পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>8< হইয়াছিল কি না, তাই এখানে আলোচ্য নহে; কিন্তু তাহার উদ্দেশ্য ভাল ছিল । তাহার রাজকাৰ্য্য-গ্ৰহণসম্পর্কে আমাদের কেবল এই দুঃখ প্রকাশ করা এখানে অসঙ্গত হইবে না, যে, অতিরিক্ত পরিশ্রমে তাহার আয়ুঃক্ষয় হওয়ায় তিনি অকালে প্রাণত্যাগ করিলেন ; নতুবা র্তাহার দ্বারা দেশের আরও সেবা হইবার সম্ভাবনা ছিল । তিনি শেষ বয়সে নিদারুণ শোক পাইয়াছিলেন ; কিন্তু তাহা ধৈৰ্য্যের সহিত ঈশ্বর-বিশ্বাসী পুরুষের ন্যায় সহ করিয়াছিলেন । - লী-কমিশনের রিপোর্ট লী-কমিশনের নির্দেশ-অঙ্কুসারে কাজ করা হউক, এই মৰ্ম্মের একটি প্রস্তাব গবর্ণমেণ্ট, ভারতীয় ব্যবস্থাপক সভায় উপস্থিত করেন, তাহা অগ্রাহ হইয়াছে এবং তাহার পরিবর্তে পণ্ডিত মোতালাল নেহরুর একটি প্রস্তাব অধিকাংশের মত-অমুসারে গৃহীত হইয়াছে। ঠিকৃই হইয়াছে ! লী-কমিশনের নির্দেশ-অমুসারে বিরুদ্ধে বলিবার অনেক কথা আছে। কয়েকটি বলিতেছি । কমিশন সিবিলিয়ান প্রভৃতি বড় চাকুর্যেদের বেতন আরও বাড়াইতে রলিয়াছেন! তাহারা এখনই অন্য অনেক ধনী দেশের ঐ-শ্রেণীর চাকর্যেদের চেয়ে বেশী বেতন পায় ; স্বতরা তাহাদের বেতন আরও বাড়াইবার আবশ্যকতা নাই ; তাহা উচিতও নহে । আমাদের অত বেশী বেতন দিবার ক্ষমতা নাই । এখন যত বেশী সম্ভব টাকা দেশের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি প্রভৃতির উন্নতির জন্য ব্যয় করা উচিত । ইংরেজরা যদি বৰ্ত্তমান অত্যধিক বেতনেও কাজ করিতে ন চান, করিবেন না ; ভারতীয়দের মধ্যেই যোগ্য লোক যথেষ্ট পাওয়া যাইবে । বস্তুতঃ ইংরেজরা এদেশে বেতন যে কম পাইতেছেন তাঁহা নহে। দেশী লোকের অল্প-কিছু কত্ত্ব ত্ব তাহাদের উপর হইয়াছে, ভবিষ্যতে আরও বেশী হইবে। তাহা তাহাদের সহ হইতেছে না। কিন্তু আরও বেশী কাজ ংক্ষেপে তাহার হওয়ার প্রবাসী—কাত্তিক, ১৩৩১ [ ২৪শ ভাগ, ২য় খণ্ড বেতন পাইলে তাহার, পেটে খেলে পিঠে সয়, নীতিঅনুসারে তাবেদারীটা সহ করিতে প্রস্তুত আছেন। ইংলণ্ডে বিস্তর শিক্ষিত ও যোগ্য লোক পৰ্য্যন্ত বেকার আছে। স্থযোগ পাইলে তাহার। সিবিলিয়ানদের বৰ্ত্তমান বেতন অপেক্ষা কম বেতনেও কাজ করিতে আহলাদের সহিত রাজী হইবে । লী কমিশন ঠিক করিয়া দিয়াছেন,যে, কত বৎসর পরে শতকরা কতগুলি উচ্চ চাকরী ভারতীয়েরা তাহাধের নিজের দেশে পাইবে । আমরা শতকরা ততগুলি চাকরী তাহা অপেক্ষ অল্প সময়েই চাই, তাহ দেশের লোকের পাওয়া উচিত এবং চাকরীর কাজ করিবার মত যোগ্য লোক ভারতবর্ষে যথেষ্ট আছে । দ্বিতীয়তঃ ভারতীয়ের স্বদেশে শতকরা নির্দিষ্ট-সংখ্যক কতকগুলি চাকরী পাইবে, তাহার বেশী পাইবে না, ইহার মানে কি ? আমরা নিজের দেশের সমস্ত কাজই নিজের করিতে চাই ; তাহ অপেক্ষ: কম-কিছু ন্যায়সঙ্গত নহে এবং তাহাতে আমরা সস্তুষ্ট হইতে পারি না। যদি কোন কাজ আমরা করিতে না পারি, তাহা হইলে আমরা মিজে উপযুক্ত লোক বিদেশ হইতে আমদানী করিব, এবং যত টাকা বেতনে সেরূপ লোক পাওয়া যাইবে তাহার বরাদ্দ করিব । লী-কমিশন ধরিয়া লইয়াছেন, যে, ভারতের প্রদেশগুলিতে বৰ্ত্তমান-রকমে দ্বৈরাজ্য ( অর্থাৎ ডায়াকী ) থাকিবে ও সমগ্রভারতীয় গবর্ণমেণ্টের কোন বিভাগ ব্যবস্থাপক সভার নিকট দায়ী থাকিবে না। ইং রিয়া লইয়া লী-কমিশন ভদকুষায়ী নির্দেশ করিয়াছেন । কিন্তু দেশের সব রাজনৈতিক দল একবাক্যে প্রদেশগুলিতে আত্মকত্ত্ব ত্ব চাহিতেছে, এবং সমগ্রভারতীয় গবর্ণমেণ্টে কেবল সামরিক, বৈদেশিক ও রাজনৈতিক বিভাগ ছাড়া আর সমস্তই দেশী মন্ত্রীদের হাতে আস্থক, ইহা অপেক্ষা কম কোন রাজনৈতিক দলই চাহিতেছে না, বরং কেহ কেহ বেশী চাহিতেছে। স্বতরাং লী-কমিশনের নির্দেশগুলিকে অগত্যা দেশের প্রতিনিধির নামঞ্জুর করিয়াছেন। বর্তমানে ব্যবস্থা এইরূপ আছে, যে, সিবিলিয়ান