পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

향 শ্ৰী হেমন্ত চট্টোপাধ্যায় টাকা-ধোওয়া কল— আমেরিকার Los Angoli’sএর একটি হোটেলে একটি মুদ্র-সাফকরা কল স্থাপন করা হইয়াছে। এই হোটেলে কোন অভ্যাগত ব৷ অতিথিকে অপরিষ্কার টাকা পয়সা দেওয়া হয় না। অনেক হাত মুদ্রা ধুইবার কল পুরিয়া নানা-প্রকার ময়লা এবং বীজাণু লইর হোটেলে আসে সেইজস্ত হোটেলের মালিক নিয়ম করিয়াছেন, টাকা পয়সা ইত্যাদি বিশুদ্ধ এবং নতুনের মত ব্যকৃঝকে না করিয়া কাহাকেও দেওয়া হইবে না । সেহজঙ্ক হোটেলে কোল টাকা-পয়সার আমদাশি হইলেই ওtহ বিশুদ্ধ করিবার জন্ত কলে পাঠান হয় । সাতারীর টুপী— জলের নীচে ডুব দিয়া চোখ মেলিয়া কিছু দেখার চেষ্টা করা অভিনব সাতার-টুপী বোকামে । এবং তাহ পারাও যায় না । কিন্তু এই কাজটি করিতে পালিবার এক উপায় আবিষ্কার হইয়াছে। এক-প্রকার টুপী তৈয়ার হইয়াছে ৩tহাতে জলের তলার এক-রকম বিনা-কষ্টেই নিশ্বাস লওয়া এবং চারিদিক দেখা চলিবে। টুপী পরিয়া কথা বলিবার বা মুখ দিয়া নিশ্বাস লইবার কোন অসুবিধা হয় না। গলদা-চিংড়ীর বাচ্চা— নিউ ইয়র্কের প্রকৃতি-বিজ্ঞানের প্রদর্শনী-গৃহে দুইটি প্রকাও চিংড়ী মাছ সাধারণের দেখিবার জন্ত রক্ষিত হইয়াছে । সৰ্ব্বাপেক্ষা বড়টির ওজন ৩৪ পাউণ্ড এবং ইহার বয়স ৫• বছর বলির মনে হয় । ইহার গায়ে জল-যুদ্ধের অনেক ক্ষত চিহ্ন আছে । ছোটটির ওজন ২৮ সমুদ্রের চিংড়ি মাছ পাউণ্ড। এই চিংড়ী মাছের বাচ্চ দুটির আকার বুঝাইবার জস্ত তাহাদের মাঝখানে একটি ছয় বছর বয়সের বালককে বসাইর রাখ৷ হইয়াছে। এই দুইটি মাছকে ধরিবার জন্ত বিশেষ কষ্ট করিতে হইয়াছে । অগম্য-স্থানের কথা— এমন কোন স্থান কল্পনা করিতে পারেন যেখানে কোন মানুষ নাই, যেস্থান বরফের চেয়েও ঠাণ্ডা, যেখানে কোন-প্রকার গাছপাল নাই, অভূত-অভূত সব জস্ত বিচরণ করিতেছে, যেখানে কোনপ্রকার আলো নাই—লের জমাট কাণুে । সেই স্থানের আরম্ভ