পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“সত্যম শিবম্ সুন্দরম্ ।” “নায়মা হা। বলহীনেন লভ্য ।” ১৪শ ভাগ | ২য় খণ্ড | চৈত্র, ১৩২১ | ৬ষ্ঠ সংখ্যা প্রেমের বিকাশ জানি আমার পায়ের শব্দ রাত্রে দিনে শুনতে তুমি পাও, খুসি হয়ে পথের পানে চাও । খুলি তোমার ফুটে ওঠে শরৎ-আকাশে অরুণ অণভাসে । খুসি তোমার ফাগুনবনে আকুল হয়ে পড়ে ফুলের ঝড়ে ঝড়ে । অামি যতই চলি তোমার কাছে পথটি চিনে চিনে, তোমার সাগর অধিক করে নাচে দিনের পরে দিনে । জীবন হতে জীবনে মোর পদ্মটি যে ঘোমটা খুলে খুলে ফোটে তোমার মানসসরোবরে— স্বৰ্য্য তার ভিড় করে তাই ঘুরে ঘুরে বেড়ায় কুলে কুলে কৌতুহলের ভরে । তোমার জগৎ অtলোর মঞ্জরী পূর্ণ করে তোমার অঞ্জলি । তোমার লাজুক স্বৰ্গ আমার গোপন আকাশে একটি করে পাপড়ি থোলে প্রেমের বিকাশে । - ২৭ মাঘ ১৩২১ শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর । পদ্মাতীর