পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిలిపి »ሕ›› b^2)● శిdచిత్రీ ఖిy ՖՖՀծ Goog 总8地8 ఇర్సిళు কাসারি কামার গৃহ-শিল্পে বীরভূম জেলা বাংলার অন্তান্ত জেলা হইতে কত পশ্চাৎপদ তাহা দেখাইবার জন্ত বীরভূম ও বাকুড়ার বিভিন্নশ্রেণীর কারিকরদের সংখ্যা দেওয়া হইল । আয়তনে ও লোক-সংখ্যায় এবং প্রাকৃতিক অবস্থায় এই দুই জেলার মধ্যে যথেষ্ট সাদৃশু আছে ; তাহা সত্বেও বীরভূমে কারিকরের সংখ্যা এত কম কেন তাহ ভাবিবার বিষয় । - रौद्रडून ∶ ዓ¢© レ8".en・ Se১১৩ a to శ్రీశ్రీ లిశి అని 8\bes. १8♚8 意器歌 శిgరిe } e \}s 38we ዓ¢X bibly R a Bàs ఇayచి भांणां, बांजां हैठाॉलेि यख्ठ-कांब्रक @哆 कन्छृण &qड्ड-कांब्रक 독 భిd S sērs t)\లి • এই তালিকা হইতে ইহাই বুঝা যায় যে, এই জেলার লোকের স্বাধীন ব্যবসা অবলম্বন করিয়া অর্থোপার্জন করিবার যথেষ্ট প্রবৃত্তি নাই। ইহা বীরভূমের দারিদ্র্যের একটি কারণ । ইহার প্রতিকার কৰ্ত্তব্য । যাহাতে লোকে সহজে এইসকল কাজ শিক্ষা করিতে পারে তাহার ব্যবস্থা হওয়া চাই এবং যে-সকল কারণে এইসকল ব্যবসায়ে আশামুরূপ উপার্জন হয় না, তাহার অনুসন্ধান করিয়া সেইসকলের প্রতিকার করা কর্তব্য । আমরা অনেক সময় মনে করি যে, শিল্প-বিদ্যালয় 3,33,38) పెళ్ళి తాళs No.8 s. N38 vరిశిety

  • &Y e.

8èSS

  • &3

to ove 83.38 vĐEM À ←8èᎸ ՖՎ3Պa» ፀ:»› ●为甲 RebR HIV ዓማ¢ Rws & wɔaeg প্রবাসী—পৌষ, తిరిx 'অনেক জাতির লোক তাত ধরিয়াছে। [२8* छांनं, २ग्न थ७ স্থাপন করিতে হইলে অনেক অর্থব্যয় প্রয়োজন, এবং পাশ্চাত্য দেশের প্রচলিত যন্ত্ৰাদি না থাকিলে, শিল্পবিদ্যালয়ের সার্থকতা হয় না। উন্নতপ্রণালীর যন্ত্রের প্রয়োজন নাই, একথা বলিতেছি না। কিন্তু বীরভূমের গৃহ-শিল্পের বর্তমান অবস্থায়, আমাদের যে-সকল শিল্প আছে, তাহারই বহুল প্রচলনের ব্যবস্থা প্রথমে করা উচিত। ইহা ব্যয়সাধ্য নহে। . বাকুড়ায় ছুর্ভিক্ষের তাড়নায় ব্রাহ্মণ, কায়স্থ ইত্যাদি এবং বাকুড়া ওয়েল্লীয়ান কলেজের অধ্যক্ষ কৰ্ম্মবীর ব্রাউন সাহেবের প্রবর্তিত কো-অপারেটিভ ইণ্ডাষ্ট্ৰিয়াল ইউনিয়ানের (Co-operative Industrial Union) stolz's of{Wiś র্তাতিরা নানা-প্রকারের উৎকৃষ্ট কাপড় প্রস্তুত করিতেছে । বাংলার অন্যান্ত জেলায় তাহার চাহিদা আছে। এই সমিতির চেষ্টায় বাকুড়ার অনেক তাতি ঠকঠকী (fly-shuttle) তাত ব্যবহার করিতে শিথিয়াছে। বীরভূমেও সেইপ্রণালীতে কাজ করা যাইতে পারে। বর্তমানে শিউড়ীতে একটি বয়ন-বিদ্যালয় অাছে এবং গবর্ণমেণ্টের নিযুক্ত একজন শিক্ষক স্থানে-স্থানে গিয়া বস্ত্ৰ-বয়ন শিক্ষা দিয়া থাকেন। তাহা ছাড়া শ্ৰীনিকেতনের সংশ্লিষ্ট একটি বয়ন-বিদ্যালয় আছে। এখানে স্বতী রংকরার প্রণালী শিখানো হয়। ডিষ্ট্রিক্ট বোর্ডের বর্তমান চেয়ারম্যান রায় অবিনাশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বাহাদুর মহাশয়ের চেষ্টায় এইবৎসর গ্রীষ্মাবকাশের সময় কয়েকজন বোর্ড-স্কুলের শিক্ষক শ্ৰীনিকেতনে থাকিয়া বস্ত্ৰ-বয়ন ও পল্পী-সংস্কার-কাৰ্য্য শিক্ষা করিয়া গিয়াছেন। র্তাহার স্ব-স্ব গ্রামে ফিরিয়া গিয়া, এইপ্রকার কার্ষ্যের ব্যবস্থা করিতেছেন । এই কাৰ্ত্তিক মাসে আরও কয়েকটি শিক্ষক এইপ্রকার শিক্ষা লাভ করিবার জন্য জীনিকেতনে আসিয়াছেন । এইপ্রণালীতে জেলাবোর্ডের প্রত্যেক বিদ্যালয়ে বস্ত্ৰ-বয়ন-শিক্ষার প্রবর্তন হইলে অল্প-সমস্তার কতকটা সমাধান হইবে সন্দেহ নাই। কিন্তু এই ব্যবস্থা সৰ্ব্বত্র প্রচলিত করিতে হইলে এককালীন ও মাসিক যে অর্থব্যয় হইবে, তাহ জেলাবোর্ডের তহবিল হইতে দিতে পারা যাইবে কি না সন্দেহ ।