পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] আলুথালু কেশ —ম্রস্ত চু্যত গাত্র-বাস ; সরম-সঙ্কোচ যত মুদ্রিত মুদিত নয়ন-পল্লব-প্রাস্তে —নগ্ন, ক্ষুদ্র তার চরণ দুখানি অলক্তরঞ্জিত,—শুভ্র শধ্যা সরোরুর’পরে—কমলের মত । বাহুমূলে স্তব্ধ কত কঙ্কণ-কিঙ্কিণী ! অতি স্বছ বহে শ্বাস, বক্ষ মৃদু-মুছ ওঠে কঁপি,—গভীর আশ্বাস-ভরে যেন ! দেখিলাম চাহি ক্ষীণ-দীপালোকে স্বপ্ন যেন রচিবারে চায় ক্ষুদ্র শুভ্ৰ মোর সেই গৃহটি ঘেরিয়া। ধীরে মনে হ’ল— স্বপনের মাঝে কে যেন দিয়েছে ডাক প্রিয়া-পাশে স্বপ্তি-মগ্ন মোরে—অতি দূর— দুরাস্তর হতে যেন তারে চিনি, যেন তারে চিনি নাকে স্বপনের মাঝে আসি, অামারে কহিল ডাকি”, “আয় ওরে আয় ।” নিদ্রাভঙ্গে, স্বপ্নভঙ্গে সকলি মিলায়— মূৰ্ত্তি তার মনে নাহি জাগে ; পরিচিত ডাক শুধু শোনা যায়—“আয় ওরে আয় ?” আমারে করিয়া গেল উদাস ব্যাকুল । প্রেয়সীর মুখপানে চাহি’ মনে হ’ল, সে যেন অপরিচিত মোর ; যে-বন্ধনে বদ্ধ ছিন্থ দেখিলাম বন্ধন সে নহে ! যেন আমি যেতে পারি —সব মিথ্যা, মোহ সবি ; ওই প্রিয়া, এই গৃহ, এ শু্যামল ধরা—অন্ধকারে সকলি মগন, মিথ্য স্বপ্নজাল স্বজন করিছে যেন ক্ষুদ্র স্বপ্ন-জাগরণ ՀԵ-Ճ এই আমারে ঘেরিয়া । দেখিলাম চাহি” বাতায়ন-পথে, ঘন-ঘটrচ্ছন্ন স্তন্ধ নিশীথ-আকাশ ; মাঝে-মাঝে একটি কি দু’টি স্তিমিত-ভারক। —সত্য বলি’ মনে হ’ল ওই দুর, ওই দূর অজানার ডাক । কে তুমি ডাকিলে মোরে ? কোথা যাবে। আমি ? কেমনে কাটিব আমি এই স্বপ্নজাল ? গাঢ় করি’ দাও অন্ধকার ; সব ছেড়ে চলে যাই । আমারে দেখাও তুমি পথ । স্বপ্ন ভূলি’ মোহ ভূলি’ যাই আমি চলি’—দূর অজানিত কোন পরিচিত পুরে – ঘনাইল অন্ধকার গাঢ়তর মেঘে । সচকিত হইল দামিনী, কৃষ্ণ বক্ষ আকাশের চিরিয়া-চিরিয়া ; ক্ষণে ক্ষণে গভীর গর্জনে গরজি’ উঠিল মেঘ । প্রিয়া মোর উঠিল কঁাপিয়া —ভাত— ত্রস্ত আঁখি মেলি চাহিয়া আমার মুখপানে ; মৃদুহাসি গভীর আশ্বাসে মোরে জড়াইল বাহুপাশে । পলকে মিলায় জাগ্ৰত স্বপন মোর । মনে হ’ল সত্য প্রিয়া ; স্বন্দর জগৎ । দুর গেল অতি দূরে সরি’ । যত্বে প্রেয়সীর ওষ্ঠ-প্রাস্তে করিস্থ চুম্বন-বাহ-পাশ দৃঢ় হ’ল তাPর । সহসা বাতাসে দীপ-শিখা নিবে গেল । স্বপ্ন হ’ল সবি । সত্য শুধু আমি আর চির-পরিচিত প্রেয়সী আমার ! এখন হইতে রবীন্দ্রনাথের ডায়ারি ও কবিতা নিয়মিতভাবে 'প্রবাসী’ভে প্রকাশিত হইবে