পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] शांबtब्रखें - ఇతీct هيم خ حبیعی یعییهاجمیسیحیی خیعیاخته স্মৃতি-বিস্মৃতির ছন্দ-আন্দোলনে উত্তাল-ছন্দিত মুক্তি আর বন্ধ দোহে নৃত্য করে নূপুর-মজিত, ঃখ আর সুখ । বিশ্বের হৃৎপিণ্ড সেই দ্বন্ধবেগে ব্যথিত স্পন্দিত, - করে খুক-ধুক্‌ ৷ এই ভালো, এই মন্দ, এই দ্বন্দ্ব আঘাতে সংঘাতে নিকু মোরে টেনে ! আলো অণধারের দোলে পুনঃপুনঃ আশা আশঙ্কাতে যাক মোরে হেনে ! সেই তরঙ্গের উদ্ধে দিক দেখা, হে রুদ্র নিষ্ঠুর, জ্যোতিঃশতদল তব স্থির দীপ্ত আসন বিষ্ণুর, অমান-মহিমা ! সব দ্বন্দ্ব মগ্ন করে গন্ধ তা’র আনন্দের মুর,

  • নাহি তা’র সীমা ॥

হে রবি, প্রাঙ্গণে তব শরতের সোনার বঁাশিতে জাগিল মূর্ছনা। আলোতে শিশিরে বিশ্ব দিকে দিকে অগ্রুতে হাসিতে - চঞ্চল উন্মন । জানি না কি মত্ততায়, কি আহবানে আমার রাগিণী ধেয়ে যায় অন্তমনে শূন্তপথে হয়ে বিবাগিনী, লয়ে’ তার ডালি । সে কি তব সভাস্থলে স্বপ্নাবেশে চলে একাকিনী । আলোর কাঙালী ? দাও, খুলে দাও স্বার, ওই তার বেলা হ’ল শেষ, বুকে লও তারে । শান্তি-অভিষেক হোক, ধোঁত হোক সকল আবেশ অগ্নি-উৎস-ধারে । সীমন্তে, গোধূলিলগ্নে দিয়ে একে সন্ধ্যার সিন্দুর, প্রদোষের তারা দিয়ে লিখে রেখা আলোক-বিন্দুর তা’র স্নিগ্ধ ভালে । দিনান্ত-সঙ্গীতধ্বনি মুগম্ভীর বাজুক সিন্ধুর - তরঙ্গের তালে ॥