁ ভূতশৃঙ্গাট — তা ত ঝুলছে ! জল জল প্রজ্জ্বল প্রজ্জ্বল...... --তবে আর কোনো ভয় নেই। কালী বলিল— তুমি ত বলুলে ভয় নেই। কিন্তু ওঁর। ত এসে ঘুরঘুর করছেন ।......দহ দহ শোষয় শোষয় · কালীর ঘুম আর আসে না । গোকুলও ভুত নামাইবার সুবিধা আর পায় না। অপেক্ষা করিতে করিতে কখন গোকুল ঘুমাইয়া পড়িয়াছে"। হঠাৎ যখন ঘুম ভাঙিল, তখন দেখিল একেবারে ভোর হইয়া আসিয়াছে। কালীর তখনে খুব নাক ডাকিতেছে। গোকুল আস্তে আস্তে মশারা তুলিয়া খাট হইতে নামিয়৷ হুড়ড় ডু, বা করিয়৷ বিকট চীৎকার করিয়া লাফাইয়া গিয়। কালার মাথাট। জোরে চাপিয়া ধরিল । কাগী মুখে একটা বু উউউ......শব্দ করিয়া সমস্ত মশারী ছিড়িয়া সৰ্ব্বাঙ্গে জড়াইয়া লইয়। একলাফে সিড়ির উপরে গিয়৷ পড়িল, এবং সিড়ি দিয়া গড়াইতে গড়াইতে গিয়া একেবারে নীচে খোয়ার উপরে অtছাড় থাইল ; তাহার জটওয়াল টিকিট গোকুলের হাতের মুঠার মধ্যেই ছিড়িয়া রহিয়া গিয়াছিল ! ভোর হইতে-না-হুইতেই লক্ষ্মীকান্ত লোকজন লইয়। বাড়ীর সামনে আসিয়া দাড়াইয়া স্বৰ্য্যোদয়ের অপেক্ষা গুণী ヘ_ジ丁 ・* - - ماه مه ۹ تیر ۶ مه ۳ سی ۶۳۹ مما や8め করিতেছিল। স্বর্ণ্যাস্ত হইতে স্বর্য্যোয় পৰ্যন্ত ভূতের অধিকারে পা দেওয়া ত অমনি নয় ! o কালীগুণীকে পড়িয়া গে। গে৷ করিতে দেখিয়া ছএকজন অসমসাহসিক লোক ইতস্তত করিতে করুিতে ধীরে ধীরে দু প। আগাইয় এক-প। পিছাইয়া গিয়া তাহাকে উঠাইয়া হাতার বাহিরে আনিল ৷ বেচারার টিকি ছিড়িয়া বুক্ত পড়িতেছে, মুখের একপাশ খোয়ায় আছাড় খাইয়া থেতলাইয়া গিয়াছে, সৰ্ব্বাঙ্গ ক্ষতবিক্ষত । সকলে তাহার মুখে চোখে জল দিয়। বাতাস করিতে করিতে জিজ্ঞাসা করিল–গুণী, ব্যাপার কি ? কালী বলিল—উঃ রে বাবা ! কী ভয়ানক ! একটু ঘুমিয়ে পড়েছি ; যেই মন্তর পড়া বন্ধ হয়েছে, সেই তকে একটা আস্ত গোতুত একদম তেড়ে এসে চেপে ধরলে আমার টিকিট। । ঐ হতভাগ। ডাক্তারটাই ত যত নষ্টের গোড়া, টিকিতে বেঁধে দিয়েছিল কি না গেfভূত-খেদানো কবচ ! ষত আক্রোশ পড়ল এসে টিকিটার ওপর । আচমকা ঘুম ভেঙে যেতেই অমনি মাওড়ে দিলাম হুং হুং বেীং ক্রোং ! তখন আর আমার কিছু করতে না পেরে মশারিমুদ্ধ জামায় জড়িয়ে সড়িয়ে তাল পাকিয়ে ছুড়ে ফেলে দিলে ওপর থেকে একেবারে নীচে...... সকলে সমস্বরে জিজ্ঞাসা করিয়া উঠিল—আর ডাক্তার"? —হঁ্যাঃ ! ৬। ক্লা র ! তাকে কি আর রেখেছে ! আমি যাই, তাই কোনো গতিকে প্রাণে প্রাণে বেঁচে এসেছি । —তা হলে ত তাকে একবার দেখা উচিত । বিদেশী লোকটা গোয়ার্ভুমি করতে গিয়ে বেধোরে মারা গেল গা ! তথন সকলে লম্ব। লম্ব বাশের লাঠির ডগায় লণ্ঠন বাধিয়া লইয়। সন্তপণে সিড়িতে উঠিতে লাগিল। প্রত্যেকেরই ইচ্ছ। সকলের পশ্চাতে থাকিবে । কালীর ভয় কর শোভা পায় না, তাই তাহাকে প্রাণ হাতে করিয়া সকলের আগে অাগেই যাইতে ছুইতেছিল ; সে থরথর করিয়া কঁাপিতে কঁাপিতে জোরে জোরে মন্ত্র পড়িতেছিল —হন হন দম দম পচ পট’মৰ্দ্দয় মৰ্দ্দয়...... - সকলে ঠেলাঠেলি করিতে করিতে সিড়িতে উঠিতেছে