পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●8 - প্রবাসী—অগ্রহায়ণ, ১৩e১ [ २8* ७ां★, २ग्न थ७ এ প্রাণ তোমারি এক ছিন্নতান, সুরের তরণী ; আয়ুস্রোতমুখে হাসিয়া ভাসায়ে দিলে লীলাচ্ছলে,—কৌতুকে ধরণী বেঁধে নিল বুকে । আশ্বিনের রৌদ্রে সেই বন্দী প্রাণ হয় বিষ্ণুরিত উৎকণ্ঠার বেগে, যেন শেফালির শিশির-ছুরিত উৎসুক আলোক । তরঙ্গ-হিল্লোলে নাচে রশ্মি তব, বিস্ময়ে পুরিত করে মুগ্ধ চোখ ॥ তেজের ভাণ্ডার হ’তে কি আমাতে দিয়েছ যে ভরে’ কেইবা সে জানে ? কি জাল হ’তেছে বোন। স্বপ্নে স্বপ্নে নানা বর্ণডোরে মোর গুপ্তপ্রাণে ? তোমার দূতীর অণকে ভুবন-অঙ্গনে আলিম্পনা ; মুহূৰ্ত্তে সে ইন্দ্রজাল অপরূপ রূপের কল্পনা মুছে যায় সরে । তেমনি সহজ হোক হাসি কারা ভাবনা বেদন, না বাধুক্‌ মোরে ॥ তা’র সবে মিলে’ থাক্ অরণ্যের স্পন্দিত পল্পবে, শ্রাবণ বর্ষণে ; যোগ দিক নির্বারের মঙ্গীর-গুঞ্জন কলরবে উপল ঘর্ষণে । ঝঞ্জার মদিরামত্ত বৈশাখের তাগুব লীলায় বৈরাগী বসন্ত যবে আপনার বৈভব বিলায়, সঙ্গে যেন থাকে ! তার পরে যেন তারা সৰ্ব্বহার দিগন্তে মিলায়, চিহ্ন নাহি রাখে ॥ তোমার উৎসব ধারা আসা-যাওয়া ছু-কুল ধ্বনিয়া নিত্য ছুটে যায়, । তোমার নর্তকীদল বিরহমিলন ঝঞ্জনিয়া খঞ্জনী বাজায় ।