পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] নানী কাল হইতে বাড়ী যায় নাই। সে তাহার বাপের অবিদ্যমানে বড়ই উদ্বিগ্ন হইয়া ছিল । নীরদ বাবু ঘরে ঢুকিতেই সংবাদ পাইবার জন্য ছুটিয়া আসিল । নানীর মুখখান দেখিয়া নীরদ বাবুর মনে হইল সে কাদিতেছে, মনে হইল খুব কাদিতেছে—মনে হইল বাপের জন্য কঁদিবে না ? কঁদিবে* বৈকি ? আহা বাহাদুরের জন্ত কঁদিবে না ? 彰 নীরদ বাবু বলিয়া উঠিলেন “নানী কাদিস না ?” নানী কিছুই বুঝিতে পারিল না । নীরদ বাবুর চোখ তখন জলে ভরিয়া গিয়াছে। র্তাহার মলে হইল নানী আরও কঁদিতেছে।.আবার বলিলেন “নানী কাদিস না।” ক্রমে স্বর বিকৃত হইয়া আসিল—ননীকে বুকে চাপিয়৷ ধরিয়া বলিলেন “তোর জন্য ওড়ন। লাল কোৰ্ত্ত এনেছে । কঁদিস না—না—ন ।" Aok Sås. -- وية to এ দিকে টাকার সম্বন্ধে গোলমাল ক্রমে মেম সাহেবের কানে পৌছিল। আগেই পৌছিয়াছিল, তবে সাহেবকে জদ করার পরিবর্তে একজন নির্দোষী কৰ্ম্মচারীর প্রাণ লইয়৷ টানাটানি হয় দেখিয় তাহার দয়া হইল । অবসর মত ধীরে ধীরে হাসিমুখে সাহেবের হাতে চেকখানা ফিরাইয়া দিয়া বলিল --“নিজের দোষ ওরকম করিয়া পরের ঘাড়ে চাপাও কেন ? একটা নিরীহ লোকের উপর অত্যাচার করিতে একটু লজ্জা হয় না। এই নাও তোমার টাকা, ভবিষ্যতে সাবধানে থাকিও ” সাহেব প্রণয়িনীর সন্তাযণে যতই অসন্তুষ্ট হউক না ৫• • টাকা ফেরৎ পাইয়া অত্যন্ত খুলি হইয়া সাদরে তাহ। গ্রহণ করিল এবং তৎক্ষণাৎ নীরদ বাবুকে ডাকাইয়৷ পাঠাইল । তখনও নীরদ বাবুর চোখের জল শুকায় নাই। সাহেব আদর করিয়া নীরদ বাবুকে ডাকিয়া কাছে বসাইল । বলিল §. “Well, Nirod Babu, I am very sorry for the trouble I have given you. I have got the ost money. It was not stolen as I thought”. মহীপাল-প্রসঙ্গ' . $6. নীরদ বাবু শুনিলেন। শুনিয়া থানিক পরে বলিলেন “সাহেব তোমার ৫০০ টাকার জন্য আমার অমূল্য. বাহাদুরকে হারিয়েছি। আমরা নিরীহ প্রাণী, অামাদের সঙ্গে এ পরিহাস কেন ? তুমি ত Sorry হলে কিন্তু আমার বাহাদুরকে কে ফিরিয়ে আনবুে ?" ", 繫 繫 সেই দিনই কাজে ইস্তফা দিয়া নীরদ বাবু বাংলা দেশ অভিমুখে যাত্রা করিলেন। নানীকে সঙ্গে লইলেন, কারণ তাহার আর কেহ ছিল না । নানী বাংলা দেশে আসিয়া তাহার মাতৃভাষা ভুলিয়া গিয়াছে কিন্তু আজও তাহার বুড়া বাপের কথা ভোলে নাই। আজও সে সেই দুইটা লাল কোর্তা ও ওড়না ( যে দুইটা বাহাদুরের মৃতদেহ হইতে নীরদ বাবু সৎকারের সময় উঠাইয়া লইয়াছিলেন ) তাহার বাক্সে অতি যত্নে তুলিয়া রাথিয়াছে । ঐনগেন্দ্রনাথ মুখোপাধ্যায়। মহীপাল-প্রসঙ্গ , ( মহীসত্তোষ ) পালবংশের তৃতীয় নরপতি দেবপাল দেব স্বীয় গৌরব চ্ছটায় সমগ্র উত্তরাপথ আলোকিত করিয়া অন্তৰ্হিত হইলে গৌড়ের সিংহাসনে শাস্তিপ্রিয় পাল নরপালগণের অধিষ্ঠান হইয়াছিল। গৌড়রাজ্যের অবস্থান পৰ্য্যবেক্ষণ যোগ্য। পূৰ্ব্বে প্রবল কামরূপ, পশ্চিমে কান্তকুজ, দক্ষিণপশ্চিম পাশ্বে বিস্তীর্ণ কলিঙ্গ রাজ্য এবং দক্ষিণে সমতট বঙ্গ। সৰ্ব্বদা সশস্ত্র এবং সজাগ না থাকিলে চারিদিকের এই প্রতিদ্বন্দ্বী রাজ্যসমুহের মধ্যে মস্তক বেশী দিন উন্নত রাথ। কঠিন। p; মকু ব্যবস্থা করিয়া গিয়াছেন যে রাজগণ মধ্যে মধ্যে বিজয়যাত্রা করিবেন। রাজা ও রাজ্যের মধ্যে যখন স্বাস্থ্য ও সবলতা বিরাজ করে তখন নৃপতিগণ মঙ্গুর ব্যবস্থা মানিয়াই চলেন। কিন্তু যেই দুৰ্ব্বল প্রতিভাহীন রাজা সিংহাসনে ,অধিরোহণ করেন, অমনি সমস্ত রাজ্যে অবসাদের লক্ষণ দেখা দেয় এবং সমস্ত রাজ্য-মধ্যে যুদ্ধক্ষেত্রের নিবিড় আনন্দের চেয়ে প্রমোদালয়ের বা কুঙ্গভবনের লঘু আনন্দ বাঞ্ছিততর হইয়া উঠে।