পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমি ব্যর্থ হ’তে দিতে পারিনে। তুমি কি এখনো বুঝতে পারোনি যে আমার জীবন সফল করে তুলতে হ’লে. তোমার জীবনের দরকার সূকলের আগে ? অলকের মুখটা আমার মুখের ওপর নেমে এল একঝলক জ্যোৎস্নার মতম এক-থোকা ফুলের কুঁড়িকে ফুটিয়ে তোলবার জন্যে। এ-স্পর্শ আমার কাছে নতুন, কিন্তু বুকের ভেতর তা যে নব-বসস্তের স্বচনা করে গেল তা নর-নারীর চিরন্তন জিনিষ । স্বপ্নের ঘোর কাটুতেই প্রবাসী—পৌষ, ১৩৩১, [ ২৪শ ভাগ, ২য় খণ্ড হঠাৎ চেয়ে দেখি অলকের মুখ আমার বুকের ওপরে ঝুকে পড়েছে, সে বলছে—কিন্তু কোথায় যাবো ? নিরাশা তার কণ্ঠস্বর তখন শ্রাবণের ঘনায়মান সন্ধ্যার মতনই ভারী হ’য়ে উঠেছে। আমি তা’কে হাত ধরে’ তুলে’ বললুম—সমুদ্রের এপারে আমাদের জায়গা না হয়, ওপারে জায়গা হবেই এত বড় দুনিয়াটা পড়ে' রয়েছে—তার বুকে স্থানের অভাব হবে না।