পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭૯ર * প্রবাসী—পৌষ, ১৩es. - ২৪শ ভাগ, ২য় খণ্ডকম যে, শুধু কর্ণের সাহায্যে কথা বলিতে শিখে না, ’ - সুপক্ষ লোকের মধ্যে তাহারা মূক-বধির। দেশ । মূক-রধিরের সংখ্যা ‘মুক-বধির’ এই কথাটা প্রকৃতপক্ষে বধির-মূক’ o ১২ । ইংল্যাও YS ওয়েলস ...'. ૬૧ হওয়া উচিত ; কারণ বধিয়ত্বই মুকত্বের কারণ, মৃকত্ব ১৩ । বেলজিয়াম্ • * * ..۰۰۰ همه বধিরত্বের কারণ নয়। বোধ হয় শ্রুতিকটু হয় বলিয়া বধির’-কথাটা মুকের পরে ব্যবহার করা হয়। মূক-বধির দুইপ্রকার,—জন্মাবধি ( congenital) ও শৈশবাবধি ( adventitious ) । শতকরা - ৪০ জন জন্মাবধি ও ৬০ জন শৈশবাবধি মুক-বধির । জন্মাবধি মুক-বধিৱদিগের সংখ্যা অনেকটা আন্দাজের উপর নির্ভর করে । ছয় মাসের পূৰ্ব্বে শিশু বধির কি না, এ কথা বিচার করা নিতান্ত শক্ত, একরূপ অসম্ভব বলিলেই হয়.। হয়ত কোন শিশু কোন কাবণবশতঃ তিন মাস বয়সে বধির হইল। তাহাকে আমরা কোনও বিশেষ কারণের অভাবে জন্মাবধি বধির ( congenitally dont ) বলিয়াই ধরিয়া লই । যাহারা শৈশবাবধি বধির (adventitiously deaf) otosco on wssol CŞāl করিলেই কমাইতে পারি। অনেক সময় মাতাপিতার অজ্ঞতার জন্য তাহাদের সস্তানগণ বধির হয় । পৃথিবীর সর্বত্র মুক-বধিরদের শতকরা সংখ্যা এক নয়। নিম্নে প্রদত্ত তালিকা হইতে ইহা বুঝিতে পারা যাইবে । ১ লক্ষ লোকের মধ্যে দেশ মূক-বধিরের সংখ্যা ১ । স্বইজারল্যাণ্ড ૨se ২ । সারভিক্ট ১৬৭ ৩ । হাঙ্গেরী - - - צ \b\כ ৪ । অষ্ট্রিয়া - - - > eo e স্বইডেন У • Ко ৬ । ইতালী --- సె\b ) ): প্রশিয়া ΦΦΦ ו ר ৮ । আমেরিকা - - - • • ■ Qəbr ৯। স্কট্ল্যাও, «... ••• ΦV3 ১e , ভারতবর্ষ ΦΦΟ வ.ை இ& >} \ ফ্ৰান্স, * фф ●隐像 (to এইরূপ অসমান শতকরা সংখ্যার কারণ কি ? বিভিন্নপ্রকারের জল-বায়ু কি ইহার জন্ত দায়ী ? H. Schmaltz এ-বিষয়ে স্তাক্সনিতে বহু গবেষণা করিয়াছিলেন । তাহার মতে জলবায়ুর তারতম্যে মূকবধিরদের সংখ্যার হার কম-বেশী হয় না । তাহার মতে সামাজিক অবস্থার নিকৃষ্টতা ও স্বাস্থ্যবিষয়ক জ্ঞানের অভাবের হেতু মূক-বধিরদের সংখ্যার হার স্থানেস্থানে বেশী হয়। যাহাদের দারিদ্র্যের জন্ত নৈতিক ও শারীরিক অধঃপতনের আশঙ্কা বেশী, তাহাদের বংশে মুক-বধিরদের সংখ্যা বেশী দেখিতে পাওয়া যায়। শিক্ষিত পরিবারে মুক-বধিরের সংখ্যা কম। Schmalizর মত আমরা সম্পূর্ণভাবে সত্য বলিয়া ধরিয়া লইতে পারি না। আমরা দেখিতে পাই যে, পাৰ্ব্বত্য প্রদেশেই মূক-বধিরদের ংখ্যার হার বেশী। মুইজারল্যাও এ-বিষয়ে প্রথম স্থান অধিকার করিয়াছে। ইংল্যাও, অপেক্ষা স্কটল্যাণ্ডে মূকবধিরদের সংখ্যা বেশী। ভারতবর্ষে হিমালয়ের উপত্যকপ্রদেশে সমতল ভূমি অপেক্ষা-মুক-বধিরেল সংখ্যা বেশী। ইহার কারণ কি ? এ-বিষয়ে গবেষণার প্রয়োজন । আমরা চলিত কথায় মূক-বধিরকে “হাবা” বলিয়া থাকি। বাস্তবিক কি মূক-বধির মাত্রেই “হাবা” ? মূকবধির হইলেই জড়বুদ্ধি হইতে হইবে, এমন কোন কথা আছে কি ? মোটেই না । শিশু কোনো মস্তিক-রোগের জন্ত জড়বুদ্ধি হইতে পারে। ইহার সঙ্গে মুক-বধিরত্বের কোনো সম্পর্ক নাই। মুক-বধিরের সাধারণ বুদ্ধি ঐকজন সাধারণ শিশুর বুদ্ধি অপেক্ষা কোনো অংশে কম নয়। তবে জ্ঞানলাভের জন্ত একটি প্রধান অঙ্গহানির নিমিত্ত তাহার মানসিক বৃত্তির বিকাশ অত্যন্ত ধীরে-ধীরে হয়। কিন্তু যদি, “ষত্ত্বে কি না হয়, বোবা ছেলে কথা কয়”—এই কথাটা মনে রাখিয়া নিজের সমস্ত শক্তিব্যয়ে ইহাদের শিক্ষা দেওয়া যায়, তাহা হইলে ইহারাও আমাদের মতন মাহৰ হইতে পারে ।