পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] .দেশের কথা ● అసె% ચૅનિઃ উঠে, তখন ডাক্তার তাঙ্গর অন্নপথ্য ব্যবস্থা করিলে রোগী যখন বলিয় উঠে, ‘ভাত । বাবু, ভাত কোথায় পাইব । ঘরে যে কাচ্চবাচ্চ উপবাসী । —তখন অশ্রুসস্বরণ করা কঠিন হইয় পড়ে । দেশের দানশীল নরনারীর নিকট বিনীত ভাবে প্রার্ধন, ভগবানের এই দুঃখী সন্তানদের প্রতি সকলে কৃপ। করুন।” পল্লীবাসী দরিদ্রের এই অবস্থ। শুধু দীঘিরপাড় গ্রামেই আবদ্ধ নহে। বঙ্গ পল্লীর যেস্থলে যাও সেই স্থলেই এইরূপ দুর্দশার কঙ্কাল-চিত্র দেখিতে পাইবে । মৈমনসিংহের ইসলাম-রবি, পাবনার ‘সুরাজ প্রভূতি পত্রিকা এই চিত্রেরই দৃশ্বাস্তর দেখাইয়া বলিতেছেন— C “ধান-চাউলের বাজার ক্রমশ: আগুন হইতেছে । তরিতরকারীও দ্ব",ল্য। বৈদেশিক দ্রবা গুলিতে হাত দেয় কাহার সাধ্য। ভবিষ্যৎ ভাবিয়া দেশবাসী উৎকণ্ঠিত ও আকুল । অনেক স্থলে অনীহারে পল্লীবাসী কঙ্কাল-দেহ । ম্যালেরিয়ার তেজবল আজও হীন হয় নাই। তারপর আবার অনেক স্থান হইতে কলেরার সংবাদ পাওয়া যাইতেছে । সেই ছিয়াত্তরের মর্থ স্তর আর এই বর্তমান বৎসরের ধাক্কা । বারিপাতভাবে রবিশস্তের দফা রফী । কল্পনাপ্রিয় কবি । একবার মাঠের দিকে দৃষ্টিপাত কর, পূর্বের ন্যায় হরিদ্বর্ণের শস্তক্ষেত্রে প্রকৃতি দেবীকে সজ্জিতা দেখিবে না । দেখিবে, সূর্য্যের প্রচণ্ডতাপে চারিদিক ধু ধু করিতেছে । ভগবান জানেন দেশের অবস্থা কি হইবে ।” এই সময়ে যাহার যেটুকু শক্তি র্তাহার তাহাই লইয়া পল্লীবাসীদের সাহায্যাৰ্থ অগ্রসর হওয়া উচিত । দীঘিরপাড় মুচিদের সাহায্যাৰ্থ ইতিমধ্যে বোলপুর ব্ৰহ্মচর্যাশ্রমের ছাত্রবৃন্দ ৫০ ও কলিকাতার সাধারণ ব্রাহ্মসমাজ ১৫ ও প্রেরণ করিয়াছেন এবং ক্ষুদ্রদান প্রায় ২• সংগৃহীত হইয়াছে। সুপ্রসিদ্ধ ডাক্তার শ্ৰীযুক্ত প্ৰাণকৃষ্ণু আচার্য্য, এম-এ, এম.বি, মহাশয় ১০০ সংগ্ৰহ করিয়৷ পাঠাইয়াছেন এবং প্রতি সপ্তাহে একশত টাকা করিয়া সংগ্রহের চেষ্টা করিবেন বলিয়। অশ্বাস দিয়াছেন । হিন্দুস্তান জীবনবীম কোম্পানী ৫ • সাহায্য প্রদানে স্বীকৃত হইয়াছেন। একজন মহিলা তাহার হাতের চুড়ি ও অপর এক মহিলা আংটি দিয়াছেন। মিঃ আর দাস ২-০ দিতে প্রতিশ্রুত হইয় ১•• ইতিমধ্যেই প্রদান করিয়াছেন । পল্লীবাসীর দুর্দশামোচনের পক্ষে এইরূপ দান যৎসামান্ত হইলেও, ইহার আদর্শ সকলেরই অস্ত্র সরণীয় এবং এই আদর্শ লইয়া সকলে কাৰ্য্যক্ষেত্রে অবতীর্ণ হইলে এই যৎসামান্য দানেরই সমবায়ু আশানুরূপ ফল উৎপন্ন করিতে সমর্থ হইবে । ‘ইসলাম-রবি'র মতে এ সময়ে— ബ് “উদার গবর্ণমেন্ট মোটfহাতে কৃষি-লোনের বা বস্থা করুন । গ্রামে গ্রামে কো-অপারেট ভ ক্রেডিটু সোসাইটীর গ্রাম্য-ভাগুর থেলি হউক ।" @ .