পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৮২ মতের মূল্য কম বা বেশী, কিম্বা মোটেই নাই, বলিতে পারি না। কিন্তু চুক্তিপত্রটি পড়িয়া মনে হইতেছে, যে, ইহাতে উদ্দেশ্য সিদ্ধ হইবার কথা নয় । তাঙ্গার কারণ অনেক । - ভারতবর্সের রাজনৈতিক দলগুলির মধ্যে অসহযোগী দল ও “স্বরাজ্য” দল সংখ্যায় ভূয়িষ্ঠ হইলেও তাহার একমাত্র দল নহে। উদারনৈতিক বা লিবার্যল দল, স্বাঞ্জাতিক বা ন্যাশ্যন্যালিষ্ট দল, স্বতন্ত্র বা ইণ্ডিপেণ্ডেণ্ট দল, ইত্যাদি দলও আছে। রফীনামাটি অবশ্য একটি স্বপারিশ-পত্র ( রিকমেণ্ডেশন ) মাত্র, ইহা হুকুম বা আদেশ নহে । কিন্তু রফা করিবার পূৰ্ব্বে অসহযোগী ও স্বরাজ্যদল ছাড়া আর-কোন দলের মুখপাত্রদিগের সহিত পরামর্শ হইয়াছিল বলিয়া কাগজে দেখি নাই । সুতরাং অন্য সব দলের লোকের ইহাতে সম্মতি না হইতে পারে। কাজেও দেখিতেছি, যে, অন্যান্স দলের কাগজে ইহার প্রতিকূল সমালোচনা হইতেছে। শুধু অন্য সব দলের বলা ৪ ঠিক্‌ নহে, অসহযোগদলের মুখপত্র সার্ভেন্ট কাগজ ও রফাটির অমুমোদন করিতে পারেন নাই । ঘে-যে গুজুহাতে রফা করা হইয়াছে, তাহার যাথার্থ্যও সকলে স্বীকার করিতেছেন না । গবর্ণমেণ্টের দলননীতি বাহত ও নামত: বিপ্লবীদের বিরুদ্ধে প্রযুক্ত হইলেও বস্তুতঃ ইহা যে স্বরাজ্যদলের বিরুদ্ধে প্রযুক্ত হইয়াছে, ইহা সকলে স্বীকার করিতেছেন না। আমরা দেপিতেছি, যে, ইহা প্রধানতঃ স্বরাজ্যদলের বিরুদ্ধে প্রযুক্ত হইয়াছে । H গবর্ণমেণ্টের নিগ্ৰহনীতির একমাত্র ফলদায়ক জবাব হইত, গবর্ণমেণ্টের সহিত সহযোগিতা সকল দিকে সকলপ্রকারে পূরামাত্রায় বর্জন । তাহার পরিবর্তে রফাকারীর বিদেশী বস্ত্র ব্যবহার পরিত্যাগ ছাড়া, আর-সব বিষয়ে অসহযোগ স্থগিত রাখিতে পরামর্শ দিতেছেন । অবশ্ব অসহযোগ সকল দিকে পুরা-মাত্রায় অনুষ্ঠিত হুইবার প্রস্তাব কংগ্রেস হইতে ইতিপূৰ্ব্বে কখনও করা হয় নাই ; কিন্তু যে-ধে দিকে সহযোগিতা বর্জন করিবার প্রস্তাব হইয়াছিল, তদ্বিষয়ক চেষ্টাও অনেক দিন হইতে কাৰ্য্যতঃ পরিত্যক্ত হইয়াছে বা মুম্মু অবস্থায় আছে। প্রবাসী—অগ্রহায়ণ, ১৩৩১ [ ২৪শ ভাগ, ২য় খণ্ড স্বতরাং অসহযোগ স্থগিত রাখায় কাৰ্য্যতঃ ভারতের বর্তমান রাজনৈতিক প্রচেষ্টাসমূহের অবস্থার যে বিশেষ কোন পরিবর্তন হইল, তাহা নহে। তথাপি আমরা মনে করি, যে, গবর্ণমেণ্টের কাজের একমাত্র যুক্তিসঙ্গত ও অহিংস জবাব যাহা, তাহা শুধু কাজে • পরিত্যক্ত হইল না, অসহযোগ-নীতিটাকেই অনিদিষ্ট কালের জন্য ত্যাগ করা হইল। বিদেশী কাপড়ের সঙ্গে গবর্ণমেণ্টের সম্পর্ক পরোক্ষ-রকমের । বিদেশী কাপড় ব্যবহার না-করাকে ঠিক্‌ গবৰ্ণমেণ্টের সহিত অসহযোগ বলা চলে না । আমরা এটা বুঝি যে, দেশের বর্তমান অবস্থায় মহাত্মা গান্ধী চল্লিশ দিন উপবাস দিয়া উপদেশ বা অণদেশ দিলেও, অসহযোগ যতটুকু আছে তাহা অপেক্ষ মাত্রায় বা প্রকারে বাড়াইতে পারিতেন না। কিন্তু তা বলিয়া উহা স্থগিত করিবারও যথেষ্ট কারণ দেখিতেছি না। স্বরাজ্যদল তাহাদের মত, কৰ্ম্মনীতি, কাজ, প্রভৃতির কিছুরই কণামাত্রও ত্যাগ করেন নাই, রফাট সম্পূর্ণরূপে অসহযোগীদের তরফ হইতেই হইয়াছে। এবং তাহা প্রধানতঃ বা এক মহাত্মা গান্ধী করিয়াছেন, তাহার দলের সব বা অধিকাংশ লোকে নহে । ইহা গণতান্ত্রিক কাৰ্য্যপ্রণালী নহে । যে-যে রাজনৈতিক দল কংগ্রেসে যোগ দিবেন,তাহারা ংগ্রেসের ভিন্ন ভিন্ন কাজ স্বতন্ত্রভাবে করিতে পরিবেন। কিন্তু অসহযোগ নীতিটাই যখন স্থগিত রাখা হইল, তখন অসহযোগীদের নিজস্ব করিবার কিছু রহিল না ; সে দিকে তাহাদিগকে সম্পূর্ণ আত্মবিলোপ করিতে হইবে। অন্যান্য দলের মত র্তাহারা ও চরকায় স্থত৷ কাটা, হাতের তাত চালান, খদ্দর বয়ন ও ব্যবহার, হিন্দু মুসলমান ও অন্যান্য ধৰ্ম্মসম্প্রদায়ের মধ্যে সদ্ভাব স্থাপন ও মিলন সাধন, এবং অস্পৃশ্যতা দূরীকরণের কার্য্য করিতে পারিবেন। মদ ও অন্যান্য নেশার জিনিষ ব্যবহার বন্ধ করিবার চেষ্টা কংগ্রেসের আগেকার অমৃষ্ঠেয় কাৰ্য্যাবলীর মধ্যে ছিল। এখন উহা বন্ধ দেওয়া হইয়াছে। আমরা মডার্ণ-রিভিউ কাগজে একাধিকবার তথ্য ও যুক্তি দ্বারা দেখাইয়াছি, যে, বিদেশী কাপড় ব্যবহার করা অপেক্ষাও মদ ও নেশার জিনিষ ব্যবহারে ভারতবর্ষের আর্থিক ক্ষতি অধিক