পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] 酸 কি মূৰ্খ! এতক্ষণে ধরা পড়ল, আমর, পরস্পরকে প্রায় ভালোবেসে ফেলেছি। পেপে—আর সেইজন্য বিয়ে করব না ঠিক করছি... এটা কেমন মনে হচ্ছে ? মজার ব্যাপার••• লুইলা—তাই ; মজার ব্যাপার दिउँौम्न मृष्ट পূৰ্বাহৰূপ ও পরিচারিকা । পরিচারিকা—সেঞোরিত ! আপনার জ্যেঠা এখনই আফিস-ঘরের বাহিরে আসছেন। পেপে—তা হ’লে পরামর্শ শেষ হয়েছে। - লুইস+—আমাদের ষড়যন্ত্রও। তোমার বাবা সিড়ির নীচে গেলে এখান থেকে বেরুবে । বাবা সঙ্গে-সঙ্গে আমার কাছে পরামর্শ-সভার সিদ্ধাস্ত-তালিকা দিতে আসবেন । আর যখন শুনবেন --- পরি-বাহিরের দরজা বন্ধ করলেন। লুইস-এখন যাও...তাড়াতাড়ি--- পেপে—শোনুবার ইচ্ছা হচ্ছে, রয়েছিই এখানে. থাকা চলবে না 7••• লুইস-বাবা তোমাকে দেখতে পেলে... পরিচারিকা—আমার ঘরে তবে ; আম্বন। লুইস–না, না ; কেউ যদি দেখে ফেলে... পরি—সেঞোরিত, নিশ্চিন্ত থাকুন। আমি বলব আমার কাছে এসেছেন।--আর লোকে তা বিশ্বাসও করবে । লুইস-তাড়াতাড়ি, বাবা আসছেন। পরি—আপনি আস্বন--- ” 螺

  • (পেপে ও পরিচারিকার প্রস্থান )

छ्ङीब्र मृष्ठ লুইস, ঘন মাহুয়েল ও পরে পেপে। লুইস—তোমার কি হয়েছে বাবা ? উত্তর দেবে না? আমার মনে হয়, কিছু বলবে আমাকে... অনিচ্ছায় SD있영 মাজুয়েল—ন । f লুইস-কাৰ্বলস্-জোঠা তোমার কাছে এসেছিলেন, না 7 * भाष्ट्र-छ्रे । লুইসা—এত সকালে কেন এসেছিলেন ? মামু-—এমনি । লুইস —সত্যি বলছ ? উহু বাবা, বেশ বুঝছি তোমার অনেক কথা বলবার আছে আমাকে, কিন্তু কি করে আরম্ভ করবে তাই নিয়ে মুস্কিলে পড়েছ । মাহু—কোন কথা বলবার নেই, তোমাকে। আর দেখো, তোমার জ্যেঠার কথা আর কখন আমার কাছে বলবে না। আমার পক্ষে সে মৃত । লুইস—ত হ'লে---আমার জোঠতুত ভাই পেপে... মামু-সেও মৃত । লুইসা—তোমাকে বলি তবে, আজ তৃতীয় পালা । মাকু—কি হয়েছে তাতে ? লুইসা—কিছু হয়নি ; তবে পরিবারের মধ্যে এত শোকের সময় আমাদের থিয়েটারে-যাওয়াটা আমার চোখে ভালো দেখায় না । মামু—তৃতীয় পালা ; তৃতীয় পালা ! তাতে কি হয়েছে আমার ? আজ থেকে প্রত্যেক রাত্রে আমি তোমাকে থিয়েটারে নিয়ে যাবে, তুমি ফুৰ্ত্তি করবে, আমরা ফুৰ্ত্তি করব। কিছু দুঃখ কোরো না মা আমার । তোমার জ্যেঠার কি বিশ্বাস তোমার জোঠতুত ভাই ছাড়া আর মাহুষ নেই ? লুইস- তবে কিনা--- মাঙ্ক-আর স্বার্থের কথা নিয়ে ! একেবারে ভদ্রতাজ্ঞান-বর্জিত ! যেখানে আমি তাদের জন্যে এতটা ত্যাগ স্বীকার করে আমার ভালো-ভালোসম্পত্তি তোমাকে যৌতুক দিলাম, স্বদের কাগজ ও ব্যাঙ্কের টাকা দিলাম, যাতে অবস্থা শুধরে নিতে পারে, সেখানে তোমার জ্যেঠা কি করলেন শুনবে ? ঘরের কড়ি তিনি একটা ছাড়বেন না, তোমাদের কিছু টাকা মাস-মাস দেবেন, স্রেফ আর কিচ্ছ