৫ম সংখ্য। ] দ্বিতীয় শব্দ খোকা । ইহার কুল পাইবার আশা ছিল না। শব্দটি পুরাতন, কবিকঙ্কণে আছে । মেদিনীপুরে বলে থকা ; রাrঢ় কেহ বলে খোকা, কেহ খোকা; পুৰ্ব্ববঙ্গে কোকা, খোকন, কোকন । হিন্দীতে খোখা আছে । পূৰ্ব্ববঙ্গে এক অনুরূপ শব্দ কোদা আছে, ইদানী গ্রাম্য হইয়ু পড়িতেছে । শবদকোষে দেখিয়াছি, এরূপ অনেক শব্দের মূল সংস্কৃত । এই সাদৃষ্ঠে ভর করিয়া সংস্কৃত শিশু-বাচক শব্দ অন্বেষণ করিতে গিয়া থেকে। শব্দের মূল স” অৰ্ভক পাইলাম! এই মুহূমাণের প্রমাণ দিতেছি। প্রথমে অর্থ দেখি। অর্ডক শব্দের অর্থ শিশু, নিৰ্ব্বোধ, কৃশ (অৰ্ভকঃ কথিতো বালে মুখেইপি চ কৃশেহপি চ—মেদিনী)। ক্ষুদ্র, কুশ হইতে শিশু ও নিৰ্ব্বোধ অর্থ আসিয়া থাকিবে । প্রাকৃত নারীর মুখে মুখে অর্ভক শব্দ বহু বিকৃত হইবার সস্তাবনা। আবু লুপ্ত হইবে ; থাকিবে ভক । বাঙ্গালা রীতি অনুসারে হইবে ভক৷ i ভক৷ হইতে খকা স্ত্রীলিঙ্গে খকী । স্থানভেদে খোকা, খোকী বা খুকী । অপভ্রংশে কোক কুকী। ত স্থানে ফ ব হ ধ ঝ হইবার অনেক দৃষ্টান্ত আছে। খ হইবার অন্ত দৃষ্টান্ত সম্প্রতি মনে হইতেছে না। কিন্তু স° ভঙ্গ৷ বাণ গঞ্জ ( গাজী ) ; ইহার সংস্কৃত রূপ দিতে গিয়া গঞ্জিক। ; এবং বোধ হয় স° ভঙ্গ হইতে খাজা, স” ভৰ্জন হইতে স° খর্জিকা বাণ খাজা, হইয়াছে। বোধ হয়, আর্ভক হইতে ত্রিপুরায় আবু, আসামীতে আপা, যেমন খোক।। ওড়িয়াতে বাই স্ত্রী” বুই’ । ভক—ভয়—বাই। অৰ্ভক শব্দের অর্থ নিৰ্ব্বোধ ( idiot ) । এই অর্থে বা"-তে বোকা ( মেদিনীপুরে বক1 ), ওড়িয়াতে বায়া, হিন্দীতে ভকুঅ', ভারতচন্দ্রে ভেকো । (আমার কোষে এই মূল ধরিতে পারি নাই । আর একটা শব্দ বায়া ডিম ; বায়া-নিৰ্ব্বোধ ডিম)। পোকা হইতে কোক (ঢাকায় অর্থ শিশু, বাকুড়ায় মুক)। অতএব অর্ডক অনুমান অসিদ্ধ হইতেছে না। আরও দেখি, আমরকোষে ছ৷ ( শাবক ) অর্থে সাতটি শব্দ আছে। যথা, (১) পোত-ইহা হইতে বাণ পে। (যেমন ভার কি পো হয়েছে) ; রাঢ়ে পেট পুট ; পূৰ্ব্ববঙ্গে পোলা পুলী ; আসামীতে পোৰালী (ছান) ; ওড়িয়া পিলা, পিলী ( ছেলেপিলে—ছেল-পিলা শব্দের পিল৷ বাঙ্গালা শব্দ-কোষ ৬৪৭ ইহু নহে), বা পোনা (মাছের ছানা) আসাম পোন (পো ও মাছের ছা )। বঙ্গের কোথাও কোথাও নাকি পোকা বলে । পুত্রিকা হইতে পোকা ) । ( ২ ) পাক— ইহা হইতে ছেলের নাম পাকা আছে । ( ৩ ) অৰ্ভক— থোকা । { ৪ ) ডিস্ত—ইহার অপভ্রংশে কোনে। ન હનિ ন। ডিস্ত ডিম্ব—ডিম । ( a ) পৃথুক , পৃথু পৃথুক শব্দের মূলাৰ্থ বিস্তৃত, স্কুল । রাঢ়ে খুবড়ী মেয়ে-বলে, যে মেয়ে কিছু বয়স্থ ও মোট । ওড়িয়াতে কোদা অর্থে স্কুল । ( ৬ ) শাব, শাবক— ইহা হইতে ছ। (ছ ছ। শব্দও স”-তে শাবক অর্থে আছে), ওড়িয়া ছুআ । (শাব +ৰাগ—ছাওয়াল, ছাবাল । ইহা হইতে ছালিয়া—ছেলে ) । ( ৭ ) শিশু--এই শব্দ সংস্কৃত রহিয়া গিয়াছে। খোকা-ধন—খোকন । হয়ত ইহার রূপান্তরে কেহ কেহ বলে খোদন ( কিংবা ক্ষুদ্র-ধন )। পূৰ্ব্ববঙ্গের কে।দী ফার্সী কুদক—বালক, স” ক্ষুদ্রক। কিংবা স° কুধী—অৰ্ভক । শিশুবাচক আর কতকগুলি শব্দ আছে, যেমন পচা ধ্বসা, ইত্যাদি । খোসে আক্রাপ্ত হইলে পচা ধ্বস । যাদু, যাদুমণি, নীলমণি, মণি, ইত্যাদি নাম সাধারণ ৷ ফরিদপুরে নসু। ইহা হইতে নসীরাম, বোধ হয় স” অনস্ শিশু হইতে নমু। এইরূপ, ওড়িয়। কুনুমুণি,--স” কুণক–ছ।--মণি। হিন্দী লড়কা, আসামী লরা, মৈথিলী নোনকু, হিন্দী-— ণকা, মারোয়াড়ী গিগল, মরাঠা মুলগ। শব্দ এইরূপ । প্রবণসীর অনেক স্থান লইলাম। অধিক প্রার্থনা করিলে দাতার কাপণ্য আসিবে । প্র লাসনীর পাঠক অনেক । তাহারা কোষে প্রদত্ত ব্যুৎপত্তিতে সন্দেহ জন্মাষ্টয়া ও উপকার করিতে পারে ন। সঙ্গে সঙ্গে তাহদের জানা রূপা গুর বলিয়। দিলে বাঙ্গাল শব্দ শিক্ষার উন্নতি হইতে পরিবে । এখানে কয়েকট শব্দ উল্লেথ করিতেছি । ব্যুৎপত্তি ধরিতে পারি নাই । ( তাসখেলার ) ইসকাপন চিড়িতন রুই তন হরতন ; ঢেউ ; নাছ ( বহু প্রাচীন) বহি দ্বার। পূৰ্ব্বকালে বহিদ্বারের সম্মুখে নৃত্যস্থান নাটমন্দির থাকিত কি ? প্রজাপতি ( পতঙ্গ ) ; ভরসা ( হি° ভরোসা ) ; ཨ་ཀྱཱ་ཡཱ་ বইপ্রাচীন ); লেট ( যার বামহাত বলবান ) , সুবিধা ; সাব্যস্ত ; হিমসিম খাওয়া। শ্রীযোগেশচন্দ্র রায় ।
পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৭৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।