পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ? ৩২২ o f প্রবাসী—পৌষ, ১৩৩১ [ २8* छांग, २ग्न थ७ মনের বিলি-ব্যবস্থা করতে ব্যস্ত---বুঝতেই পাৰ্বছ ; তারা আমাদের বিয়ে দিতে চান। পেপে—তাই বটে ; বাবা আমাকে সৰ্ব্বদা বলেন, "বিয়ে-টিয়ে আত্মীয়-স্বজনের মধ্যে হওয়াই উচিত ; তাতে ফল ভালো দাড়াবার সম্ভাবনাই বেশী-আমাদের পরিবারের ভেতরেই ভালো-ভালো মেয়ে আছে, তোমার খুড়তুত, জোঠতুত বোনদের কাকেও ঠিক করে নাও।” এদিকে পরিবারের ভেতর তোমরা ত জন-কুড়ি রয়েছ... ঠিক করে নেওয়া অসম্ভব ••• লুইসা—বাবার মুখেও ঐ একই কথা ; কিন্তু বিয়ের উপযুক্ত ত তুমি এক, তাই বাবা যখন বললেন, “তোমার খুড়তুত, জোঠতুত ভাইদের কাকেও বিয়ে করা উচিত", তখনই টের পেলাম যে, তোমার কথা হচ্ছে । কুড়ি জনের মধ্যে থেকে পছন্দ করা আর পছন্দ করার কেউ না থাকার মধ্যে কতখানি তফাৎ তা বোঝে ত ••• কিন্তু সে কথা ছেড়ে দিলেও আমাদের দুজনের পিতার মতই হাস্যকর। কি জন্য আমাদের দু'জনের বিয়ে করতে হবে ? তুমি কি মামাকে ভালোবাস ? আমি কি তোমাকে ভালোবাসি ? তাদের ভাবখান এই, আমরা স্ববোধ আত্মীয়ের মতন ভালোবাসি.-সে হেতু,-“এইখানেই ত গলদ ; এর চেয়ে ভালো হ’ত যদি আমরা কেউ কা’কে দেখতে না পেতাম তোমাকে কখন দেখতে না পেলে আমার মনে হয়, হঠাৎ তোমাকে ভালোবেসে ফেলা সহজ হ’ত---আর এখন দাড়াচ্ছে, “তোমাকে বেশী ভালোবাসতে হবে, অতএব তোমার, প্রেমে পড়তে যাচ্ছি, এইরকম আর ৰুি।” কাল তোমাকে যতখানি পছন্দ করতাম আজ কেন তার চেয়ে বেশী পছন্দ করতে যাবো ? আর সোজা কথায় বলতে, কাল যেমন আজও যখন সেইরকম পছন্দই করছি, সে-অবস্থায় তাদের অভিপ্ৰায়ে কাল সকালেই হঠাৎ যে তোমাকে বিয়ে করতে বসে’ যাবো এ নেহাৎ হাসির কথা । পেপে—ত পরিষ্কার বোঝা যাচ্ছে । লুইস-আচ্ছ, দেখা যাক ; তোমার বাবা কি বলেছেন ? আমার বাবার সঙ্গে পাকা করে” কথা তোলবার আগে তোমাকে কিছু বলে থাকাই সম্ভব। পেপে—আমার উপর চটলে সৰ্ব্বদাই যা বলেন, আমি টাকা চাইলে, আমার বিলের টাকা দেবার সময় হ'লে যা বলেন তাই বলেছেন,"এ-সব পাগলামি ছাড়বার সময় হয়েছে”। পাচশ পেসেতার* উপরে বিল হ’লে বাবা তা’কে পাগলামি বলেন...তুমি ত দেখছ, এগুলো দরজি, পোষাক-ওয়ালাদের পাগলামি---“এখন তোমার বিয়ের কথা ভাবা উচিত’••• লুইসা—হ ; সেঞোরিতে যখন বাড়ীতে উৎপাত করেন • • • পেপে—আর তোমার বাবা, কখন তোমার বিয়ের কথা ভাবেন ? লুইস-ও, যখনই আমাদের তিয়েত্রে-রিয়ালে যাওয়ার পালা আসে আর আমি তাস খেলা থেকে তাকে টেনে তুলি । তৃতীয় পালা + এলে যাকে তা’কে ধরে আমি বিয়ে করলেও তার আপত্তি থাকে ন। বাবার ব্যস্ততার কারণ বোঝা যায়...বিপত্নীক মানুষ, নিজের কাজকৰ্ম্ম আছে ... আমার আবার গভবৃনেস বা কোনরকম সঙ্গিনী সহ হয় না ; এই অবস্থায় পড়ে' রীতিমত আত্মত্যাগ অভ্যাস করি, কারণ তিয়েত্রেী-রিয়ালে যেতে হ’লে বাবা-ছাড়া সঙ্গে যাবার আর কেউ নেই । আর বাস্তবিক যে-যে রাত্রে “লাওয়ালকিরিয়া" ক অভিনীত হয় আমার দুঃখই বোধ इम्न । পেপে—তা বাস্তবিক, অতি ছেলে-বেলা থেকে কেবল বাপের সঙ্গে রয়েছ, এতদিন বিয়ে করে ফেলা উচিত লুইসা—এতদিন ? তুমিও বাবার মতন বোলে না যে, আমি বুড়ি হতে চলেছি ••• পেপে—কি যে বলে ? লুইস —তা নয় ; চোদ্ধ-বছরের সময় খুব বেড়ে উঠি বলে একেবারে হঠাৎ বড়দের পোষাক পৰ্বতে

  • পেসেত peseta-স্পেনীয় মুদ্রা, প্রায় ২০ সেন্ট। + ##h “tinl-tercer turno. Teatro-realafius{#f#

ক্রেতা বেপর্যায়ের টিকিট কেনেন শুধু সেই পালার সমস্ত অভিনয় দেখতে পারেন। “লাওয়ালফিরিয়া-হাগ নাৱ (Wagner) প্রণীত অপেরা ।