পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] বাংলার ক্ষয়িষ্ণু জেলাসমূহ—বীরভূম $55 হইয়াছিল। যত শিশুর জন্ম হয়, তাহারা সকলেই বাচিয়া থাকে না। উপরে লিখিয়াছি যে, শিশুর মৃত্যুর হার বীরভূমে সৰ্ব্বাপেক্ষ বেশী। ১৫ হইতে ৪০ বৎসর বয়সের প্রতি ১০০ বিবাহিত স্ত্রীলোকের অনুপাতে কতগুলি সস্তান আছে, তাহার হিসাব করিলেও জাতির সংখ্যা-বৃদ্ধির ক্ষমতা মাপ করা যায়। বীরভূম-জেলায় এই সংখ্যা কি-প্রকার কমিয়া যাইতেছে, দেখুন। বীরভূম ১৭২ সমগ্র বাংলা-দেশ ు a ) 5"לצ S3 ) ) Ꮌ☾ Ꮔ ᎼbᎹᎼ 〉おa 》 SVCS S) १३ সালের সেন্সস রিপোর্টে দেখা যায় যে, ৫৩,৮৫৮ জন লোক বিদেশ হইতে জীবিকা অর্জন করিবার জন্য এই জেলায় আসিয়াছিল ; এবং ৪২,৭০৯ জন লোক জেলা হইতে বাহিরে গিয়াছিল। এইসকল লোক বাদ দিলে জেলার প্রকৃত জন-সংখ্যা আরও দশ হাজার কম হইবে। শিক্ষাই সকল উন্নতির সোপান । শিক্ষার বিস্তার হইলে মানুষ নিজের অভাব বুঝিতে পারে এবং সেইসকল অভাব পূরণ করিবার জন্য নিজের শক্তিকে নিয়োজিত করে। এই বিষয়ে বীরভূম বাংলার অনেক জেলা অপেক্ষা পশ্চাৎপদ । এখানে ৫ বৎসরের উৰ্দ্ধবয়স্ক পুরুষগণের মধ্যে হাজারে মাত্র ২১৬ জন সামান্ত লিখিতেপড়িতে পারে। স্ত্রী-শিক্ষার অবস্থাও তদনুরূপ । ৫ বৎসরের উদ্ধ-বয়স্ক স্ত্রীলোকগণের মধ্যে হাজারে ১২ জন মাত্র লিখন-পঠনক্ষম আছে। স্বতরাং দেখা যাইতেছে যে, এই জেলার মঙ্গলাকাঙ্ক্ষী ব্যক্তিগণকে শিক্ষার উন্নতি-কল্পে অনেক কাজ করিতে হইবে। এই জেলার অধিবাসীদের মধ্যে ৫৭৬৭৫০ জন হিন্দু ও ২১২৪৫০ জন মুসলমান। মুসলমান পুরুষগণের মধ্যে হাজার-করা ১৬২ জন ও স্ত্রীলোকগণের মধ্যে মাত্র ৫ জন লিখিতে-পড়িতে শিথিয়াছে। স্বতরাং ইহাদের মধ্যে শিক্ষার বিস্তারের জন্য বিশেষভাবে চেষ্টা করিতে श्रव । - Σ. δ ι Σ' হিন্দুদের মধ্যে শিক্ষা প্রায় ব্রাহ্মণ প্রভৃতি তথাকথিত উচ্চ জাতির মধ্যেই সীমাবদ্ধ। বীরভূমে যে-সকল প্রধান জাতি আছে, তাহাদের তালিকা নিম্নে দেওয়া হইল— বাগদী ৭২৯৬৭ বৈষ্ণব यांछेन्नैौ ব্রাহ্মণ ডোম গোয়ালা ठूोफेंौ কলু কোনাই शांठन মুচি সদগোপ সাঁওতাল तछि তাতি ইহা স্মরণ রাখিতে হইবে যে, কেবল ব্রাহ্মণ-কায়ন্থের উন্নতিতে দেশ উন্নত হইবে না। অন্ত জাতির লোকেরাও শিক্ষা ও জ্ঞানলাভ না করিলে বর্তমান হীন অবস্থা দূর হইবে না। বাউরী, বাগদী, সাওতাল ইত্যাদি অনুন্নত জাতির মধ্যে এই জেলার কত লোক শিক্ষিত তাহার হিসাব পাওয়া যায় না। তবে সমগ্র বাংলা-দেশের হিসাব সেন্সস রিপোর্ট হইতে উদ্ধত করিয়া দেওয়া श्ल ১৬২৬৩ 8סאר 8ס\ \రిఫెరా a d \రి(te BN Y } {} a & R =tyపెఱ > oboebe Ꮌ☾Ꮼo o \విష్క్రిఫెa ף כס\ףס\ ዓ Š Œ መ\ó ●" \bre SV RN9ఫె כאשר צ צ বাগদী হাজার-করা শিক্ষা পাইয়াছে ২৪ জন বাউরী 踢 墜 ৭ জন হাড়ী 跪 pj ২১ জন সাওতাল jo ৫ জন বাকুড়ার ন্যায় এখানেও শতকরা ৭৭ জন লোক কৃষিজীবী । স্বতরাং কৃষিকার্য্যের উন্নতি না হইলে, এই জেলার লোকের আর্থিক অবস্থার উন্নতি হইবে না। শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসার ব্যবস্থ ব্যয়-সাপেক্ষ ও অর্থ না থাকিলে এইসকল সম্ভবপর হয় না । দেখা গিয়াছে