পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* یہ مہ” ہم ۔ بر .*م x . .-بر .۔ بر . ی. . ہم ع Ts = ۔ * جT یے “বোধ হয় প্রভাসে ।" “তাহা হইলে আমরা কতদুর আসিলাম ? “প্রতিষ্ঠানের নিকটে আসিয়াছি ; প্রয়াগ বোধ হয় আর দুই প্রহরের পথ ।” তাহাদিগকে গৌড়ীয়ভাষা ব্যবহার করিতে দেখিয়। গুরুদণ্ডুের সূjহস হইল। তিনি অশ্বারোহণে মুথে আগিয়া" উচ্চৈঃস্বরে "গৌড়েশ্বরের জয় হউক" বলিয়া উঠিলেন। র্তাহার কথা শুনিয়া সেনাদল দাড়াইল s ੋਜ অশ্বরোহী তাহার নিকটে আসিয়া জিজ্ঞাসা করিল, “তুমি কে?” গুরুদত্ত আত্মপরিচয় প্রদান করিলে, অশ্বারোহী তাহাকে সেনাদলের মধ্যস্থলে জয়বৰ্দ্ধনের নিকটে লইয়া গেল । জয়বৰ্দ্ধন তাহণকে জিজ্ঞাসা করিয়; জানিলেন যে, কৌশম্বী নগর গুর্জরসেম কর্তৃক্ষ অবরুদ্ধ হইয়াছে। প্রতিষ্ঠানে উদ্ধবঘোষ তখনও সে সংবাদ জানিতে পারেন নাই। তিনি জিজ্ঞাসা করিলেন, “কৌশম্বীদুর্গ রক্ষায় কে নিযুক্ত আছে ?" গুরুদত্ত কহিলেন, “নারায়ণদত্ত ।” “তঁহার অধীনে কত সেন আছে ?” “দ্বিসহস্ত্রের অধিক নহে ।” “গুর্জরশিবিরে কত সেনা আছে ?” “প্রায় দশসহস্ৰ ।” জয়বৰ্দ্ধন অশ্ব হইতে অবতরণ করিয়৷ ভিন্ন ভিন্ন সেনাদলের নায়কগণকে আহবান করিলেন । •র্তাহারা শুসিলে তিনি কহিলেন, “দশসহস্র গুর্জরসেনা কৌশাম্বী আক্রমণ করিয়াছে, প্রতিষ্ঠান মাত্র দুইপ্রহরের পথ, পশ্চাতে শক্রসেন। রাথিয়া যাওয়া উচিত কি ?” নায়কগণ একবাকো কৌশাম্বী উদ্ধারুের পরামর্শ দিলেন। জয়বৰ্দ্ধন গুরুদত্তকে জিজ্ঞাসা করিলেন, “তুমি পথপ্রদর্শন করিতে পারিবে ?” “পারিব।” “চল, আমরা এখনই কৌশাম্বী উদ্ধার করিব।” একদণ্ড পরে দশসহস্ৰ অনশনক্লিষ্ট গৌড়ীয় অশ্বারোহী ক্ষুধিত ব্যান্ত্রের ষ্ঠায় ভীমবেগে গুর্জরশিবির আক্রমণ করিল। গুর্জরসেনা বিশ্রাম করিতেছিল, তাহার। যুদ্ধের জন্য প্রস্তুত হইবার পূৰ্ব্বে জয়বৰ্দ্ধন স্কন্ধাবার অধিকার করিয়া কৌশাম্বী নগরে প্রবেশ করিলেন । দশসহস্র গৌড়ীয়সেনা অষ্টসহস্ত্রের অধিক গুর্জর বন্দী করিল। ه به "م تا به این امر - ۹ مه ۹ ماهی » حمیر সুশ্রী ও অনুষ্ঠাপ AAAAA AAAA SAAAAAS AAAA SS ASA AAAAAS AAAAA SAAAAA AAAS AAAAA SAAAAA MSAAAA S S AAAA S ఆన్సరీ .N"مي- ** ماه - দিবসের দ্বিতীয়ুপ্রহরের শেষভাগে উদ্ধবঘোষ প্রতিষ্ঠান ইণের পশ্চির্মতোরণে আসিয়া দাড়াই আছেন এবং ব্লারদ্বার কৌশাম্বীপথের প্রতি দৃষ্টি করিতেছেন । দ্বিতীয় প্রহর অতীত হইল, দুর্গমধ্যে 'প্রচরের ঘণ্ট। বাজিয়া উঠিল,সেই সময়ে কৌশাখার পথে ধূলিরাশি উত্থিত ੇਂ: অবিলম্বে জনৈক ঘৰ্ম্মাক্তকলেবর •ধূলিধূসরিত-পরিচ্ছদ অশ্বারোহী তোরণের সম্মুখে আসিয়া উপস্থিত হইল। সে ব্যক্তি উদ্ধবঘে্যকে দেখিয়া অখ হইতে আবুতরণ করিল এবং অভিবাদন করিয়া কহিল, “সমস্ত মঙ্গল । গুর্জরসেনা কৌশাম্বী অবরোধ করিয়াছিল, সেইজস্ত নারায়ণদত্ত অগ্নিকুণ্ড জালিয়া ছিলেন । কল্য রাত্রিতে জয়বৰ্দ্ধন গুর্জরসেন। তাড়াইয়া দিয়া কৌশাম্বীতে প্রবেশ করিয়াছেন।” 像 “সাধু গুরুদত্ত | মহারাজের কোন সংবাদ পাইলে ?” “তিনি কান্তকুজনগরে অবরুদ্ধ আছেন।” “তবে তাহার সেনা চক্রায়ুধের সেনার সহিত মিলিত হইয়াছে ?” יין ו#" “গুরুদত্ত, তুমি কি জাতি ?” “প্রভু, আমি ব্রাহ্মণ ।” “তুমি বিশ্রাম করিতে যাও, সন্ধ্যাকালে আমার আবাসে আসিও।” ( ক্রমশঃ ) @ শ্রীরাথলিদাস বন্দ্যোপাধ্যায় । অশ্রু ও অনুতাপ যবে অনুতাপ সব মানি পাপ করিল ভস্মচুর্ণ, অশ্র গঙ্গা ভাসাইল তায় দূর-দূরান্তে তুর্ণ। অনুতাপ যবে হলকর্ষণে কোমল করিল চিত্তে, ” অশ্রু শোভালো খর বর্ষণে শস্তণ্ড্যামল বিত্তে । অনুতাপ ষবে বিজয়োল্পত দাড়ালো শিবির-কক্ষে অশ্রুহীরক বিজয়মাল্য জ্বলিল তাহার বক্ষে । নারায়ণ যবে অনুতাপ:রুপে অবতরিলেন মর্ত্যে লক্ষ্মী তখন অশ্রুর রূপে মিলিলেন আঁখি-বক্সে"। ঐকালিদাস রায়। "