পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సా\ు প্রবাসী—অগ্রহায়ণ, ১৩৩১ [ ২৪শ ভাগ, ২য় খণ্ড “তুমি ধরতে গেলে কেন ?” “আমি বুঝি খেতাম ?” “কি করতে ?” “তোকে দিতাম।” একটু চুপ করিয়া থাকিয়া বলাই কহিল, "তাই বুঝি হাতটা ভেঙে দিলে ? কানাই বলিল, “ভাঙবে—জানি ? "ভাঙল ত ? “মিথ্যে-মিথ্যে ফেলতে গেলাম যে ? একটু পরে বলাই জিজ্ঞাসা করিল, “বাবা মার-ধোর করেছে ?” “না।” “কোথায় যেতে বলছিল যে ?” “কাল বলেছিল, আর বলেনি।” “বলুকগে—তুমি ঘেও না।” 锣 কথা ঘুরাইয়া কানাই কহিল, "চুণ-হলুদ দিয়ে কি হবে ? হাতটা বিছানার উপর পেতে দে, মস্তর পড়ে দিই, সেরে যাবে।” - পার্থের ঘরে স্বখেন্দু ও মহেশ্বরী নীরবে হাসিতে লাগিলেন । বলাই বিছানার উপর হাত ছড়াইয়া দিল । কানাই কাছে সরিয়া আসিয়া তাহার বেদনার স্থানে হাত বুলাইতে লাগিল ও সাগ্রহে সমস্ত মন ঢালিয়া মন্ত্র পড়িতে লাগিল। মহেশ্বরীর মন আনন্দ-গৰ্ব্বে পরিপূর্ণ হইয়া উঠিল । তিনি তাড়াতাড়ি শৈলবালাকে সে-ঘরে ডাকিয়া আনিয়া সে-দৃশ্ব দেখাইতে লাগিলেন। কানাইলালের স্নেহের এ-নিদর্শনে যেন তাহারই স্নেহ একটা মহা পরীক্ষায় উত্তীর্ণ হইয়া দাড়াইল । কানাই অনেকক্ষণ মন্তর পড়িয়া তিনবার ফু পাড়িল । বলিল, “বল—নেই।” दलाई दलिल, “cनई ।” শৈলবালা হাসিতে হাসিতে মাটিতে লুটাইতে লাগিলেন । কানাই এইরূপে পর-পর তিনবার মন্ত্ৰ পড়িল ও ফু | পাড়িল । তার পর কহিল, "আজ রাত্রের মধ্যে সব-ব্যথা কমে’ যাবে, কাল বেশ বেড়াতে পারবি।” ঝাড়ান শেষ হইলে কানাই তাড়াতাড়ি, করিয়াউঠিয়া পড়িল । তাহাকে এখনি চলিয়া যাইতে হইবে। নহিলে না জানি কে দেখিয়া ফেলিবে যে, সে অনধিকার প্রবেশ করিয়াছে। এ-আশঙ্কটা তাহার মনের মধ্যে জাগিয়াই ছিল। যাইবার সময় বলাইকে সাবধান করিয়া দিয়া সে কহিল, “এঘরে এসেছিলাম, কা’কেও বলিসনে যেন ।” বলাই কহিল, “না। আর তুমি যেন—বাবা কা’কে আনতে পাঠিয়েছে, তা’র সঙ্গে ষেও না।” কানাই কহিল, “না।” এই বলিয়া সে আর কোথাও না দাড়াইয়া আপনার ঘরে ছুটিয়া গেল এবং তার পর রোজকার মতন তেল মাখিয়া স্নান করিতে চলিল । স্বথেন্দু তখন মহেশ্বরীকে কহিলেন, “যাদের বিবাদ তা’রাই দেখি মিটিয়ে নিলে । মা ! তোমার মনে ত আর কোন গ্লানি নেই ?” মহেশ্বরী কহিলেন, “গ্লানি কি রাখা যায় ? দেখলি ত এদের ব্যাভার ? তুই ষে আমার কাছে এদেরই মতন ' এইসময় পরেশ আসিয়া ডাক দিল “বড়-মা !” পরেশের ভয় হইয়াছিল যে, টাকার কথা এখনই বাড়ীতে প্রকাশিত হইয়া পড়িবে। এবং সে যে বালকের নিকট হইতে প্রতারণা করিয়া লইয়াছে ইহাই প্রমাণিত হইবে। মহেশ্বরী বাহিরে আসিলে পরেশ টাকা-দুইটি তাহার হস্তে দিয়া কহিল,"এই নিন, কানাই-বাৰু মচ কা-ঘার মন্তর শেখ বার জন্যে এই টাকা-দুটি দিয়ে এসেছিলেন । আমি শেখাতে চাইনে, তার জিদ দেখে তামাসা করে বললাম, টাকা লাগবে।-বাবু দৌড়ে এসে টাকা নিয়ে গেলেন । বললেন, এই-বেলার মধ্যেই তাকে শিখিয়ে দিতে হবে।" মহেশ্বরী দ্বারের নিকটে দাড়াইয়া শুনিতেছিলেন । শৈলর সমস্ত রাগ পড়িয়া গিয়াছিল। সে কহিল, “মা ! শুনলে—এমন ভাইকে ভাইএর কোল থেকে টেনে ফেলে’ দিতে হয়! বাইরে কোথাও কিছু রেখেছিলে নাকি ? এটাক পেলে কোথায় ?”