পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“সত্যমূ শিবমূ স্বন্দরমূ” “নায়মাত্মা বলহীনেন লভ্যঃ” c=h=', *SN9<లS | ৩য় সংখ্যা "ബ আহবান আমারে যে ডাক দেবে, এ জীবনে তারে বারম্বার ফিরেছি ডাকিয়া । সে নারী বিচিত্র বেশে মৃদ্ধ হেসে খুলিয়াছে দ্বার থাকিয়া থাকিয়া । দীপখানি তুলে ধরে', মুখে চেয়ে, ক্ষণকাল থামি’ চিনেছে আমারে । তারি সেই চাওয়া, সেই চেনার আলোক দিয়ে আমি চিনি আপনারে । সহস্ত্রের বন্যাস্রোতে জন্ম হ’তে মৃত্যুর আঁধারে চলে যাই ভেসে । নিজেরে হারায়ে ফেলি অস্পষ্টের প্রচ্ছন্ন পাথারে কোন নিরুদ্দেশে । নামহীন দীপ্তিহীন তৃপ্তিহীন আত্মবিস্মৃতির তমসার মাঝে কোথা হ’তে অকস্মাৎ কর মোরে খুজিয়া বাহির তাহা বুঝি না যে ।