পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SAAAAAAS J S S JSJS S S -* . - ~ @. 酸2 মঞ্চম বর্তমান ছিল। মহম্মদ আলির উদ্যোগে এই স্থানে এক অতি চমৎকার নগর ও বন্দর গড়িয়া উঠিয়াছে। মুসলমানের সপ্তম শতাব্দীতে মিশর দখল করেন। তখনও আলেকজান্দ্ৰিয়া নগরীর প্রাচীন সমৃদ্ধি কথঞ্চিৎ ছিল। কিন্তু নুতন বিজেতার সমুদ্রকুলের বাণিজ্যকেন্দ্র পরিত্যাগ কৰুিয়া কইরোতে রাজধানী স্থাপন করিলেন. এই সময় হইতে আলেকজান্দ্রিয় ধ্বংসের পথে অগ্রসর হয়। পরে উনবিংশ শতাব্দীর প্রথম আগে মহম্মদ আলি ইহার প্রাচীন ঐশ্বৰ্য্য ও প্রাধান্ত পুনরায় ফিরাইতে চেষ্টত হইয়াছিলেন। আজ বাস্তবিকই আলেকৃঙ্গান্দ্রিয়। পৃথিবীর অন্যতম ব্যবসায়-কেন্দ্র এবং ধনসম্পদের নিকেতন। আলেক্জাণ্ডার-প্রতিষ্ঠিত নগরীর চিতাভষ্মের পাশ্বে ই আধুনিক মিশরের এই বন্দর প্রতিষ্ঠিত। প্রাচীন গ্ৰীক সাম্রাজ্যের এই রাষ্ট্র-কেন্দ্র সমাজ-জীবন, বিদ্যাচর্চা এবং ব্যবসায়ের আধার ছিল ; দিগ্বিজয়ী বীরপুরুম প্রাচ্য-ও-প্রতীচ্য-সম্মিলনের উপায়স্বরূপই এই নগরের প্রতিষ্ঠা করিয়াছিলেন । এশিয়া ইউরোপ ও আফ্রিকার জনগণের ভাববিনিময় ও কৰ্ম্মবিনিময়ের উদ্দেশ্যেই আলেকৃঙ্গান্দ্রিয়ার সর্বপ্রথম ভিত্তি গঠিত হইয়ছিল। মিশরের সঙ্গে গ্রীসের এবং গ্রীসের সঙ্গে পারগু ও হিন্দুস্থানের সভ্যতাগত আদানপ্রদান সাধন করিয়া এই জনপদ প্রসিদ্ধি লাভ করে । সমগ্র যুগতের চিন্তারীর ও সাহিত্যসেবীগণ এই নগরে মিলিত হইয়া বিদ্যাচর্চা ও জ্ঞান বিতরণ করিতেন। বিদ্বৎসমিতি, সাহিত্যসন্মিলন, বৈজ্ঞানিক-পরিসং ইত্যাদি চিস্তা-কেন্দ্রে নান দেশীয় তথ্যের তুলনা সাধিত হইত। এই কেন্দ্র হইতেই ভাবস্রোত প্রবাহিত হইয়। প্রাচ্য ও প্রতীচ্য জগতে নব নব আদর্শ ও জ্ঞান বিজ্ঞান বিতরণে সহায়তা করিত। মহম্মদ আলির নগরীতে ব্যবসায়ের ঐশ্বৰ্য্য দেখিলাম। আলেকজাণ্ডারের নগরী অপেক্ষা ইহার সম্পদ কোন অংশে অল্প বিবেচনা করিবার কারণ নাই । কিন্তু আধুনিক নগরীকে সভ্যতা, শিক্ষা ও চিন্তার আন্দোলনের প্রস্রবণরূপে কোন হিসাবেই বর্ণনা করা যায় না। মানবেতিহাসে প্রাচীন আলেকজান্দ্ৰিয়াই তাহার আধুনিক উত্তরাধিকারী অপেক্ষা অধিকতর আদর ও গৌরবের যোগ্য। U কবরের দেশে দিগ্ন পনর • M. ఆ8ఏ খৃষ্টীয় যুগের প্রথম কয়েক শতাব্দী ধরিয়া আলেক্‌জhি ধৰ্ম্ম-ৰিপ্লবের মুফল কুফল যৎপরোনাস্তি ভোগ করিয়kছ। আলেকুজাণ্ডারের পূkবত্তা.