পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] নরওয়ের পুরাণ ১৬৭ নিজের পরিচয় গোপন করিয়া বলিলেন যে, তিনি ভলটামের (Valtam ) to cs-tri (Vegtam ) * fata ভলাদেবীকে জাগরিত করিয়াছেন, শুধু এইমাত্র জানিবার অভিপ্রায়ে যে, কাহার জন্য মৃত্যু-রাজ্যে এইসব ভোজ এবং সাজসজ্জার আয়োজন হইতেছে । ভলদেবী তখন ওডিনকে শুনাইয়া দিলেন যে, বল্ডারের জন্তুষ্ট এইসকল আয়োজন—নিজভ্রাতা অন্ধকারের দেবতা অন্ধ , ডিারের দ্বারা নিহত হওয়াই বলডারের নিয়তি । ওডিন জিজ্ঞাসা করিলেন এই হত্যার প্রতিশোধ লইবে কে—ইহাদের দেশে হত্যার প্রতিশোধ অতি -অবশ্যকরণীয় । ভলাদেবী আর কোন কথা প্রকাশ করিতে অনিচ্ছুক ছিলেন, কিন্তু ওডিনের পীড়াপীড়িতে র্তাeাকে বলিতে হইল যে,পৃথিবীর দেবী রিওরি (Rinda) গর্ভে ওডিনের এক পুত্র জন্মলাভ করিবে তাহার নাম ভলী ( wali ) । এই ভলী বলডারের হত্যার প্রতিশোধ না লওয়া পৰ্যন্ত তাহার মুখও ধুইবে না এবং চুলও আঁচড়াইবে না। ভলাদেবী এতটা বলিলে, ওডিন ঠাৎ জিজ্ঞাসা করিয়া বসিলেন যে, বলডারের মৃত্যুতে কোন ব্যক্তি আশ্রমোচনে অস্বীকৃত হইবে। এই একটিমাত্র প্রশ্নের অসতর্কতায় ভলীদেবীর নিকট ওডিনের ব্যক্তিত্ব প্রকাশ হইয়া পড়িল, কারণ প্রশ্নমাত্রেই বুঝিতে পারা যায় যে, নিশ্চয়ই প্রশ্ন কৰ্ত্ত ভবিষ্যতের খবর জানেন যাহা কোন মৰ্ত্তবাসীর পক্ষে জ্ঞান সম্ভব নয়। ভলাদেবী আর একটিমাত্র কথাও প্রকাশ করিতে অস্বীকৃত হইলেন এবং তৎক্ষণাং সমাধির নিস্তব্ধতায় নিমগ্ন হইলেন— বলিয়া গেলেন যে, পুথিবীর শেষ-মুহূৰ্ত্ত পৰ্য্যস্ত আর কেহ র্তাহার সমাধি ভঙ্গ করিতে পারিবে না। অগত্য ওডিন ধীরে ধীরে স্বরাজ্যের দিকে ফিরিয়া চলিলেন। তাহারমন চিন্তাভারাক্রান্ত—কারণ নিয়তির বিধান যখন অলঙ্ঘ্য তখন হয়ত তাহার প্রিয়তম পুত্র এবং দেবরাজ্যের সর্বজনপ্রিয় উজ্জ্বলকান্তি তরুণ দেবতা বলডার অচিরেই সকলকে ছাড়িয়া চলিয়। যাইবে। কিন্তু স্বৰ্গরাজ্যে পৌছিবামাত্রই ফিগ গা আসিয়া সকল খবর নিবেদন করিলে তিনি অনেকটা আশ্বস্ত হইলেন зtae них яжrяв челжtrя чтят гs •==o rare---- কোনপ্রকার অনিষ্ট করিবে না, তখন বলডারের অকল্যাণ কিরূপে সম্ভবে ? ফ্রিগ গাদেবীর ঐরূপ সতর্কতা অবলম্বনে দেবতারা সকলেই একরূপ আশ্বস্ত হইলেন এবং তখন তাহারা নূতন উদ্যমে আমোদ-প্রমোনে মন দিলেন। আসগার্ডে (Asgard) দেবতাদের এক ক্রীড়াভূমি ছিল তাহার নাম ঈডাভোল্ড, (Ida-vold) বা ঈডা (Ida)। তাহাদের ক্রীড়াকৌতুক ব্যায়ামাদি সব এই ক্ষেত্রেই সম্পন্ন হইত। সেদিন তাহাদের নিত্যকার ক্রীড়া-কৌতুকে ধেন তাহারা অল্পেতেই শ্ৰান্ত হইয়া পড়িলেন ; তখন তাহারা বুদ্ধি করিয়া এক নূতন ক্রীড়ার আবিষ্কার করিলেন । যখন তাহারা জানিলেন যে, কিছুতেই বলডারের কোন অনিষ্ট হইবে না, তখন তাহারা বলডারকে মাঝখানে দাড় করাইয়া চারদিক হইতে নানা-প্রকার অস্ত্র-শস্ত্র প্রস্তরাদি তাহার প্রতি নিক্ষেপ করিতে লাগিলেন। সকলেই ফ্রিগাদেবীর নিকট প্রতিজ্ঞাবদ্ধ যে, কেহই বলডারের কোন অনিষ্ট করিবেন না কাজেই যিনি যতই লক্ষ্য স্থির করিয়া যাহাই নিক্ষেপ করিতে লাগিলেন সকলই হয় বলুডারের গাত্রমাত্র স্পর্শ করিয়া ভূমে গড়াইয় পড়িল অথবা উহাকে স্পর্শও করিতে পাইল না । , এইরূপে প্রতিবারই লক্ষ্য. ভ্ৰষ্ট অথবা ব্যর্থ লক্ষ্য দেবতাদের হাসা-কৌতুকের আনন্দ-ধ্বনিতে সমস্ত ঈডাভোল্ড মুখরিত হইয়। উঠিল । ফ্রিগ নিজ প্রাসাদে বসিয়া তাহার চিরাভ্যস্ত বয়ন কার্ধে ব্যাপৃত ছিলেন । দেবতাদের আনন্দধ্বনি তাহার কানেও গিয়া পৌছিয়াছিল, প্রাসাদের ধার দিয়া এক বৃদ্ধ যাইতেছিল, ফ্রিগাদেবী তাহাকে ডাকাইয়া জিজ্ঞাসা করিলেন যে, দেবতাদের হঠাৎ এত আনন্দের কারণ কি ? বৃদ্ধ বলিল যে, তাহারা সকলে মিলিয়া বলডারের প্রক্তি নান-প্রকার অস্ত্র-শস্ত্র নিক্ষেপ করিতেছেন,কিন্তু আশ্চর্য্যের বিষয় বলডারের কিছুতেই কিছু হয় না। তিনি মাঝখানে দাড়াইয়া হাসিতেছেন আর দেবতারাও সকলে ইহাতে আমোদ অনুভব করিতেছেন এবং হাস্যধ্বনিতে তাহাদের আনন্দ প্রকাশ করিতেছেন। ফ্রিগ বলিলেন, ইহাতে ● - س --- حد حس۔ حاسہے۔۶ م۔۔--6 سہ rsھی جسدی ہے،