পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা] খবরের কাগজের ঘর— আমাদের দেশে কথায় বলে তাসের ঘর। কিন্তু তাস সাধারণ কাগজ অপেক্ষা শক্ত। সম্প্রতি ষ্ট্রেসম্যান নামক এক ভদ্রলোক ওঁtহার স্ত্রী এবং কঙ্কার সাহায্যে খবরের কাগজের একটি বাঙ্গলো তৈয়ার করিয়াছেন। খবরের কাগজের তৈরী বাঙ্গলে এই ধাঙ্গ লোটি কাঠের ফ্লেমের উপর দঁাড়াইয়া আছে—ইহার দুয়ারজানল ইত্যাদি সবই সাধারণ বাঙ্গ লোর মতনই আছে। ঘরের মধ্যে আলো-হাওয়া যথেষ্ট এবং ঘরগুলি খুব শুক্নো খটখটে। এরোপ্লেনের কথা--- ১৯১১ খৃঃ অব্দে ক্যাল রজাস প্রথম আমেরিকা মহাদেশ এরোপ্লেনে করিয়া পার হন। নিউ ইয়র্ক হইতে পাসাদেন পর্য্যস্ত আকাশপথে যাইতে তাহার মাত্র ৫৪ দিন সময় লাগিয়াছিল। এই পথ তাহীকে অতি কষ্টে অতিক্রম করিতে হয় । মাঝে-মাঝে রেল লাইন দেখিয়া-দেখিয়া আকাশে চলিতে হইত। পাছে তিনি দেখিতে ন পাইয়। রাস্তা ভুল করেন, এইজগু রেলগাড়ীর ছাতে বিশেষ রং করিতে হইয়াছিল । মাঝেমাঝে উহাকে অস্ত গাড়ীর উপরে করিয়া এরোপ্লেনটিকে বহন করিতে হইত। তিনি ১৩৩ মাইলের বেশী একটানা যাইতে পারেন নাই। কিন্তু কিছুকাল পূৰ্ব্বে আমেরিকার লেফটেনাণ্ট ম্যঘান মূর্ধ্যাপ্ত এবং উদরের মধ্যে আটলাণ্টিক মহাসাগর হইতে প্রশান্ত মহাসাগর পর্য্যন্ত বিচরণ করিয়াছেন। এইটুকু সময়ে অত্যন্ত দ্রুত বেগে চলিয়াও একখানি । রেলগাড়ী ইহার ১/৩ স্থান মাত্র অতিক্রম করিতে পারে । গতি-হিসাবে রজাসের কাজ এমন किङ्ग न श्प्ल७ ठिनि यषभ बहे कांखांद्रे এiণ তুচ্ছ করিয়া করিয়াছিলেন। তিনি পঞ্চশস্ত—এরোপ্লেনের কথা ኟ® > আদি পথ-প্রদর্শক। এরোপ্লেনের ইতিহাসে উহার নাম থাকিবে । বর্ধমানে এরোপ্লেনের গতি রেলগাড়ীকে বহু পশ্চাত্তে ফেক্টিয়া গিয়াছে। বর্তমান সময়ে এরোপ্লেনে করিয়া সমস্ত পৃথিবী ভ্রমণ করাও এমন কিছু অসাধ্য ব্যাপার নহে এবং একদল আমেরিকান বিমানবীর ইতিমধ্যেই তাহা সম্পন্ন করিয়াছেন। এরোপ্লেনের এত উন্নতি সম্ভব হইয়াছে, এরোপ্লেন-মেটরের একটি বিশেষ উন্নতির জন্ত । মোটরের এই উন্নতির জন্ত মনে হয় অচিরেই এরোপ্লেন ব্যবসায়ের সহায় হইবে। এরোপ্লেনের-মোটরের এই উন্নত সংস্করণের মোটরের নাম লিবার্টি-মোটর। লিবার্ট-মোটর:দেখিতে যুদ্ধের সময় নিৰ্ম্মিত এরেপ্লেন মোটরের মতন। কিন্তু এই দুইপ্রকার মোটরের মধ্যে প্রায় ৬•• প্রকার বিভিন্নত আছে। সামান্ত সামান্ত সংস্কারের পর লিবার্টিমোটর শ্রেষ্ঠ এরোপ্লেন-মোটরে পরিণত হইয়াছে। নতুন-নতুন নানা-প্রকার বন্দোবস্তের জন্ত বৰ্ত্তমান সময়ে এরোপ্লেনে করিয়া আকাশ বিহার অতি সুখের এবং নিরাপদ হইয়াছে। Karth inductor compass u otro I actua-seos y, e qa: কুরাসার মধ্য দিয়াও তাহার গন্তব্য স্থানে নিরাপদে যাইতে পারে। কিছুকাল পুৰ্ব্বেও ঝড়, বৃষ্টি এবং কুয়াসা বিমানবীরদের নানা-প্রকার foot cofors 1 Condenser altimetero Histor statusচালক কোন নিদিষ্ট স্থান হইতে এরোপ্লেনের দূরত্ব এবং উচ্চত৷ S! NAA వక్ష

  1. Ano, ...

HONG KONG >:S - તા: } - જેસ আমেরিকান বিমানবীরদের আকাশপথে পৃথিবী ভ্রমণের নক্স - উহার ১৬ই মার্চ ১৯২৪ সাস্তু মণিকা হইতে যাত্রা করেন । তাহার &ोंtग्न ૨૭, ૨ • s মাইল ভ্রমণ कृद्भिद्मांनि