পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

W26 o বাকী। একখানি প্লাটফর্ম্-টিকিট লইয়। সে ভিতরে গেল, তখন প্লটফৰ্বমের দুইধারে বম্বে ও পঞ্জাব মেল অবস্থিত, জনতাও খুব বেশী। নয়ট বাজিয়া গেল। গাড়ার এ প্রান্ত হইতে অপরপ্রান্ত, দুইবার তিনবার সে যাতায়াত করিল, মন্ত্রকে কোথাও দেখিতে পাইল না । বড়লোকের ছেলে মমু— নিশ্চয়ই বার্থ রিজার্ভ করিয়াছে। প্রতি রিজার্ভ টিকিটই সে সুবিধামত পড়িয়া দেখিতে লাগিল। মকুর নাম ত নাই-ই উপরন্তু কোন বাঙ্গালীরই নাম নাই । সে একটু আশ্চৰ্য্য হইল। যথাসময়ে পঞ্জাবমেল ছাড়িয়া গেল—আর কুড়ি মিনিট বাকী। ঘোর অশান্তিতে সে ছটফট করিতেছে ; ক্রমে বন্ধে মেলেরও সময় হইল। গার্ডসাহেব গম্ভীরভাবে র্তাহার হস্তস্থিত লণ্ঠন উত্তোলন করিয়া সবুজ আলো ধরিলেন ; কিংকৰ্ত্তব্যfবমূঢ় হইয়। চারু দাড়াইয়া রহিল। একটি রেলের মুটে তাহাকে ডাকিয়া বলিল “বাবু কাহা যায়েঙ্গে আপ, টায়েন তে। ছোড়তা ।” সে নিৰ্ব্বাক । ভীযণ গজ্জন করিতে করিতে বম্বেমেল বাহির হইয়া গেল । 竇 鬱 錄 হতাশ প্রাণে চারু পরদিন বাসায় ফিরিয়া আসিল । মাতা উভয়ের সাক্ষাৎবাওঁ জিজ্ঞাসা করিয়া বিশেষ কোন উত্তর পাইলেন না ; চারু পথশ্রমে ক্লাও আছে মনে কfরস্ক আর বিশেষ কিছু জিজ্ঞাসা করিলেন না। চারু ভাবিয়। কিছুই স্থির করিতে পাfরল না—মমুর কোন বিপদাপদ ঘটিল বা আগের দিন সে কোন বিশেষ কারণে রওনা হইয়া গিয়াছে। পরে ভগবানের নিকট তাহার কুশল কামনা করিয়া স্বানাদি সমাপন করিল। পিয়ন তাহার হস্তে একখানি পত্র দিয়া গেল—শিরোনাম লেখা মকুরই ৷ সে সর্ববাগ্রে পত্ৰখানি পাঠ করিল । পত্র এইরূপ— ভাই চারু, 条 আমাদের রাজার জাতিদের মধ্যে এইরূপ একটা প্রথা আছে ষে পয়ল এপ্রিল কোল প্রকারে নিজ বন্ধুকে বিশেষরূপে অপ্রস্তুত করা একটা খুব হাস্তকর ব্যাপার ; প্রবাসী—ফাঙ্কন, ১৩২১ [ ১১শ ভাগ, ২য় খণ্ড আর যিনি বুঝিতে না পারিরা ঠকিয়া যান তাহার র্তাহাকেই “এপ্রিলফুল’ বলেন । কোন গুরুতর কার্য্যে ব্যস্ত থাকায় যথাসময়ে ষ্টেশনে উপস্থিত হইয়া, আমি কৃতকাৰ্য্য হইলাম কি না জানিতে পারি নাই, আশা করি তুমি পত্রপাঠ জানাইবে । ইতি তোমারই মন্ত্র । পুঃ তুমি চিরদিন সত্যfপ্রয়, সত্যের অপলাপ করিও बभ1 !--- i. মনু । তখনই চারুর মনে হইল বুধবার পয়লা এপ্রিলই বটে ; তৎক্ষণাৎ উত্তর লিখিয়া দিল— ভাই মন্ত্র, তুমি সম্পূর্ণ কৃতকার্য্য হইয়াছ। ষ্টেশনে তোমা একবার দেখিতে পাইলেই আমিও কৃতকার্য্য হইতাম ও সকল কষ্ট দূর হইত। বহু কাল পরে তোমার এত নিকটে গিয়াও যে সাক্ষাৎ হইল না এই যা দুঃখ । ইতি তোমারই চারু। চাকরী হারাইয়া চারু বাড়ী ফিরিয়া গিয়াছে। সেখানে দারিদ্র্যের ও রোগের সঙ্গে সংগ্রাম করিতে করিতে চারুর শরীর মন ভাঙিয়া পড়িয়াছে । মকু তখন এম-বি পাস করিয়া মাত্র কিছুদিন বাড়ী আসিয়া বসিয়াছে এবং বাহিরের একটি ঘরে আবশ্যকমত একটি ছোটখাট ডিসেন্সারীও খুলিয়াছে, উদ্দেশ্য গরীবদুঃখীকে বিনা পয়সায় চিকিৎসা এবং ঔষধ-প্ৰদান । মা লক্ষ্মীর কৃপাদৃষ্টিতে মনুর পিতার অবস্থা খুবই ভাল ; অন্ধের নয়ন একমাত্র পুত্র অস্তরে চিকিৎসা ব্যবসায়ের জন্য যায় স্নেহপ্রবণ মাতাপিত। তাহার ঘোর বিরোধী। 鬱 豪 尊 আজও দোলপূর্ণিমা ; চারু আজও ঠিক সেই সময়ে চারচারার পাড়া হইতে দোঁড়িতে দোঁড়িতে আসির ডিপেন্সারীর নীচে দাড়াইয়া ডাকিল—“মই ।” চারু তখন ভয়ানক হাপাইতেছে । কিন্তু আজ আর