পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

›ዓe অগ্রসর হইতেছিলেন। তাহার প্রাসাদ ছিল সমুদ্রের তীরে । সাগরতীরের নিকটে আদিতেই কে যেন তাহার বাহুতে একবার, স্পর্ধমত্ৰ করিয়া তাহার কানে-কানে বলিয়া গেল—ার্মড়, একবার মৃত্যু দেবী হেলার রাজ্যে যাইবার জন্য প্রস্তুত হও । কাল অতি প্রতুষে ওডিনের অশ্ব স্লrষ্টপ নিরে আরোহণ করিয়। রওনা হইবে এবং সেপানে গিয়া বলডারকে স্বৰ্গরাজ্যে ফিরাষ্টয়া দিবার জন্য হেলাদেবীকে অনুরোধ করিবে । মাতা ফ্রিগাদেবী অলক্ষ্যে থাকিয় তোমার সহায় হইবেন। তখন সন্ধ্যার অন্ধকার ঘনাইয়া আসিয়াছে —হাকুমড় কাহাকেও দেখিতে পাইলেন না । তিনি ভাবিতে লাগিলেন, কে এমন ভাবে আদেশ করিয়া প্রত্যুত্তরের জন্যও অপেক্ষামাত্র না করিয়া আবার অদৃগ গুষ্টয়া গেল । মনে হইল, এ যেন কোডারের কণ্ঠস্বর । যাহাই হউক, আমাকে যাইতেই হইবে, কারণ এ যেন দৈব-বাণীর মত শুনাইল । মতা পরে আছে যে বলডারের পতনে দেবতাদের আর্গুনিনাদ শুনিয়া ফ্রিগাদেবীও সেখানে ছুটিয়া আসিলেন । ফ্রিগ আসিয় যথন দেখিলেন যে র্তfহার প্রিয় পুত্র মৃত্যুলাভ করিয়াছে, তপন তিনি ইচ্ছা প্রকাশ નિમ যে, দেবতাদের মধ্যে কেত নিফলহাইমে গিয়া মৃত্যু-রাজ্যের অধীশ্বরী হেলাদেবীকে অনুবোধ করুন, তিনি যেন স্বৰ্গরাজ্যের জন্য বলডারকে র্তাঙ্গার অধিকার হইতে ছাড়িয়া দেন, নিফ লষ্টাইমে ধাইবার পথ অতিশয় দুর্গম এবং কষ্টদায়ক বলিয়া প্রথমে কেহষ্ট সেখানে ধাইতে স্বীকত হয় না । তপন ফ্রিগাদেবী বলিলেন যে, যিনি এই কার্য্যভার গ্ৰহণ করিবেন তিনি বিশেষ ভাবে তfহার ( ফ্রিগার ) ওডিনেরও প্রিয়পাত্র হইবেন । তখন হার্মড হেলাদেবীর নিকট যাইবার জন্য প্রস্থত হইলেন । এই দুর্গম অভিধানে হারমডের ব্যবহারের জন্ত এডিন র্তাহার অষ্টপদ অশ্ব স্নাইপ নিরকে ছাড়িয়া দিলেন। ইহার পৃষ্ঠ ওডিন ব্যতীত আর কেহ ব্যবহার করিতে পান নাই, কাজেই স্নাইপনিরও তাহার পৃষ্ঠে অন্ত আরোহী গ্রহণে অভ্যস্ত হয় নাই । এবং প্রবাসী—অগ্রহায়ণ, ১৩৩১ ২৪শ ভাগ, ২য় খণ্ড سیسی سیستم اس-اس-اس-- مس سی------------------------------------ ع --ع---------- •হার্মড যখন সেই দুর্গম পথে নিফল খাইমের দিকে অশ্বারোহণে ধাবমান, তখন আসগার্ডে বলডারের দেহ সংকারের আয়োজন হইতে লাগিল, ওডিনের আদেশে দেবতারা সকলে বনভূমি মথিত করিয়া অনেকপ্রকার কাষ্ঠ সংগ্ৰহ করিয়া আনিলেন। সমূদ্রতীরে বলডারের জাহাজ রিংগ্রনের (Ringhorn) উপরে চিতা প্রত্বত হইল , চিরাচবিত প্রথা-অনুসারে অসংখ্য পুষ্পমালা, নানাপ্রকার অস্বশস্থ ও অলঙ্কার এবং বহুমূল্য বিবিধ দ্রব্য-সম্ভারে চিতা সজ্জিত হইল । তার পরে ব্রিডব্লিকের প্রাসাদ হইতে বলডারের দেঙ্গ আনিয়া চিতার উপরে স্থাপিত হইলে সকলে তাঙ্গর নিকট শেষ বিদায় গ্রহণ করিবার জন্য অগ্রসর হইয়া আসিলেন। র্তfহার প্রিয়তমা পত্নী তরুণী নান্না (Nanna) স্বামীৰ মিক? শেষ বিদায় গ্রহণ করিতে আসিয়া আর নিজকে সংবরণ করিতে পারিলেন না, তাহার হৃদযন্ত্রের ক্রি গুরু হইল—সেইখানেই তিনি পডিয়া গেলেন এবং মৃত্যুত্রে স্বামীর সঙ্গলাভ করিলেন । ম্যাথু আবৃনল্ডের ‘বলডার ডেড নামক কবিতায় নান্নার স্বত্যুকাহিনীতে একটু প্রকার ভেদ আছে —যাহা কোন পুরাণে দেখা যায় না। ম্যাথ আর্নল্ড পুরাণকর নন—তিনি কবি ; কাজেই র্তাহার কাহিনী পুরাণ বলিয়। গ্রহণ করা চলে না । তিনি হয়ত কাব্যভাবেই এটুকু গড়িয়া থাকিবেন। কাব্য-হিসাবে কাহিনীটি বেশ উপাদেয় এবং স্বসমgসও হইয়াছে। সেজন্য এখানে উহা লিপিবদ্ধ হইল । বলডারের মৃত্যুর পরে তাহার দেহ শবাধারে নীত ইষ্টয়া ব্রিডাব্লিকে রক্ষিত হইয়াছিল। পত্ন: নান্না অনেক রাত্রি পর্য্যন্ত শবাধারের নিকটে কাটাইয়া উপরে তাহার শয়ন-গৃহে গিয়া শয়ন করিলেন । মাতৃস্বরূপ ফ্রিগাদেবী যেন তাহার চক্ষু-পঙ্কৰে হাত বুলাইয় তাহাকে ঘুম পাড়াইয়া দিলেন রাত্রি যখন গভীর হইতে গভীরতর হইয়া কমে নেয় যামে আসিয়া পৌছিল, আকাশের নক্ষত্রসমূহ অস্তু যাইতে বসিয়াছে, ভোরের শীতল বায়ুরও যেন আভাস পাওয়া যাইতেছে—এমন সময় বলডারের বিমুক্ত আত্মা