পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] আমেরিকার লোকদিগকে কানাডাবালী করিবার জন্য কিছুমাত্র দায়ী ছিল । কানাডার ও ভারতের গবর্ণমেণ্ট, তাহাদিগেব কাৰ্য্যাবলীর নিন্দ করেন । দ্বিতীয়তঃ–লুনাডার শিল্পসম্পর্কিত সমৃদ্ধির স্ববিধ বর্ণনা করিয়া কোন মুদ্রিত পত্রিক যাহাতে প্রচারিত না হইতে পারে, ভারত-গবর্ণমেণ্ট, তাহার বিশেষ ব্যবস্থা করেন । - তৃতীয়ত:—১৮৮৩ সালে ভারতীয় অন্তৰ্গমন আইনের ব্যবস্থা মতে সিংহল, প্রণালী-উপনিবেশ ও অন্যান্য দেশে চুক্তিবদ্ধ ভারতীয় শ্রমজীবী প্রেরণ বিশেষ-বিশেষ কারণ —ব্যতীত আইন-বিরুদ্ধ ছিল। যদিও এই আইন চুক্তিবদ্ধ শ্রমজীবী-সম্বন্ধেই প্রয়োজ্য ছিল, তথাপি উহ। কানাডায় আগত ভারতীয়দের সম্বন্ধেও প্রয়োগ করা হইল। চতুর্থত:—কানাডায় নবাগত লোককে ষে ৭৫ টাকা সঙ্গে দেখাইয়া অবতরণ করিতে হইত, তাহার পরিমাণ কাউন্সিলে আইন করিয়া ৬০০ টাকা করা হয় । সৰ্ব্বশেষ এবং বিশেষ শক্ত বাধা হইয়াছিল অন্তৰ্গমন আইনের প্রয়োগ । ঐ আইনানুসারে যাহারা স্বদেশে টিকিট না কিনিয়া বা স্বদেশ হইতে যাত্রা করিয়া পথে অন্য কোথাও অপেক্ষা করিয়া কানাডায় যাইত, তাহাদিগকে প্রবেশে বাধা দেওয়ার ব্যবস্থা ছিল । ভারতীয়দিগের পক্ষে ঐ বাধা হইতে রক্ষা পাওয়ার উপায় ছিল না। কাজেই ঐ আইনে প্রকৃতপক্ষে বৈদেশিকদের আগমন বারিত হইল । পূৰ্ব্বোক্ত আইন দ্বারা যে কানাডা গবর্ণমেণ্টের উদেশ্ব উত্তমরূপে সিদ্ধ হইয়াছিল তাহ ১৯০৮ খৃষ্টাব্যের কানাডায় আগত ব্যক্তিদের সংখ্যার (২৬২৩) সহিত ১৯০৯ খৃষ্টাব্দে আগত ব্যক্তিদের সংখ্যা (৬) তুলনা করিলে সহজেই বুঝা যায়। ৩ । আমেরিকার যুক্তরাষ্ট্রে প্রবেশ ১৯০০ খৃষ্টাব্দের আদমস্থমারীতে দেখাষায় আমেরিকার যুক্তরাষ্ট্রে ২০৫০ জন ভারত হইতে আগত রহিয়াছে। ইহাদের প্রায় সকলেই বিদ্যার্থী বা ব্যবসায়ী ; কিন্তু ইহাদের মধ্যে এমন লোকও ছিল, যাহাদের পূর্বপুরুষেরা প্রশান্ত মহাসাগরের উপকূলে ভারতীয় শ্রমজীবী ২১৩ ভিন্ন-দেশীয়। (৭) ১৮৯৯ অব্দে সৰ্ব্বপ্রথমে ভারতীয় ব্যক্তি যুক্তরাষ্টে প্রবেশ করিয়া দোকানে বিক্রেতার কৰ্ম্ম আরম্ভ করে, পরে সে শ্রমজীবী হয় । (৮) প্রথম কয়েক বৎসর যাবৎ যুক্তরাষ্ট্ৰে আগত ভারতীয়দের সংখ্যা নগণ্য ছিল, কিন্তু ১৯০৪ অন্ধ হইতেই তাহারা বড়-বড় দলে আসিতে আরম্ভ করে । নীচে তালিকা দেওয়া হইল । هس--! چTةsif> বৎসর SboసెR=SS a 1 ংখ্যা (৯) b*సెవె S& У a o o 略腺 缘 ఫి Σ Φ - Σ' 3 о ఫి ? ఇ デ8 So ov) ԵN) Sసె6 8 Retty సె a & >86. » ኟዓ واج چند ^ 3 o S ● १३ মোট—১৯৫৭ ৫নং তালিকা হইতে দেখা যায় ১৮৯৯ হইতে ১৯০৭ অব্দ পর্য্যন্ত ১৯৫৭ জন ভারতীয় যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। ঐসময়ের মধ্যে তাহাদের অনেকে চলিয়াও আসে, কিন্তু ঐসমস্ত লোকদের সম্বন্ধে কোন বিবরণী পাওয়া যায় না । ১৯০৮ অব্দ হইতে বিদেশাগত লোকদের আসা-যাওয়া পৃথক্ভাবে লিপিবদ্ধ করা হয় । নিয়ে একটি তালিকা দেওয়া হইল । (*) The immigration is reported both by country and by race. The writer has collectod the statistics by race ; as a large number of persons of other races is liable to be included in the list reported by country, (w) ' Mr. Bakais Singh, now a resident of Astoria Oregon. He has been back and forth several times and finally returned to this country in 1910 with his family. (*) U. S. Report of the Commissioner General of Immigration 1919-20, pp. 181-182.