পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՎԶՀե না। -তোমার জ্যেঠার কাছে কিছু টাকা কি বস্তু আমি জানি। বুড়ো কৰুষ ! একমাস সেট দেবেন, তার পর না খেয়ে মরবার জন্যে তোমাদের ছেড়ে দেবেন। আমার_ পক্ষ থেকে, আমি গৃহস্থালী, গাড়ী-ঘোড়া এবং গরমের কালে বেড়াবার খরচ বাবদ যথেষ্ট দিচ্ছি ; কিন্তু তিনি কিছু না দিলে তোমাদের না খেয়ে থাকতে হবে। আর না খেয়ে কি তোমরা বঁাচ বে, বলো ? লুইস-তা বটে ; আহার নাই এবং গাড়ী ঘোড়া আছে—তাই তুমি ঝগড়া করেছ ? মানু—কি আইডিয়া ! তার বকাটে ছেলের সম্বন্ধে আমার মনের ভাব কি তা আমি অনেক দিন আগেই বলে দিয়েছি... " লুইসা—কিন্তু, পেপে কিছু জানে ? মামু—এর মধ্যে জেনে থাকৃবে । লুইস–উঃ বাবা, তুমি কত বদলে গিয়েছ । মাকু—যে-সমস্ত লোক স্বার্থের কাছে সব বলি দিতে পারে, যেন জীবনে সব অর্থেরই কথা, এবং তার জন্যে পারিবারিক বিচ্ছেদ পর্ষ্যস্ত ঘটানো যায়, তাদের দেখতে পারি না আমি । কিছু টাকা । কিছু টাকা ! বুড়ো জোচ্চরটা লেখাপড়াটুকু করতেও রাজি নয়, কোনরকমে আপনাকে দায়ী করবে না । তুমি ভেবেছিলে কোন-রকম লেখাপড়া না করে তোমার বিয়ে দিতে যাচ্ছিলাম ? লুইসা—তাই ত ফ্যাশান, বাবা । মানু—আর ঠাট্টা কোরো না । লুইসা—নী, উন্টে। আমি বলতে চাই তোমরা তোমাদের খুলী-মত গড়ো আর ভাঙো, আমাদের কথাটা একেবারে গ্রহের মধ্যেও এনে না,—যেন পেপে ও আমি দুইটি খোকা-খুকী যাদের নিজের কোন ইচ্ছা নেই, মনও নেই। প্রথমে তোমাদের দেখা দরকার হয়নি, আমরা পরস্পরকে ভালোবাসতে পারব কি না, এখনও দরকার হচ্ছে না, আমরা ভালোবাস্তাম কি না। তাই नम्र कि ? প্রবাসী—পৌষ, ১৩৩১ [ ২৪শ ভাগ, ২য় খণ্ড মান্থ-তুমি বলতে চাও, তোমার জোঠতুত ভাই লুইসা—জামরা মনে করি সেরূপ সম্ভব । মাম্ব-মনে করার কথা ছেড়ে দেওয়া যাকৃ. পেপে—( হঠাৎ প্রবেশ করিল ) হা, ছেড়ে দেও যাক্ । আমি লুইসাকে ভালোবাসি। মাহু—বটে ? তুমি এখানে কি মতলবে n এর অর্থ ? পেপে—অর্থ এই যে, আপনারা যখন স্বার্থের কথা মগ্ন ছিলেন, আমরা তখন আমাদের মনের কথা বলবা স্ববিধা করে নিই ; এবং কথা বলতে বলতে, কথ বলেই পরস্পরকে বুঝতে পারে লোকে । লুইসা—আমরা স্থির করেছি আপনাদের সঙ্কল্পে বিপরীত, পরস্পরকে বিয়ে করতে । মামু—হ-—আধ-ঘণ্টার মধ্যে । তোমরা ক্ষেপেছ ; লুইস+—কি বলতে চান আপনি ? দু’বছর ধরে বিয়ের কথাবাৰ্ত্তার চেয়ে, আমাদের বিয়ে করা উচিত নয়, এই নিয়ে আধ-ঘণ্টার আলাপে পরস্পরকে ভালো করে জানবার অনেক বেশী হযোগ হয়েছে আমাদের । পেপে—তা’তে আমাদের কপটতা করবার কিছু ছিল ना--- লুইসা—প্রতারণা করবারও কিছু ছিল না । পেপে—পরস্পরকে ভালোবাসি না জেনে আমরা মন খুলে কথা বলেছি। লুইসা—এবং অনিচ্ছায়— মাহ-তাই মনে করুছ তোমরা। দু’জনে একটু ইয়ারকি দিয়েছ মাত্র । এক কথায় আমি বলি, তোমরা পরস্পরকে প্রতারিত করছ ; যেখানে মনে হচ্ছে নিজেদের সবখানি জেনেছ, আসলে সেখানে বিলকুল কিছুই জানো नi-• পেপে—আমাদের এর চেয়ে আর বেশী জানবার প্রয়োজন নেই। লুইস-আপাতত আমাদের বেশী ভালোবাসলেই ষথেষ্ট হবে ।