পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্য। ] - এখন যাইতে পরিবে না, আমার কাছে বলিয়৷ থাকিতে হইবে । তবে চক্ষু মুদিয়া থাকি ? এত দেখিয়াও কি তোমার সাধ মিটিল না ? সাধ আর মিটিল কই ? 畿 , “তবে দেখ, প্রাণ ভরিয়া দেখ, যতক্ষণ তোমার প্রাণ চায় দেখ,” যুবতী এই বলিয় অবগুণ্ঠন টানিয়া অবনত মস্তকে বসিয়। রহিল, যুবক" তৃষ্ণাৰ্ত্ত চাতকের ন্যায় তাহার দিকে চাহিয়৷ রহিল। এমন ভাবে অধিকক্ষণ কাটিল না, তরুণীর অধরপ্রান্তে হাসি ফুটিয়া উঠিল। প্রথমে কর্ণমুগ, তাহার পরে গণ্ডস্থল ও তাহার পরে সমস্ত মুখমণ্ডল পদ্মের ন্যায় ঈষৎ রক্তাক্ত হইয়া উঠিল। তরুণী পুনরায় কহিল, “যাও।” যুবক তখন তাহার মুখের কাছে মুখ লইয়া গিয়া কহিল, “অনুমতি পাইয়াছি, এইবার তবে যাইতে পারি ?” যুবতী তাহার হস্তদ্বয় ধারণ করিয়া কহিল, “ন।” যুবক তখন জিজ্ঞাসা করিল, “অমল, ব্যাপার কি ?” দাদার বাড়ী গিয়াছিলাম। কি দেখিয়া আসিলে ? দাদা বাড়ী অাসিয়াছেন । ভাল। তাহার পর সমস্ত কুশল ত ? ई। । তবে আমার ছুটি ? অমল, আমাকে এখন অৰ্দ্ধদণ্ডের জষ্ঠ ছাড়িয়া দাও, বাতাস উঠিয়াছে, আম দুইটি মাটিতে পড়িয়া যাইবে । তুমি তবে তোমার আমের কাছে যাও । রাগ করিলে ? আমি রাগ করিলাম বা না করিলাম তাহাতে কি তোমার কিছু আসে যায় ? তবে যাইব না। না, তুমি যাও ; তোমার মন ত পুষ্করিণীর ধীরে পড়িয়া আছে, দেহখানা ধরিয়া রাখিয়া অীর আমার লাভ কি বল ? অমল, ব্যাপার কি খুলিয়াই বল না ? একটা কথা আছে ? ধৰ্ম্মপাল Ψυθ তাহা মুনেকক্ষণ বুঝিয়াছি, কি কথা ? বল রাগ করিবে না ? আমার কি তোমার উপর রাগ করিবার শfe আছে ? যাও। বল কথাট। রাখিবে ? কি কথা ? বল রাখিবে ? তবে বলিল । • আমার সাধ্যtয়ত্ত হইলেই রাখিব । তুমি পুষ্করিণীর ধারে যাও, আমার বলা হইল না। ভাল, রাখিব । বল, রাখিবে ? এইমাত্র ত বলিলাম ? তিনবার বল ? রাখিব, রাধিব, রাখিব । আমাকে ছু ইয়া শপথ কর । শপথ কfংতেছি, কিন্তু ছুইয়া শপথ করিতে পারিব না | রাথিবে ত ? নিশ্চয় । দাদা গৌড় হইতে আসিয়াছেন। তার পর ? ' লউয়ের জষ্ঠ দুইখানি নুতন সুবর্ণ বলয় আনিয়াছেন। তার পর ? আর আমি বলিব না । যুবক একটি ক্ষুদ্র নিশ্বাস ত্যাগ করিয়া কহিল,—আমল আমি যে দরিদ্র । তোমার দাদা দেশবিখ্যাত পণ্ডিত— আর আমার স্বামী কি মুখ ? মুখ নহি অমল ! fকস্তু— কিন্তু কি ? পিতা বলিতেন পণ্ডিত দেশে বিবুল । কিন্তু— কি জান অমল— তোমাকে দেখিয়া আমি অধীত বিদ্য বিস্তুত হইয়াছি গোতম কণাদ ভুলিয়। গিয়াছি। অমল, সুমি ইচ্ছা করিলে অধোপার্জন করিতে পারি, কিন্তু – আবার কিন্তু ? e স্তায়শাস্ত্রে তোমার ব্যায়