পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমেরিকার প্রশান্ত মহাসাগরের উপকূলে ভারতীয় শ্রমজীবী ঐ রজনীকান্ত দাস এম-এ, এম্-এসসী, পি-এইচডি ১ । এদেশে বাসকালীন অবস্থা প্রশান্ত মহাসাগরের উপকুলবাসী ভারতীয়দের অধিকাংশই পঞ্জাব-প্রদেশস্থ হোসিয়ারপুর, জালন্ধর, অমৃতসর, লাহোর, লুধিয়ান, ফিরোজপুর প্রভূতি জেলা হইতে গিয়াছে । তবে তাতাদের মধ্যে, গুজরাত, বাংলা, ও অযোধ্যা-প্রদেশেরও কতিপয় লোক ইতস্ততঃ ছড়াইয়া রহিয়াছে দেখিতে পাওয়া যায় । এইসকল ভারতীয়দের প্রায় অধিকাংশেরই জন্ম ভারতের পল্লী-অঞ্চলে এবং ব্যবসায় কুষিকৰ্ম্ম । ইহাদের কেহ-কেহ বৃটিশ ভারতীয় গবর্ণমেণ্টের সৈন্য-বিভাগকর্তৃক রিকুটু হইয়া পন্টনের বা পুলিশ বিভাগের কাজে বিদেশে প্রেরিত হয়, কিন্তু অধিকাংশ লোকই আমেরিক যাইবার পূৰ্ব্বে পল্লী-গামে ক্লষিকার্য্যে নিযুক্ত ছিল । আর ইহাদের সামান্ত কয়েকজন মাত্র বেতনভুক্‌ শ্রমজীবী ছিল । উল্লিখিত কৃষকদের অধিকাংশেরই চাযে প্রায় ১০ • হইতে ২৫০ বিঘা পৰ্য্যস্ত জমি ছিল। সেই জমি উর্বরা থাকিলেও উহাদের চায়বাসের প্রণালী সেকেলে ধরণের ছিল । কৃষিকার্য্যের যন্ত্রগুলি সাদাসিধে এবং বেশীর ভাগই বর্তমান-কালের উপযোগী নয়। তাহার যেসব শস্ত উৎপন্ন করিত, সেসকলের মধ্যে গম, যব, ইক্ষু, জোয়ার, ছোলা, মটর, তুলা, তরমুজ ইত্যাদি উল্লেখযোগ্য । ২ । কানাডায় প্রবেশ যেসমস্ত ভারতীয় সৰ্ব্বপ্রথম কানাডায় যায়, তাহারা তৎপূৰ্ব্বে শাংহাই, হংকং ও পূর্ব এশিয়ার অন্যান্ত স্থানে ব্রিটিশ গবর্ণমেণ্টের পণ্টনে বা পুলিশে কাজ করিত। চীনে “মুষ্টিযোদ্ধা”র দলের লড়াইয়ের (Boxer War) সময় ইহারা ভিন্নরাষ্ট্রীয় লোকদের সংশ্রবে আসে এবং আশুর্জাতিক সংগ্রামে নিজেদের সাহায্যের আবশ্যকতা বুঝিতে পারে । বিদেশ-ভ্রমণে ও সাগর পাড়ি দেওয়ায় ইহাদের দেশ-বিদেশ পৰ্য্যটনের স্পৃহা বাড়িয় ওঠে। এইকারণে কিয়দংশ লোক চাকুরি হইতে অবসর গ্রহণ করিয়া, বা বিদায় লইয়া প্রশাস্ত মহাসাগর পাড়ি দিয়া কানাডায় যায়। এই প্রথম-আগত ভারতীয়গণ ব্যতীতও আর-এক দল শিখ ১৮৯৭ খৃষ্টাব্দে মহারাণীর হীরক-জুবিলির পরে কানাডার ভিতর দিয়া পৰ্য্যটন করায় সময় ঐ দেশে পণ্যদ্রব্য-উৎপাদন-সম্পর্কিত সমৃদ্ধির প্রচুর সম্ভাবনা রহিয়াছে ইহা লক্ষ্য করে । সেই-সময় তাহীদের কেহকেহ ঐ দেশে থাকিয়া যায় এবং অবশিষ্ট. লোকেরা ঐ সংবাদ লইয়া ভারতে ফুিরিয়া আসে। এই যে দুই দল ভারতীয় কানাডায় গমন করে, তাহারা সংখ্যায় বড় কম ছিল ; কিন্তু যখন হইতে তাহাদের প্রতিবেশী ও বন্ধুবান্ধবগণ তাহাদের অল্পাধিক কুতকাৰ্য্যতার কথা শুনিতে পাইল, তখন হইতেই বড়বড় দলে তাহার কানাডায় যাওয়া আরম্ভ করিল এবং তাহার পরে তিন বৎসর ধরিয়া অধিকতর বড়-বড় দল তfহাদের অনুসরণ করিয়াছিল । নিম্নে তাহার তালিকা দেওয়া হইল । তালিকা—১ কানাডার ভারতবাসীর প্রবেশ ॥১ হিসাব-সম্পর্কিত বৎসর ९थT 3 e(t - - - ... _ 86t 36& \ጬግ se : ૨8૨8 S3» ebr ఫిబ్రీఫిvరి --- মোট—৫১৭৯ ಕ್ಡ Report of the Royal commission. p. słD- -