পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যাপক রেভারেও বি কে মুখার্জি । ভিনি ভারতীতে “জৈন ধৰ্ম্মের ইতিহাস" শীর্ষক একটি প্রবন্ধ লিথিয়াছিলেন, এবং হিতবাদীর নিয়মিত লেখক ছিলেন। এক্ষণে তিনি এডুকেশ্বন্যাল রিভিউ ও অন্তান্ত ইংরেজী কাগজে লিথিয়া থাকেন। তিনি এখন আধুনিক বাংলাভাষায় বিদেশী উপাদান এবং বিদেশী প্রভাব সম্বন্ধে একটি প্রবন্ধ লিখিতেছেন। - আজমগড় জেলায় ভীষণ প্লেগের• মহামারী হয় । ১৯৯৯ হইতে ১৯১৩ খৃষ্টাব পৰ্য্যন্ত তিনি ঐ জেলায় প্লেগরোগীদের পরিচর্য্যা করেন। র্তাহার নিকট প্লেগরোগের ঔষধের একটি ব্যবস্থাপত্র ছিল । তিনি বলেন যে তদন্ত্রসারে চিকিৎসা করায় শতকরা ৮৫ জন রোগী আরোগ্য লাভ করিত। তিনি রোগীদিগকে দেখিয়া তাহাদিগকে বিনামূল্যে ঔষধ দেওয়া ছাড়া প্রয়োজনমত তাহাদিগকে পথ্যও দান করিতেন। • তিনি বাংলা ও ইংরেজী ছাড়া সংস্কৃত, লাটীম, গ্রীক, হিন্দী-উর্দু, এবং আসামীয় ভাষা জানেন । তদ্ভিন্ন তাহার মরাঠী, গুজরাটী, কানাড়ী ও সিন্ধী ভাষার কাজ-চলাগোছ জ্ঞান আছে ।

  • 3

.প্ৰৱাসী-বাঙ্গালী Pod , শ্ৰীযুক্ত সতীশচন্দ্র সেন । . ঐযুক্ত সতীশচন্দ্র সেন কলিকাতা, ছোট আদালতের ভূতপূৰ্ব্ব অন্যতম জজ এব্যারিষ্টার রাজকৃষ্ণ সেন মহাশয়ের দ্বিতীয় পুত্র । সতীশচন্দ্র কলিকাতায় সেণ্টজেভিয়ার্স কলেজে শিক্ষালাভ করেন । هو শ্ৰীযুক্ত সতীশচন্দ্র সেন । তিনি ১৭ বৎসর বয়সে খবরের কাগজে লিখিতে অfরস্ত করেন। পাইয়োনীয়ার, ইংলিশম্যান, সিবিল ও মিলিটারী গেজেট প্রভৃতি ভারতবর্ষের অনেক বিখ্যাত কাগজে এবং লণ্ডলে : নানা সংবাদপত্র ও মাসিকপত্রে বহুবিষয়ে তাহার অনেক প্রবন্ধ বাহির হইয়াছে। তিনি বেঙ্গলীর সহকারী সম্পাদক, ইণ্ডিয়ান ডেঙ্গীনিউসের সহকারী সম্পাদক এবং পাঁচ বৎসর রেজুন গেজেটের সহকারী সম্পাদকের কাজ করিয়াছেন । ভারতগবর্ণমেণ্ট কর্তৃক পরিচালিত ইণ্ডিয়ান ট্রেড জার্ন্যাল নামক কাগজের সংস্রবে তিনি তিন বৎসর কাজ করেন। কমার্স নামক বাণিজ্যিক সংবাদপত্রের সহকারী সম্পাদকের পদে এক বৎসর নিযুক্ত ছিলেন । অতঃপর তিনি দিল্লীর মর্নিংপোষ্ট নামক ইংরেজী দৈনিকের দুই বৎসর সম্পাদকতা করেন। বোম্বাই ক্রনিকুলু নামক প্রসিদ্ধ । দৈনিক কাগজের প্রথম সংখ্যা হইতে তিনি সহকারী সম্পাদকের পদে নিযুক্ত আছেন। fefă “Visitors' Guide to Delhi" got “All about the Durbar” at to gotifs of fosfoss(ER 1 "Delhi : tlæ Imperial City” (fx+ JSF ডেনিং সাহেবের সহযোগে লিথিত । *