পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা] মুক-বধির শিশু ෂNව් নানা কারণে লোকে বধির হয়। আমরা এই কারণগুলিকে স্থবিধার জঙ্গ দুই ভাগে বিভক্ত করিতে পারি,— অপ্রত্যক্ষ কারণ (remote cause ) ও প্রত্যক্ষ কারণ ( immediato causo ) - অপ্রত্যক্ষ কারণ ১ । বংশগত । - অনেক, বংশে বংশ-পরম্পরায় মুক-বধির সন্তান দেখিতে পাওয়া যায়। এ-বিষয়ে অনেকে বহু গবেষণা করিয়াছেন, কিন্তু তাহাদের সর্বতোভাবে মতের মিল আজ পর্য্যন্ত হয় নাই। দুই প্রণালীতে এ-বিষয়ে আলোচনা করা যাইতে পারে। প্রথম প্রণালী—কত মূক-বধির শিশুর মুক-বধির মাতাপিত আছে ? দ্বিতীয় প্রণালী— যে-যে বিবাহে হয় এক পক্ষ বা উভয় পক্ষই যুক-বধির, তাহাদের মধ্যে কতগুলি ক্ষেত্রে মৃক-বধির সন্তান হয় ? উচারম্যান ( Uchermann ) z}{z-zoffrì ARHfzą নরওয়েতে প্রায় ৯•• জনু মূক-বধিরকে—পরীক্ষা করিয়াছিলেন। তাহাদের মধ্যে মাত্র দুইটি ক্ষেত্রে মুক-বধির মাতাপিত ছিল। ইহাতে মনে হয় যে, বধিরত্ব বংশ পরম্পরাগত নয় । গালোদে (Gallaudet) কলেজের ভূতপূৰ্ব্ব সহকারী অধ্যক্ষ পরলোকগত ডাঃ এডওয়ার্ড অ্যালেন ফে ( Dr. Edward Allon Fey) fold off worso KK sftqq fi FfrHTZER I ŠTRTH “Marriages of Deafmutes" বা বধির-মুকদের বিবাহ এ-বিষয়ে একখানি মহামূল্য পুস্তক। টেলিফোনের আবিষ্কৰ্ত্ত ডাঃ গ্রেহাম বেলু (Dr Graham Bell ) ©-f&WCŴ ŵ wfcwff5al wf&wlছিলেন। ডাঃ ফে পাচ হাজার মুক-বধিরের বিবাহের ফলফল সংগ্ৰহ করিয়াছিলেন । তাহাতে দেখা যায়,কিঞ্চিদধিক শতকরা ৯টি বিবাহে মুক-বধির সন্তানের জন্ম হইয়াছিল। ডাঃ ফের মতে, যদি এইরূপ বিবাহে উভয় পক্ষই জন্মবধির হয় এবং যদি তাহাদের বধির জ্ঞাতি থাকে, তাহা হইলে তাহদের সন্তানদের বধির হওয়ার সম্ভাবনা খুব বেশী। এটাও দেখা গিয়াছে ধে, জন্ম-বধিরদের ভ্রাতাভগিনীদিগের মধ্যে প্রায় শতকরা ৫০ জন বধির হয়। এ-সমস্ত বিষয় ভাবিয়া দেখিলে মনে হয় যে, কোন-কোন وتجسسـ-86 বংশে বধিরত্ব বংশপরম্পরাক্রমে চলিয়া আসা বিশেষ কিছু আশ্চর্য্যের কথা নয়। তবে ইহাও ঠিক যে, এই ভাবিয়া হাল ছাড়িয়া বসিয়া থাকিলে চলিবে না ; কারণ চেষ্টা করিলে ইহাকে যথেষ্ট দমন করিয়া রাখা অসম্ভব নয়। বিবাহের সময় এটি বিশেষ লক্ষ্য রাখা দরকার, যেন পাঞ্জপাত্রী উভয়েই জন্ম-বধির না হয় । ২ । সগোত্র বিবাহ । সগোত্র বিবাহের ফলে বধির সস্তান হওয়ার সম্ভাবনা খুব বেশী। আমাদের দেশে সগোত্র বিবাহের প্রচলন নাই ; কাজেই এ-বিষয়ে কোন আলোচনা করিবার প্রয়োজনও দেখি না । অত্যধিক মদ্যপান । পিতামাত যদি অত্যধিক মদ্যপান করেন, তাহা হইলে তাহাদের সস্তানগণের বধির হওয়ার যথেষ্ট আশঙ্কা থাকে । ৪ । ব্যাধিগ্রস্ত পিতামাত । পিতা বা মাতার যদি উপদংশ থাকে, তাহা হইলে সস্তানের বধির হওয়ার আশঙ্কা খুবই বেশী। এবিষয়ে খুব দৃঢ়ভাবে কিছু বলা শক্ত ; কারণ কেহই এই ঘৃণিত রোগের কথা স্বীকার করেন না । যদি তাহারা প্রথম হইতে এ-বিষয়ে সাবধান হইয়া চিকিৎসা করান, তাহা হইলে নিজেরা ও নিজেদের সন্তানগণ অনেক যুদ্ৰণ হইতে অব্যাহতি লাভ করিতে পারে। মানুষ দোষ করে, কিন্তু দোষ করিয়া তাহার প্রতিবিধানের চেষ্ট না করা মহা পাপ । \o | প্রত্যক্ষ কারণ ১ । মস্তিষ্কের রোগ। মস্তিষ্কের রোগের দরুন অনেকে বধির হয়। শৈশবে Cerebro-spinal meningitis Rf RF (RFF” FFITH H হইলে, অনেক ক্ষেত্রে হয় চোখ না হয় কান নষ্ট হয়। এরূপ মস্তিক্ষরোগের জন্য স্বাভাবিক বুদ্ধিও অনেক স্থলে sub-normal KR |

  • I own (Scarlet fever)

পীতজরের দরুন অনেকে বধির হয়। শতকরা কতজন এই রোগের জন্ত বধির হয়, ইহা বল বড়