পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سbسbھ" বিভাগে “উচ্চশ্রেণীর বিদ্যালয়ে ও কলেজে ব্যক্তিগত প্রণালী”-বিষয়ে একটি চমৎকার পাঠ দেওয়া হচ্ছে ; এক্ষেত্রেও অর্ধেকের বেশী মেয়ে। তা ছাড়া নানা বিভাগে নানা ভাবের পাঠ দেওয়া হচ্ছে, এখানে প্রত্যেক পর্বে সংস্কৃতে “শকুন্তলা” ও অন্যান্য বই পড়ানো হয় এবং মুসলমান ধৰ্ম্ম-সম্বন্ধে চমৎকার পাঠ দেওয়া হয়। এই “মুসলমান ধর্মের ক্লাসে আমরা চার জন মাত্ৰ আছি । একটি স্বশিক্ষিত পাষ্ট্ৰী, একটি কাবুলী ছাত্র, একটি শিক্ষা বিভাগের মহিলা এবং আমি। নিরপেক্ষভাবে মুসলমান ধৰ্ম্ম পড়ানো হচ্ছে। ডক্টর স্পেলংলিঙ এই মোসলেম ধৰ্ম্ম-সম্বন্ধে পাঠ নেন। তিনি একজন বিখ্যাত আরবী পণ্ডিত। তিনি প্রাচ্য দেশে ১৫ বছর কাটিয়েছেন শিক্ষার জন্য । একদিন আমাদের জানা একটি মহিলা একজায়গায় একটি বক্তৃতা দেবার জন্য তাকে অনুরোধ করেন। তিনি বলেন, সহরতলিতে থাকেন বলে তিনি একটু দেরি করে” সেখানে পৌছবেন, তাছাড়া তার একটা গরু আছে—তিনি নিজে গরুর দুধ দোওয়ান, সেজন্যও দেরী হওয়া সম্ভব । আমাদের দেশের ‘পিএইচ. ডি’দের মধ্যে ক’জন নিজে কৃষিকাৰ্য্য করেন জানিনে ; এখানে অনেকে করেন। সংস্কৃত বিভাগের ডক্ট ক্লার্ক, ও তার স্ত্রী ভারতে এক-বছর কাটিয়ে এসেছেন সেদিন । স্বামী বিশ্ববিদ্যালয়ে পড়ায়। স্ত্রী সহরের জনহিত-কাৰ্য্য নিয়ে ব্যস্ত। ক্লার্ক পত্নী বলেন যে, আমরা ভারতে কিছু প্রবাসী—অগ্রহায়ণ, ১৩৩১ [ ২৪শ ভাগ, ২য় খণ্ড শিখতে গিয়েছিলাম ; সেজন্যে কিছু নিয়ে আসতে হয়ত পেরেছি, কিন্তু হিন্দু ছাত্র বা কেহ-কেহ এদেশের (আমেরিকার) ভালো দিক্‌টা নিতে চেষ্টা করেন না— হয়ত তার স্থবিধা পান না ; কিন্তু এ-বিষয়ে অবিলম্বে একটা-কিছু করা দরকার। মিসেস ক্লার্কের সঙ্গে এ-বিষয়ে আমি একেবারে একমত, কেননা গত এক বছরে যা দেখেছি তাতে মনে হয় এদেশে অনেক কিছু শেখবার আছে। ভারত যেমন কেবল সাপ ও বাঘে পূর্ণ নয়, তেমনি এদেশেও সকলে “লিঞ্চিং” নিয়ে বা K. K. K. নিয়ে ব্যস্ত নয়। এদেশে ১১ কোটি লোকের মধ্যে প্রায় ছয় কোটি K. K. Kএর শত্রু এবং বাকী ৫ কোটির মধ্যে অধিকাংশ শিক্ষিত লোকেরা ইহার বিপক্ষে। তবে K. K. K. এদেশের অনেক ভালোও করেছে স্বীকার করতে হবে। লিঞ্চিং কেবল দক্ষিণে হয়, সেখানে নিগ্রোর সংখ্যা খুবই বেশী। তবে গত বছর মাত্র ২৬২৭টি ঘটনা হয়েছিল—১২০ লক্ষ নিগ্রো ও ১০ কোটি সাদা চামড়ার মধ্যে। একজন মহিলা আমাকে বললেন, “কোন প্রকৃত আমেরিকান লিঞ্চিকে ঘৃণা না করে’ পারেন না ; তবে দেখুন, আমরা চেষ্টা করছি খুব । ইংলণ্ডে ১২০ লক্ষ নিগ্রো থাকৃলে বা ভারতে কোটি নিগ্রো থাকলে কি অবস্থা দাড়া’ত বলা ধায় না । এদেশে সাদা-কালোর মধ্যে যে ভাব,আপনাদের দেশে ব্রাহ্মণ-শূদ্রের মধ্যে স্তেম্ন অনেকটা —নয় কি ?” মহিলাটি ভারতে তিন বছর ছিলেন। \S@ আবেদন শ্ৰী প্রিয়ম্বদা দেবী ( ওকাকুরা হইতে ) যখন জাগেনি উষা আমি সেই ক্ষণে অস্তরের আবেদন আনি তার স্বারে, চন্দ্র-আঁকা শৈল-চুড়ে গুহার আঁধারে যেথা অজানার বাস নিঃশব্দ ভুবনে । অামার আস্তর ভাসে স্তব্ধ সরসীর বাষ্প-কুয়াশায়, যেথা অরণ্যের তীরে শৈবালে চাদের আলো স্বপ্নে দেয় ঘিরে’, চকিত ছায়ায় কাপে আবেগ নিশির ! বনের হরিণ আমি সবল স্বাধীন, মানব-পরশ-ভীরু, দূরত-প্রয়াসী ; শুধু তুমি ওগো মোর কল্প-লোক-বাসী, আনন্দে করিলে মোরে.চির-ভয়-হীন! কমলা, কমল-আঁথি তোমার কিরণে অপূৰ্ব্ব পুলুকে পূর্ণ সৰ্ব্ব বনস্থল, মাণিক্য-কণ্ঠের স্বরে উল্লাসে চঞ্চল, দূরতার ব্যবধান নাহিক স্মরণে ! .