পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] তোমারও নাই। তোমারই বিধানে লোকীর কন্তু হেলা নিফ লম্বাইমের পাতালপুরীতে নিক্ষিপ্ত ইয়া নয়টি অন্ধকারময় প্রদেশের উপরে রাজত্ব করিতে পাইয়াছে। তুমিষ্ট তাহাকে মৃত্যু রাজ্যে সর্বময়ী কী করিয়া রাখিয়াছ। এখন আবার তুমিই চাও তাহার রাজ্য আক্রমণ করিতে, তাহার অন্ধকারের রাজ্যে আলোকের অনধিকার প্রবেশ ঘটাইতে আর তাহারই রাজ্যের একটি প্রজাকে বলপূৰ্ব্বক অধিকার করিতে । তোমার ইহা অভিপ্রেত হইলেও আমি ইহাতে মত দিতে পারি না ; এবং আমার মত একেবারে অবহেলা করা ও তোমার উচিত হইবে না, কারণ তুমি দেবতাদের মধ্যে সৰ্ব্বপ্রধান হষ্টলেও আমিও একেবারে অজ্ঞাত, অখ্যাত তুচ্ছ ব্যক্তি নই। কালের হিসাবে আমি তোমার পরে আবিভূত হইয়াছি সভ্য, কিন্তু মণে রাখিও আমিই দেবীগণের মধ্যে সর্বপ্রধান এবং সমস্ত দেবগণের আমিই মাতৃ-স্থানীয়া । গামার কি মত যদি জানিতে চাও তবে শোন—বলডারের উপর এখন হেলাদেবীর পূর্ণ-অধিকার, সেই হেলাদেীই যখন তাহার উদ্ধারের একটা উপায় বলিয়া দিয়াছেন, তপন সেই সত্ত্বই গ্রহণ কর—তার চেয়ে বেশী তোমরা পাইতে পীর না। যদি সৰ্ব রক্ষা করিতে পার, তবে হেলা তাহার অঙ্গীকার প্রত্যাহার করিতে পারিবে না, তখন সে বলডারকে ছাড়িয়া দিতে বাধা হুইবে । কাজেই ঘাঁহাতে সেই সৰ্ব বক্ষিত হয় তাহার জন্য দিকে-দিকে দূত প্রেরণ কর । ওডিন ফুিগাদেবীর পরামর্শ অগাহ করিত্বে পারিলেন না। তিনি তৎক্ষণাৎ দিকে-দিকে দূত প্রেরণের আদেশ প্রদান করিলেন । দেবতারা তখন নিজ-নিজ অশ্বে আরোহণ করিয়া বিশ্ব-রাজ্যের চারিদিকে বাহির হইলেন । মতান্তরে অাছে দেবরাজ গুডিন দেবকহ্যা ভ্যালকিরদিগকে (Walkyrs) এই দৌত্যে নিযুক্ত করিলেন ; তাহাদিগকে বলিয়া দিলেন শুধু এই তিনটি কথা প্রচার করিতে যে— “বলডারের মৃত্যু হইয়াছে” বলডারের মৃত্যু-সংবাদ এমনই ভয়ানক যে প্রথমবাবে দেবকীন্তাদের মুখে এই কথা কয়টি স্পষ্টরূপে উচ্চারিত হইল না। সেই ক্ষীণ অস্পষ্টধ্বনি যেন প্রতিধ্বনিরূপে আসগার্ডে ফিরিয়া আসিয়া নরওয়ের পুরাণ ጏዓ¢ চারিদিকে গুgরণ করিয়া ফিরিতে লাগিল। দেবতারা সেই ধ্বনি শুনিয়া আবার যেন নূতন করিয়া বলডারের জন্য শোক করিতে লাগিলেন। এইরূপে শোকের উচ্ছ্বাস স্বৰ্গরাজ্য হইতেই আরম্ভ করিয়া দিকে-দিকে বধিয়া চলিল । ভ্যালকিব-দেবকুণগণ পৃথিবীতে আসিয়া প্রচার করিলেন —বলণ্ডারের মৃত্যু হইয়াছে। অম্নি পুরুষের ভাংগদের কাজকৰ্ম্ম পরিত্যাগ কবিয়া বলডারের জন্য শোক করিতে লাগিল, রমণীগণ জল আহরণার্থে যাইব্রে ছিল, পথে এই সংবাদ শুনিয়া তাহারা অার শোক সংবরণ কৰুিতে পারিল না—আশ্রতে তাহানের জলপাত্র ভরিস্থ। উঠিল, সঙ্গে-সঙ্গে শিশুগণও কঁাপিতে লাগিল । দেবকল্বারা লি জন প্রান্তরে গিয়া প্রচার করিলেন—বলভারের মৃত্যু ইয়াছে , অম্ল তৃণ পুপসমূহ সকলে আশ মোচন করিল, পৰ্ব্বতের কঠিন প্রস্তরগুলি পর্য্যন্ত তাহাতে যোগ দিল । পৰ্ব্বতে-প্রান্তরে C장- 키 JI (\lammoth) Njižba (\lastödon) প্রভৃতি পুবাকালের অতিকায় জন্তুসমূহ বহুকাল হইল পৃথিবী হইতে অন্তর্তিত হইয়াছে, তাহদের অস্থিসমূহও যেন মহানিদ্রা হইতে জাগরিত হইয়া এই ক্ৰন্দনে বোগদান করিল। তপন ভ্যালকির-দেবকন্যারা তাহাদের দেীত্যের সফলতায় উৎফুল্প হইয়া নৃত্য কfরভে-করিতে সমুদ্রের দিকে অগ্রসর হইলেন । এদিকে মঙ্গাদেব ওডিন তাহার সিংহসনে উপবিষ্ট হইয়া একবাৰ পুথিবীর দিকে দৃষ্টিপাত করিলেন । প্রথমে দেখিলেন যে, দেবকন্যার উত্তর, দক্ষিণ, পূৰ্ব্ব, পশ্চিম সকল দিকেই পৃথিবীর এক প্রাস্ত হইতে অপর প্রান্তে বলডারের মৃত্যু সংবাদ প্রচার করিয়া বেড়াইতেছেন আর সঙ্গে-সঙ্গেই ধেন আশ্র-প্রবাহ ও বহিয়া চলিয়াছে । দেপিতে-দেখিতেই অশ্রীরাশি বাস্পাকারে উখিত হইয়া একটা ঘন মেঘের আবরণে গুডিনের দৃষ্টিপথ রোধ করিল। তখন তিনি মেঘরাশি ভেদ করিয়া দৃষ্ট প্রসারিত করিলেন এবং দেবকণ্যাদিগকে ডাকিয়া পৃথিবীর গবর জিজ্ঞাসা করিলেন ; তাহারা উত্তর কবিলেন—ষ্ঠা, পিতা, সমস্ত পুথিবীই শোকে মগ্ন । দেবকন্যারা সাগর-তীরে আসিয়া সাগর-দেবতা নিয়র্ডের (Niord) সাহচর্য্যে চারিদিকে সমুদ্রের কোণেকানাচে ঘুরিয়া বেড়াইলেন যেন কেইই বাদ না পড়ে।