পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ల সংখ্যা J. o বাস করিত। এখন ওড়িযায় কেবট, গোথা ও মাল্লারা থাকে। পুরীতে ৩৪,••• কেবটের বাস। সম্বলপুরের কেবটর (৩৩,••• ) নৌকা বয় বা মাছ ধরে । সোনপুরে নৌজীবী কেবট একটি প্রধান জাতি । আসামেও যথেষ্ট কেবটের বাস । দয়াঙে কেবটরা বড় জাতি—সংখ্যা ১৩,৬০০ । গৌহাটী সব ডিভিশনে অধিকাংশ অধিবাসীই কলিতা ও কেবট ; ইহার সেখানকার সম্রাস্ত শূদ্ৰজাতি । নওগঙ জেলায় কেবটের সংখ্যা বড় কম নয়। ইহাদের ংখ্যা ১৩,• • • । শিবসাগরে অনেক কেবটের বাস । তবে সেখানে কলিতাই ( ৩৬,৬৩ - ) বেশী । ৪১,৬• • কেবট কামরূপের অধিবাসী। পূর্ববঙ্গে কেবটদের একটা মস্ত আডডা আছে । ইহারা মাছ ধরে না—কৈবৰ্ত্তদের নিকট হইতে কিনিয়া খুচরা বেচিয়া থাকে। এই কেবটরা কৈবৰ্ত্তদিগকে তাহাদের চেয়ে ছোট মনে করে। কেবট ও কৈবৰ্ত্তর পূৰ্ব্বে ষে একই জাতি ছিল, তাহা বলাই বাহুল্য। কালে তাহারা নিজেদের পৃথক্ জাতি বলিয়া পরিচিত করিয়াছে। হাজার বৎসরের কিছু পূৰ্ব্বে এই জাতির শৌর্যবীর্ষ্যের কিছু পরিচয় পাওয়া যায়। ইহার এই সময়ে যে একটি প্রবল পরাক্রাস্ত জাতি ছিল, ইতিহাস তfহার সাক্ষী । কবি সন্ধ্যাকর-নন্দী লিখিত রামচরিতে দ্বিতীয় মহীপাল ও রামপালের বিরুদ্ধে কৈবৰ্ত্তপ্রজার বিদ্রোহী হইয়াছিল। তৃতীয় বিগ্রহপালের মৃত্যুর পর দ্বিতীয় মহীপাল রাজা হন । ইনি অত্যাচারী ছিলেন । নিজের কনিষ্ঠ ভ্রাতা শুরপাল ও রামপালকে শৃঙ্খলাবদ্ধ করিয়া কারারুদ্ধ করেন। কৈবৰ্ত্তবীর দিব্য বা দিবেবাক মহীপালকে যুদ্ধে নিহত করেন এবং "জনকভূ" বা পালরাজগণের জন্মভূমি বরেন্দ্র অধিকার করেন। দিবোকের কনিষ্ঠ ভ্রাতার নাম ‘রূদোক’ । ইহার পুত্র ভীম বরেন্দ্রীর রাজসিংহাসন লাভ করিতে সমর্থ হইয়াছিলেন । * পালরাজাদের সময়ে কৈবৰ্ত্তপ্রজার বিদ্রোহী হইয়া নিজেদের শক্তি-বলে রাজ-সিংহাসন লাভ করিয়াছিল বটে, কিন্তু সমাজে তাহাদের স্থান উচ্চ ছিল না, কেননা পালরাজাদের সময়ে কৈবৰ্ত্তদের মন্ত্র দেওয়া S BBBBBBDSgggS AAAAAS AAAAA STDDBBSAg ggS S কেবট-জাতি מכסי হইত না । বল্লালচরিতে কৈবৰ্ত্তদিগকে নৌঞ্জীবী, হুলজীবী, জালজীবী হীনশূত্র বলিয়া বর্ণনা করা হইয়াছে। • প্রাচীন স্বাৰ্ত্ত ততকর গুপ্ত + ইহাদের সম্বন্ধে যাহা বলিয়াছেন তাহা ইহাদের বিশেষ হীনত্বব্যঞ্জক। ততকর, গুপ্তের উক্তি এই— “তদ যোগাৎ অসম্বরিণঃ কৈবর্ত-খাটিকথেটিকাদয়ঃ নপুংসকাশ্চ স্বভাবেনৈব সম্বরাহঁ। ন ভবন্তি । আমীযাপ্ত সম্বরো ন দেয়: । কিঞ্চ কৈবৰ্ত্তাদযুশ্চ যদা প্রাণাতিপাতাদিক্রিয়য়া জীবিকাং ত্যজস্তি তদা সম্বরে। ন দেয় ।” বঙ্গদেশ যে সমস্ত বিষয় লইয়া গৌরব করিতে পারে তাহাদের মধ্যে নাথ-ধৰ্ম্ম একটি প্রধান গৌরবের জিনিস । এই নাথ-ধর্মের একজন প্রধান ও প্রসিদ্ধ শুরু ছিলেন মৎস্যেন্দ্রনাথ । ইনি কৈবৰ্ত্ত-কুল-গৌরব। "মহাকোল জ্ঞানবিনির্ণয়ে” ইহার পরিচয় আছে। মহামহোপাধ্যায় ঐযুক্ত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় এই গ্রন্থ হইতে মৎস্তেঞ্জের পরিচয় দিয়াছেন ( সাহিত্য-পরিষৎ-পত্রিকা, পুষ্ঠা ) । মৎস্তেদের জন্মস্থান বরিশালের . চন্দ্রদ্বীপে ( চেদোয় )। মংস্তেদের অনেকগুলি নাম ছিল । ইনি মৎস্যের অন্ত্ৰ খাইতে ভালবাসিতেন বলিয়া ইহার একটি =ITN “Nonitxta” (Rurifolia-Dzigasum facigaltu”) বা লুইপা ৷ লুইপার রূপান্তর—লুই-ই-প ( Lui-i-pa ), *fa* (Lu-yi-pa), gầ-oi (Lu-i-pa), fortu ১৩২৯,৫২ ২৫ মহামহোপাধ্যায় পণ্ডিত শ্ৰীযুক্ত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের অভিভাষণ, প্ৰবৰ্ত্তক, কাৰ্ত্তিক ১৩৩• । কন্দ্রযামল কুড়িটি জাতির পুরোহিত পতিত বলিয়৷ উল্লেখ করিয়াছেন । এই জাতিগুলির মধ্যে কৈবৰ্ত্ত একটি।

  • Those Sevem, tho I{ajaka, Karmakara, Nata, Baruda, Kaivarta, and Medavilla, are the last tribes. Whoever associates with them undoubtedly falls from his class ;......Whoever approaches their wómen, is doubtless degraded from his rank.”— Colebrooke's Essays, Vol II., p. 164.

+ মহামহোপাধার পণ্ডিত প্রযুক্ত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের নিকট নেপাল হইতে সংগৃহীত এই ছুপ্ৰাপ্য পুথিখানি দেখিবার স্বযোগ পাইয়াছি।