পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఇoఆ লক্ষ্মেী এডভোকেটের বর্তমান সংযোগী . সম্পাদক শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ ঘোষ । ১২৬৬ সালের মাঘ মাসে নদীয়া জেলার অন্তর্গত শান্তিপুরে সুপেন্দ্রনাথের জন্ম হয় । জেলা যশোহরের অন্তর্গত বিদ্যানন্দকটি গ্রামে ইহঁদের আদিম বাসস্থান । ” সুরেন্দ্রনাথের পিতা ... ষষ্ঠবর ঘোষ শান্তিপুরের ডেপুটি মাজিস্ট্রটের আদালতে নাজিরের পদে নিযুক্ত ছিলেন । শ্ৰীযুক্ত স্বরেন্দ্রনাথ ঘোষ । নড়াইল স্কুল হইতে বিশ্ববিদ্যালয়ের প্রবেশিক। পরীক্ষায় উত্তীর্ণ হইয়া সুরেন্দ্রনাথ বৃত্তি প্রাপ্ত হন । তৎপরে কএক বৎসর যাবৎ কলিকাতায় অধ্যয়ন করিয়া বিদ্যাভ্যাস সাঙ্গ করিয়া তিনি আইনের পরীক্ষণ দিলেন । তাহাতে উত্তীর্ণ হইয়া যশোহরের জঞ্জ-আদালতে ওকালতি আরম্ভ করিলেন। আইন পরীক্ষা দিবার কিয়ৎকাল অগ্ৰে সাগরদাড়ি গ্রামে ৬মাইকেল মধুসূদন দত্তের ভ্রাতুস্কন্যার সহিত ইহঁার বিবাহ হইয়াছিল । সুতরাং ওকালতি প্রবাসী—চৈত্র, ১৩১১ [ ১৪শ ভাগ; ২য় খণ্ড আরম্ভের সঙ্গে সঙ্গে সঙ্গীরের ভার ইহার মন্তকে পড়িল । ওকালতি ব্যবসায়ে শ্ৰীবৃদ্ধি হওয়ার কয়েকটি বিঘ্ন উপস্থিত হওয়ায় তিনি যশোহর হইতে কলিকাতায় গিয়া দৈনিক হিন্দুপ্যাটিয়টের সহকারী সম্পাদকের কার্য্যে নিযুক্ত হইলেন। এই সময়ে ৮শ্ৰীশচন্দ্ৰ সৰ্ব্বাধিকারী হিন্দুপ্যাটিয়টের সম্পাদক ছিলেন। শ্ৰীশবাবু নামে সম্পাদক ছিলেন । কার্য্য প্রায় সমস্তই স্বরেন্দ্রনাথ ও একজন ফিরিঙ্গি এই দুইজনে চালাইভেন। কিছুকাল পরে খুঁশবাবুর মৃত্যু হইলে স্বরেন্দ্রনাথ আবার বিপদে পড়িলেন। স্বনামখ্যাত রাঙ্গা শ্ৰীযুক্ত প্যারীমোহন মুখোপাধ্যায় হিন্দুপ্যাট্রিয়টের একজন টুষ্টি । তিনি হিন্দুপ্যাট্রিয়টের সমস্ত ভার ৬কালীপ্রসন্ন সিংহ মহাশয়ের পুত্র শ্ৰীযুক্ত বিজয়চন্দ্র সিংহের হস্তে অর্পণ করিলেন । স্বরেন্দ্রনাথ হিন্দুপ্যাটিয়টের “সম্পাদন”কার্য্যে নিযুক্ত ছিলেন বলিয়া বিজয়চন্দ্র সুরেন্দ্রনাথকে নিযুক্ত করিলেন । কিন্তু দুর্ভাগ্যবশতঃ সুরেন্দ্রনাথ ব্যক্তিবিশেষের কুদৃষ্টিতে পড়িলেন, তাহাতে র্তাহার লেখ। বিজয়বাবুর চেষ্টা সত্ত্বেও ছাপা হইবার সুযোগ পাইত না। ইহার কিছুদিন পরে স্বরেন্দ্রনাথ গঙ্কে এডভোকেটের সহযোগী সম্পাদকের পদ প্রাপ্ত হইয়া লক্ষুেী চলিয়া আসিলেন । yগঙ্গাপ্রসাদ বৰ্ম্ম। ঐ সংবাদপত্রের স্বত্বাধিকারী ও সম্পাদক ছিলেন ; কিন্তু সম্পাদনকার্য্য অধিকাংশই সুরেন্দ্রনাথের করিতে হঠত—গঙ্গাপ্রসাদ বাবু অল্প কিছু লিখিতেন এবং কাগজের সুরের ব্যতিক্রম হইল কিনা সৰ্ব্বদা তৎপ্রতি দৃষ্টি রাখিতেন। তিনি এ প্রদেশের একজন বিখ্যাত লোক ছিলেন । গঙ্গাপ্রসাদ বাবুর মৃত্যুর পর হইতে উক্ত সংবাদপত্রের সমস্ত ভার সুরেন্দ্রনাথের হস্তে পড়ে । এখন এডভোকেট রাজা পৃথ্বীপাল সিংহের সম্পত্তি। একজন প্রবীণ বাঙ্গালী সম্পাদকের পদে নিযুক্ত হইয়াছেন। স্বরেন্দ্র বাবু পূৰ্ব্ববৎ সহযোগী সম্পাদক আছেন । বঙ্গভাষার চর্চা করা সুরেন্দ্রনাথের নিভান্ত ইচ্ছা । কিন্তু তাহার সময় অল্প । তাহার করাসী-বিপ্লবের ইতিহাসের কিয়দংশ “আৰ্যাবর্তে" বাহির হইয়াছে