গ্রীক টলেমির পুরাতন গ্রীক-মিশরীয় ধৰ্ম্মেই অস্ত্রীবানু ছিলুেন। যখন ইহ রোমান সাম্রাজ্যের অন্তর্গত হয় তখনও পুরাতন • •ধৰ্ম্মই প্রবল ছিল। এদিকে খৃষ্টধৰ্ম্ম .প্রচারিত হইতৃে থাকে। দুই ধৰ্ম্মাবলম্বী জনগণের মধ্যে বহুবার কলহ ও সংগ্রাম উপস্থিত হয়। ধৰ্ম্ম-দ্বন্দ্বে আলেকুজান্দ্রিয়ায় একাধিক বার লোমহর্ষণ রক্তপাত সংঘটিত হইয়াছিল। কোন সম্রাটের অtমলে খৃষ্টানদিগের দুৰ্গতি, কোন সম্রাটের আমলে প্রাচীনধৰ্ম্মাবলম্বীগণের দুর্গতি ঘটে। পরে পঞ্চম ও ষষ্ঠ শতাব্দীতে প্রাচীন গ্রীকে-রোমান মিশরীয় ধৰ্ম্ম, সমাজ, সভ্যতা ও বিদ্যালয়ু চিরদিনের মত ধ্বংস করা হয়। আলেকৃজtণ্ডবের কীৰ্ত্তি নয় শত বৎসর ধরিয়া ভৌতিক দেহে এই স্থানে বিরাজ করিতেছিল। গোড় খৃষ্টান রোমীয় সম্রাট জাষ্টিনিয়ান, তাহার শেষ চিহ্ন সমুলে উৎপাটন করিলেনু.। এই গেল ষষ্ঠ শতাব্দীর কথা । আলেকজাদিয়ায় "সে রামও নাই, সে অযোধ্যাও নাই!” ইহাব পুর্ণ হইতেই রোমান সম্রাটের ' তাহাদের প্রাচ্য সাম্রাজ্যের নূতন রাজধানী কন্‌ষ্ট্রান্টিনোপলকে প্রসিদ্ধ করিয়৷ তুলিতেছিলেন । আলেক্‌ - জান্দ্ৰিন্থ অপেক্ষা এই নগরের প্রতিই ভtহাদের বেশী অকুরাগ ছিল । পিদ্য।, ব্যবসায়, ধৰ্ম্ম, সভ্যতা, সকল বিষয়েই কন্‌ষ্ট্রাণ্টিনোপলকে ঠাহীর বিরাট কেন্দ্রে পরিণত করিতে উৎসাহী ছিলেন । কাজেই তঁহাদের ঔদাসীন্তে আলেকৃজান্দ্রিয় একটা সামান্য নগর মাত্রে পরিণত হইতেছিল। চতুর্থ শতাব্দী হইতে ষষ্ঠ শতাব্দী পর্য্যন্ত আলেক্জান্দ্রিয়ায় এই অবনতির যুগ চলিয়াছিল। পরে সপ্তম শতাব্দীতে মুসলমানের মিশর দখল করেন। তখন হইতে আলেকুজান্দ্রিয়ার মৃত্যুকাল । খৃষ্টান কন্‌ষ্টাণ্টিনোপল এবং মুসলমান কাইরে প্রবল প্রতিদ্বন্দ্বী হইয়৷ ইহার ধ্বংসের কারণ হইল। প্রাচীন আলেকজান্দ্রিয়ার কোন গৃহ এক্ষণে আর দেখা যায় না। স্থানে স্থানে দিল্পী, গৌড় প্রভূতি নগরের. তাহার পর হইতে