পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসী-বাঙ্গালী অধ্যাপক শ্ৰীধুক্ত জানকীনাথ দত্ত । গোয়ালিয়র ‘ভিকৃটোরিয়া কলেজের • বিজ্ঞানাধ্যাপক • 18 জানকীনাথ দত্ত মহাশয় ১৮৫৬ খৃঃ অব্দের জুলাই মাসেঞ্জন্মগ্রহণ করেন। ইহার পৈতৃক নিবাস ফরিদপুর জেলার অন্তর্গত ঘি কমল গ্রাম। শৈশবে পিতৃবিয়োগ হওয়ায় এবং তৎকালে উচ্চশিক্ষার প্রতি লোকের তদৃশ অনুরাগ না থাকায়, ই হার শিক্ষার কোন সুবন্দোবস্ত হয় নাই। জানকীবাবু প্রথমে গুরুমহাশয়ের নিকট কিঞ্চিৎ লেখাপড়া কfরয়াছিলেন ; তৎপরে পাংশার বঙ্গবিদ্যাঃ য়ে কিছুদিন বাঙ্গালী শিখিয়া অপেক্ষাকৃত অধিক বয়সে কুষ্টিয়ার স্কুলে ইংরেজী শিক্ষা আরম্ভ করেন ও তথায় ৩৪ বৎসব অধ্যয়ন করিয়া অবশেষে ফরিদপুর ইংরেজী স্কুল হইতে ১৮৭৬ খৃঃ অব্দে প্রবেশিক পরীক্ষায় উত্তীর্ণ হন । এণ্টন্স পাশ কারবার পর কলেজে শিক্ষালাভ কর। _ঠুহার নিকট বড়ই সমস্যাজনক হইয়া উঠে। অর্থাভাব ও স্বাস্থ্যভঙ্গ এই সময়ে ভাঙ্গর উন্নতির পথে প্রতিবন্ধক জন্মায় । জানকীবাবু কিন্তু সে প্রতিবন্ধকে ভয়োদ্যম হন নাই । কেবল আত্মিনির্ভরের বলে তিনি য়ুংপুর কলেজ হইতে বৃত্তি লইয়। এফ এ পড়িতে সমর্থ হইয়াছিলেন, কিন্তু হইণে কি হয়, শঙ্কটাপন্ন পীড়ার জন্য সেবার পরীক্ষা দিতে পারেন নাই । তৎপরে তাহার শ্বশুর স্বৰ্গীয় মহিমচন্দ্র জোয়া%দার মহাশয়ের আগ্রহাতিশয়ে তিনি পশ্চিমে গমন করেন এবং যথাক্রমে আগ্রার সেন্টজুম্ম কলেজ, হইতে ফাষ্ট আর্টস্ ও লক্ষুেীর সুপ্রসিদ্ধ ক্যানিং কলেজ হইতে ১৮৮৪ খ্ৰীঃ অব্দে বি-এ পরীক্ষায় কৃতকার্য্য হন। এই সময়ে তাহার শ্বশুরমহাশয় গোয়ালিয়রের রাজস্ব বিভাগে নিযুক্ত থাকায় তাহারই উপদেশমত জানকীবাবু গোয়ালিয়র স্কুলে অ্যাসিষ্টাণ্ট হেড মাষ্টারের কার্য্যগ্রহণ করিয়াছিলেন । ইহাই তাহার গোয়ালিয়ার বাসের সূচনা। গোয়ালিয়রে চাকুরীগ্রহণকালে উক্ত ষ্টেটের শিক্ষাবিভাগের অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। একটিমাত্র সাধারণ স্কুল ; তাহাতে সংস্কৃত, আরবী, পারসিক, হিন্দী উৰ্ণ, এবং তৎসঙ্গে সামান্য ইংরেজী শিক্ষা দেওয়া হইত। প্রবাসী-চৈত্র, ১৩২১ g SS S SSAAA ASJJJSJS JSSS SSS SSSS AAAAAS [ ১৪শ ভাগ ২য় থওঁ /、/-、/、/、/-、ヘヘヘヘヘヘヘヘヘヘ-/ ト^ヘヘ এই বিদ্যালয়টিকে হাতে পাইয় এবং ইহাই তাহার ভাবী • কৰ্ম্মক্ষেত্র" বিবেচনায় জানকীবাবু জীবনের সমস্ত জ্ঞান, উৎসাহ ও অধ্যবসায় দ্বারা উহার উন্নতিবিধানে কৃতসংকল্প হইলেন। গুণগ্রাহী রাজপুরুষ ও রাষ্টকৰ্ম্মচারীগণ তাহার অন্তর্নিহিঁত-গুণাবলী ও প্রতিভার পরিচয় পাইয়। • অচিরে তাহার প্রতি প্রীত হন এবং যাহতে শিক্ষাবিভাগের সর্বাঙ্গীন উন্নতিসাধন হয় তজ্জন্ত তাহার সহয়তা করিতে থাকেন। • তাহারই ঐকান্তিক যত্ন ও পরিশ্রমের ফলে উক্ত ধিদ্যালয়টি কালে ইংরেজী এন্টু,ান্স স্কুলে পরিণত হইল ; দিন দিন উহার ছাত্রসংখ্যা বৃদ্ধি পাইল এবং উত্তরোত্তর অধিকসংখ্যক ছাত্র প্রবেশিক। অধ্যাপক জানকীনাথ দত্ত । পরীক্ষায় উত্তীর্ণ হইতে লাগিল । ইহার পর ক্রমে স্কুল হইতে কলেজের স্বষ্টি ও তৎসহ জানকীবাবুর অধ্যাপক পদ-প্রাপ্তি । এইবার তাহার কৰ্ম্মক্ষেত্র আরও প্রশস্ত হইল । কলেজের সাজসরঞ্জাম, ল্যাবরেটরীর যন্ত্রপাতি, লাইব্রেরীর পুস্তকাদি,—যেখানে যে-দ্রব্যের প্রয়োজন তদ্বিযয়ে কর্তৃপক্ষ তাহার মতানুসারে চলিতে লাগিলেন । এককথায় কলেজ-গঠন-সংক্রান্ত সমস্ত ভার প্রধানতঃ