পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bứể, জাতিগণের ঐশ্বৰ্য্য, 鷹。 ও কৰ্ম্মকুশলতার পূরিচয় পাইলাম মাত্র । “ মিশরের এই বারোয়ারীতলায় ফর সার, ইংরেজের গ্রীকের, জার্মানের, আমেরিকানের, রুসের, তুরস্কের, সকলেরই গলার আওয়াজ শুনিতে পাইয়াছি। এই ঘোরতর তাণ্ডব ও বেসুর বেতাল নৃত্যগীতের মধ্যে খাটি মিশরবাসীর সুর অতি ক্ষীণকণ্ঠে প্রচারিত হইতেছে" কিনা সন্দেহ। তাহা বুঝিতে হইলে অতি দূরদৃষ্টিসম্পন্ন পাকা সমজদার হওয়া আবশ্রাক । শ্ৰীপৰ্য্যটক । ( সমাপ্ত ) পিলীয়াস ও মেলিস্যাণ্ড পঞ্চম অঙ্ক ।

  • প্রথম দৃষ্ঠ ।

দুর্গপ্রাসাদের একটি অনুচ্চ দরদtলান । পরিচারিকাগণ একজায়গায় জড়ো হইয়। উপস্থিত ; বাহিরে একটি বায়ুপ্রবেশপথের সম্মুখে কয়েকটি শিশু খেলা করিতেছে ] জনৈক বৃদ্ধ পরিচারিকা, একটু থাক দেখবে, একটু থাক দেখবে ; আজই সন্ধ্যায় তা হবে । ওঁ41 এধনই এসে আমাদের বলবেন .. t অন্ত পরিচারিক ওঁরা আমাদের এসে বলবেন না ..কি যে করছেন ওঁরাই আর তা জানেন না... তৃতীয় পরিচারিক। এইখানে এস আমির অপেক্ষা করি ... চতুর্থ পরিচারিকা আমরা খুব ভালই জানতে পারব কথন উপরে যেতে ६८२• • • পঞ্চম পরিচারিক। যখন সময় হবে তখন আমরা নিজের মতেই উপরে ३३... : ষষ্ঠ পরিচারিকা বাড়ীটায় আর কোনও শব্দই শোনা যাচ্ছে না এখন... প্রবাসী—চৈত্র,১৩২১ [ »8* ऊंगि, २ञ १७ f সপ্তম পরিচারিক। ঐ যে বাতাস-পথের সমুখে ছেলের খেলা করছে ওদের চুপ করতে বলা আমাদের উচিত। অষ্টম পরিচারিকা এখনি ওরা নিজে হতেই চুপ করবে। নবম পরিচারিকা এখনও সময় হয়নি... { জনৈক বৃদ্ধ পরিচারিকার প্রবেশ ] বৃদ্ধ পরিচারিক কেউ এখন সে-ঘরে ঢুকতে পারছে না। আমি এক ঘণ্টার ওপর গুনলাম...কপাটের উপর বোধ হয় মাছি চলার শব্দ শুনতে পাওয়া যেত...কিছুই আমি শুনতে (Pājों★ न]... 5* প্রথম পরিচারিক ওরা কি তাকে ঘরে একলা ফেলে রেখেছে ? বৃদ্ধ পরিচারিক না, না ; আমার মনে হয় লোকে ঘর ভৰ্ত্তি। প্রথম পরিচারিক। ওঁরা আসবেন, ওঁর। আসবেন এখুনি... বৃদ্ধ পরিচারিক। ভগবান ! ভগবান ! এ বাড়ীতে যা ঢুকেছে তা সুখ নয়...এসব কথা বলবার নয়, তবে যা জানি যদি ত৷ আমি বলতে পারতাম... দ্বিতীয় পরিচারিকা তুমিই না ওঁদের দরজার সামনে দেখতে পেয়েছিলে ? বৃদ্ধ পরিচারিক। ই, হা ; আমিই ওঁদের দেখতে পেয়েছিলাম । দরওয়ান বলে যে সে-ই ওঁদের প্রথম দেখেছিল ; কিন্তু ঘুম ভাঙালাম তার আমিই। উপুড় হয়ে পড়ে পড়ে ও ঘুমুচ্ছিল, আর কিছুতেই জাগতে চাচ্ছিল না – আর এখন এসে বলছে কিনা—আমিই ওদের আগে দেখতে পেয়েছি। এই কি উচিত ?—জানলে, এই নীচে ভাড়ারঘরে যাবার জন্তে আলো জ্বালতে গিয়ে নিজেকে পুড়িয়ে ফেললাম। — ভাল, কি করতে আমি ভাড়ারে গিয়েছিলাম ? —আমার মনে হচ্ছে না এখন, কি করতে আমি ভাড়ারে গিয়েছিলাম।--যে রকমেই হোক, আমি খুব সকালে উঠেছিলাম ; তখনও বেশ ফরসা হয়নি ; আমি নিজেকে