এ মত অনেকাংশে সমীচীন, বটে ; কিন্তু শুধু কৃষি লোন বা ক্রেডিটু সোসাইটীর উপর নির্ভর না করিয়া দেশের ধনীসম্প্রদায়কেও কার্যক্ষেত্রে নামাইবীর চেষ্ট। করা কৰ্ত্তব্য । এবিষয়ে দেশনায়কগণ একটু যত্নপর হইলে সহজে কাৰ্য্য হইতে পারে । কিন্তু তাহারা যে কংগ্রেস কনফারেন্স ও ফেট লইয়াই ব্যস্ত! যশোহর' সত্যই বলিয়াছেন— “ভারতবর্ষ এখন রাজনৈতিক আন্দোলন প্রয়াসী, কংগ্রেসকনফারেন্সের অভিলাষী, কিন্তু একটু ধীর ভাবে চিন্তা করিলে ইহাই প্রতীতি হইবে যে, রাজনৈতিক অধিকার লাভের আন্দোলন যাহার উপর নির্ভর করিবে সেই উদ রাপ্নেরই অভাব । 崇 辭 辭 崇 এস হে দেশনায়কগণ, তোমরা এস, যেখানে পল্লীভবনে দরিদ্রের হাহাকার উঠিয়ছে, যেখানে রোগে ঔষধ মিলেন, যেখানে শত অত্যাচার অবিচার চলিতেছে, যেখানে প্রবলের অত্যাচারে দুৰ্ব্বলী নিপীড়িত হইতেছে, সেখানে এস, ৩োমাদের শত বর্ষের কংগ্রেসের শক্তি পাইবে ; দু-বৎসরে দেশে নুতন প্রাণ জাগিয়া উঠিবে।" র্যহাদের শক্তি আছে, জীবনে-মরণে, শোকে-উৎসবে এই সময়ে তাহার, কি ভাবে দেশের কাজ করিতে পারেন নিয়েদ্ধি 5 ঘটনাবলীই তাহ র প্রমাণ । ‘বরিশালহিতৈষী'তে প্রকাশ– “ডাক্তার সতীশচন্দ্ৰ দাস, এল-এস্ এস্ মহাশয়ের পিতৃদেব vকালীপ্রসন্ন দ্বাস মহাশয়ের মৃত্যু-তিথিতে প্রায় ৫ •• শত কাঙ্গালীকে দান করা হইয়াছে । প্রত্যেক ভিক্ষুককে একসের-চাউল, কমলা ও তিমুখ দেওয়া হইয়াছে। অন্ধ-আতুরদিগকে কম্বল ও কাপড় প্রদত্ত হইয়াছে ।" ‘ঢাকাগেজেট’ লিথিয়াছেন— “পরলোকগত বাবু হরিমোহন দাস মহাশয়ের উইলের বিধান অনুসারে, উইলের এক্সিকিউটার ( অছি) দিগবাজারনিবাসী শ্ৰীযুক্ত গোবিনাচন্দ্র দাস মহাশয় প্রতিবৎসরই শীতকালে দরিদ্রণিগের মধ্যে ২৫০ কম্বল বিতরণ করিয়া থাকেন । এ বৎসর, গত ৩রা ও ৪ঠা জানুয়ারী, সেই কম্বল-বিতরণ-কার্য সমূiধ হইয়াছে।” ক্ষুদ্রশক্তিসম্পন্ন বিদ্যালয়ের ছাত্রদের দ্বারাও এক্ষেত্রে কিরূপ কাৰ্য্য হইতে পুরে, ঢাকা ও ত্রিপুরার ছাত্রসম্প্রদায় তাহার পরিচয় দিয়াছেন । ঢাকা প্রকাশ’ স্থানীয় সরস্বতীপূজার আলোচনাপ্রসঙ্গে লিথিয়াছেন— .