পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] আমেরিকান মহিলা ר*"שכי একটি ক্লাস নিই, একটি তের-চৌদ্দ বছরের হাই স্কুলের মেয়ে আমাকে ভারত-সম্বন্ধে অনেক প্রশ্ন করে। অবশু আমি ভারতের সম্বন্ধে কিছু-কিছু তাদের বলছিলাম। সেদিন যে-যে প্রশ্ন পেয়েছিলাম, নোট বই থেকে তার ২১টা তুলে দিচ্ছি। ১ । ভারতে স্কুল-কলেজ থাকা সত্ত্বেও আপনার এদেশে এসে আবার স্কুল-কলেজে ভৰ্ত্তি হন কেন ? ২ । ভারতের জাতি-ভেদ-প্রথার ভালো-মন্দ দিকৃগুলি কি ? ৩। ভারতে সাপ ও বাঘ কি খুবই পাওয়া যায় ? এত লোক সাপের কামড়ে মরে কেন ? ইত্যাদি। ৪। ভারতের মেয়েদের সম্বন্ধে কিছু বলুন। অবশ্য এ হ’ল বুদ্ধিমতী মেয়েদের প্রশ্ন । বোকা-রকমের প্রশ্নও পেয়েছি। একবার নিউ-ইয়র্কের একটি মেয়ে জিজ্ঞাসা করেন, ভারতে কি কোন বিশ্ববিদ্যালয় আছে ? মেয়েটি বোধ হয় শ্রমিক মেয়ে । বয়স তেইশ-চব্বিশ হওয়া সম্ভব। অবশ্য এরকম প্রশ্ন করবার কারণটা তিনি বুঝিয়ে দেন । তিনি বলেন, “আমি ভারত-সম্বন্ধে কিছুই জানিনে, কেননা গ্রামার স্কুল পৰ্য্যন্ত আমার বিদ্যা —তাছাড়া উপন্যাস ও কিছু সাহিত্য ছাড়া বড় কিছুর সঙ্গে আমার যোগ আর নেই। তবে আপনারা এদেশে আসেন দেখে’দুই-একবার মনে হয়েছিল আপনাদের দেশে হয় একেবারেই কোন বিশ্ববিদ্যালয় নেই,নয় ভালো বিশ্ববিদ্যালয় নেই ।” এই শ্রমিক-ধরণের মহিলাটি কিন্তু নিজের দেশ-সম্বন্ধে বেশ খোজ রাখেন । এই যুক্ত-রাজ্যের ইতিহাস ও ভূগোল প্রত্যেক ছাত্র বেশ ভালো করে’ জানে। মহিলাটি বেশ সরলভাবে নিজের অজ্ঞতা স্বীকার করলেন এবং আরও ২৪টি প্রশ্ন করলেন ; তবে খুব বেশী নয়। শিকাগোতে গ্রীষ্মকালীন বিদ্যালয়ের সময় ওল্ড, ম্যান্থসক্রিপ্ট ডিপার্টমেন্টের একটি মহিলার সঙ্গে আলাপ হয়। তিনি আত্ম-নির্ভরশীল ছাত্রী । সময়মত আপিসে টাইপিষ্টের কাজ করেন। আপিসের কৰ্ত্তা তখন না থাকাতে কয়েক মিনিট মহিলাটির সঙ্গে কথা বলি। আসছে বছর তিনি এম্-এ পরীক্ষার জঙ্ক একটি গবেষণা-পূর্ণ প্রবন্ধ লিখছেন। পরে পাবলিক স্কুলে কাজ করবেন। এবং টাকা জমিয়ে ইউরোপ ও এসিয়া ভ্রমণে যাবেন বললেন । তিনি ভারত অপেক্ষা ব্ৰহ্মদেশ-সম্বন্ধে বেশী কৌতুহল দেখালেন। কেননা রেজুনে র্তার কয়েকটি আমেরিকান বন্ধু আছেন। শিকাগোবিশ্ববিদ্যালয়ে ছেলে-মেয়েদের সংখ্যা প্রায় আধা আধি, অন্ততঃ গ্রীষ্মকালে ত নিশ্চয়। সবচেয়ে বেশী মেয়ে মনস্তত্ব সমাজতত্ত্ব ও শিক্ষা-শ্রেণীগুলিতে । আমাদের তুলনা-মূলক মনস্তত্ত্বের ক্লাসে মোট ৮টি মেয়ে ও ৮টি ছেলে (গ্রীষ্মপর্বে ) । ছেলেদের চেয়ে মেয়েরা বেশী তৈরি হ’য়ে ক্লাসে আসেন ; তবে একসপেরিমেন্ট, ইত্যাদিতে মেয়েরা সবসময়ে ছেলেদের চেয়ে বেশী দক্ষ নন। বোধ হয় ব্যাঙ, ইদুর ইত্যাদি জীব তার তেমন পছন্দ করেন না । গ্রীষ্মপৰ্ব্বটা কি একটু বলে রাখা দরকার। এদেশে মেয়েদের জন্তই কেবল অনেকগুলি প্রসিদ্ধ কলেজ আছে। তবে প্রধান-প্রধান বে-সরকারী বিশ্ববিদ্যালয়গুলিতে মেয়ের খুবই আসেন । এবং সকলের সুবিধার জন্য যখন অন্ত সব কলেজ বন্ধ হয়, সেই গ্রীষ্মকালে কয়েকটি বিশ্ববিদ্যালয় খোলা থাকে। এইসব বিশ্ববিদ্যালয় ཨཛི, গ্রীষ্ম-পর্বে হাজার-হাজার ছেলে-মেয়ে ছাত্র পায়। এদেশে সব নির্বাচন-প্রণালীতে হয়। এক-বছরের কাজ পৃথকৃ তিনটি গ্রীষ্মে শেষ করা যায়। শিকাগো বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্ম-পর্কে এবছর প্রায় তিন হাজার ছাত্র ও ছাত্রী এসেছেন ; প্রায় ৩৫ - জন অধ্যাপক নানা বিভাগে নানারকমের পাঠ নিচ্ছেন ; মনে রাখা দরকার অ-প্রধান বিষয়গুলি ছয় সপ্তাহে এবং প্রধানগুলি তিন মাসে শেষ করা হয়। প্রত্যেক পর্বের শেষে লিখিত পরীক্ষা ও একটি প্রবন্ধ (সাধারণতঃ ৩• • • কথা কি কিছু বেশী ) প্রত্যেক বিষয়ের জন্য পেশ করতে হয় । শিকাগো বিশ্ববিদ্যালয় আজকাল আমেরিকায় প্রথম শ্রেণীর দশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি । এই গ্রীষ্মে “আধুনিক সহর” বিষয়ে সমাজ-তত্বের ছাত্রদের একটি পাঠ খুবই চমৎকার । আমি মাত্র দর্শকরূপে ক্লাসের সঙ্গে সহরের নানা স্থান দেখেছি, খুবই কাজের-লোকের উপযোগী পাঠ। অধ্যাপকটি সহরের ইমপ্রুভমেন্ট, ট্রাষ্টের সভ্য। ও-ক্লাসে অৰ্দ্ধেকের বেশী মেয়ে। মনস্তত্ত্ব