পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఇతిe প্রবাসী—পৌষ, ১৩৩১ [ २g* छांशं, २घ्र थ७' তব কণ্ঠে মোর নাম যেই শুনি, গান গেয়ে উঠি — “আছি, আমি আছি।” সেই আপনার গানে লুপ্তির কুয়াশ ফেলে টুটি', ' বাচি, আমি বঁাচি । তুমি মোরে চাও যবে, অব্যক্তের অখ্যাত আবাসে আলে৷ উঠে জ্বলে’, অসাড়ের সাড়া জাগে, নিশ্চল তুষার গলে আসে নৃত্যকলরোলে ॥ নিঃশব্দ চরণে উষা নিখিলের সুপ্তির স্থয়ারে দাড়ায় একাকী । রক্ত-অবগুণ্ঠনের অন্তরালে নাম ধরি কারে

  • চলে যায় ডাকি । ” অমনি প্রভাত তার বীণা হাতে বাহিরিয়া আসে,

শূন্ত ভরে গানে। ঐশ্বৰ্য্য ছড়ায়ে দেয় মুক্ত হস্তে আকাশে আকাশে, ক্লাস্তি নাহি জানে ॥ কোন জ্যোতিৰ্ম্ময়ী হোথা অমরাবতীর বাতায়নে রচিতেছে গান অালোকের বর্ণে বর্ণে; নির্ণিমেষ উদ্দীপ্ত নয়নে 4; করিছে আহবান । তাই ত চাঞ্চল্য জাগে মাটির গভীর অন্ধকারে ; রোমাঞ্চিত তৃণে ধরণী ক্রন্দিয়া উঠে, প্রাণস্পন্দ ছুটে চারিধারে বিপিনে বিপিনে ॥ ভাই ত গোপন ধন খুজে পায় অকিঞ্চন ধুলি নিরুদ্ধ ভাণ্ডারে। বর্ণে গন্ধে রূপে রসে আপনার দৈন্ত ৰায় ভুলি’ পত্রপুষ্পভারে।