১ম সংখ্যা] - - - - - ---------- ---------------سی-ای-سی--اے অনেকে আহত হইয়াছেন । বিস্তর লোক কারারুদ্ধ হইয়াছেন । তথাপি র্ত্যহাদের উৎসাহ কমে নাই। যাহারা ধর্শের জন্ম প্রাণ দেন বা অন্ত-প্রকারে দুঃখ বরণ করেন, তাহাদিগকে শহীদ (marty) বলে । ভারতীয় শিখদের এইসৱ কাজে যোগ দিবার জন্য আমেরিকা হইতে একদল শিখ শহিদী জথা গঠন করিয়া এদেশে আসিয়াছেন। অমৃতসরের পথে এলাহাবাদে তাহাদের যে-দুইটি ফোটোগ্রাফ লণ্ডয়া হইয়াছিল, এখানে তাহার প্রতিলিপি দেওয়া হইল । ভূপেন্দ্রনাথ বসু । ভূপেন্দ্রনাথ বন্ধ মহাশয়ের মৃত্যুতে বাংলাদেশ এক জন কর্তীসস্তান হারাইলেন । তিনি কলিকাতা বিশ্ব বিদ্যালয়ের একজন বুদ্ধিমান ও বিদ্বান ছাত্র ছিলেন। র্তাহার ব্যবসা এটর্নীগিরিতে তিনি বিশেষ পারদর্শিতা লাভ করিয়াছিলেন । কিন্তু দেশের হিতকল্পে তিনি যেসকল চেষ্টা করিয়াছিলেন তাহার জন্যই লোকে এখন তাহাকে স্মরণ করিতেছে তিনি যৌবনকাল হইতেই আনন্দমোহন বস্থ, স্বরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, প্রভূতি বয়োজ্যেষ্ঠদিগের সহিত রাজনীতিক্ষেত্রে দেশের সেবায় প্রবৃত্ত হন । বঙ্গবিভাগের পর বাঙালীদের মধ্যে আবার সমগ্র বাংলাকে একপ্রদেশভূক্ত করিবার জন্য যে প্রবল আন্দোলন উপস্থিত বিবিধ প্রসঙ্গ—ভূপেন্দ্রনাথ বস্থ ভূপেন্দ্রনাথ বন্ধ Y 8X হয়, তাহাব তিনি অন্যতম নেতা ছিলেন । স্বদেশী প্রব্যের প্রচলন এবং বিলাতী পণ্য, বিশেষ ক্ষঃ বিলাতী বস্ত্র, বর্জনের চেষ্ট ঐ আন্দোলনের অঙ্গীভূত ছিল। এক্ষেত্রেও ভূপেন্দ্রবাবু বিশেষ চেষ্টা করিয়াছিলেন। পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ ধে কালক্রমে আবার একপ্রদেশভুক্ত হইয়াছে, তাহা অংশত: এদেশে ও বিলাতে ভূপেন্দ্র-বাবুর চেষ্টার ফল। তিনি বঙ্গীয় প্রাদেশিক কনফারেন্সের এবং কংগ্রেসের সভাপতি হইয়াছিলেন। তাহার বাগ্মি তা প্রশংসনীয় ছিল। তিনি কেবলমাত্র রাজনৈতিক উন্নতিরই প্রয়াসী ছিলেন না ; সমাজ সংস্কারও অবিশুক মনে করিতেন । এষ্ট্র- ; धना fëfà fëå-{ea জাতির মধ্যে বিবাহ আইনসিদ্ধ কfরবার নিমিত্ত ভারতীয় ব্য বস্থাপক সভায় একটি বিল উপস্থিত করেন । তাহা পাস হয় নাই । কিন্তু তৎসম্পর্কে যে আলো চনা ও আন্দোলন হইয়াছিল, তাহার স্বারা পরে ঐযুক্ত হরি সিং গৌড়ের সিবিল বিবাহ আইন্সবিধিবদ্ধ হইবার পথ প্রস্তুত হইয়াছিল। ভূপেন্দ্র-বাৰু জীবনের শেষ কয়বংসর রাজকৰ্ম্মচারী ছিলেন । কিন্তু পদমর্য্যাদা বা অর্থলাভের জন্য তিনি রাজকাৰ্য্য গ্রহণ করেন নাই ; নিজ জ্ঞান-বুদ্ধি-অনুসারে দেশের উপকার করিতে পারিবেন বলিয়া রাজকৰ্ম্মচারী হইয়াছিলেন। তাঙ্গর অভিপ্রেত . দেশের উপকার
পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৪৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।