পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] পরম-শত্রুতার সংঘাত প্রাচীন ইতিহাসে নেই । দেশে দেশাস্তরে এই আগুন ছড়িয়ে গেল ।—প্রাচ্য মহাদেশে আমরা বহু শতাবী ঘুমিয়েছিলুম, আমরা থে জাগ্লুম সে এরই আঘাতে। জাপান মার থেয়ে জেগেচে । ভারতবর্ষ থেকে প্রেমের দৌত্য একদিন ভা’কে জাগিয়েছিল- আজ লোভ এসে ঘা দিয়ে ভযে তা’কে জাগিয়েচে । লোভের, দম্ভের ঘা খেয়ে যে জাগে, সে অন্যকেও ভয় দেখায়। জাপান কোরিয়াকে মারলে, চীনকে মাৰ্বতে গিয়েছিল । মানুষের আজ কি অসহ বেদনা, দাসত্বে ব্ৰতী হ’য়ে কত কলে সে ক্লিষ্ট হচ্চে, মানুষের পূর্ণতা সৰ্ব্বত্র পীড়িত ! মনুষ্যত্বের এই যে খৰ্ব্বত সমস্ত পৃথিবী জুড়ে যন্ত্রদেবতার এই যে পূজা—এই যে আত্মহত্য, পৃথিবীর কোথাও একে নিরস্ত কবুবার প্রয়াস কি থাকৃবে না ? অ:মরা দরিদ্র, অন্য জাতির অধীন—তাই বলেই কি মানুষ তার সত্য সম্পদ আমাদের কাছ থেকে নেবে ন! ? যদি সাধনা সভ্য হয়, অন্তরে আমাদের বাণী থাকে, তবে মাথা হেঁট করে সকলকে নিতেই হবে । একদিন বৃদ্ধ বললেন—আমি সমস্ত মাহুষের দুঃখ দূর করুব দৃঃখ তিনি সত্যই দূর করতে পেরেছিলেন কি না, সেটা বড় কথা নয়—বড় কথা হচ্চে, তিনি এটি ইচ্ছ: করেছিলেন, সমস্ত জীবের জন্য নিজের জীবনকে উংসর্গ করেছিলেন। ভারতবর্ণ ধনী হোক, প্রবল হোক, এ ক্টার তপস্ত্য ছিল না, সমস্ত মানুষের জন্য ভিনি সাধনা করেছিলেন । আজ ভারতের মাটিতে আবার সেই সাধনা জেগে উঠক সেই ইচ্ছাকে ভারতবর্ষ থেকে কি দূর করে দেওয়া চলে ? আমি ধে বিশ্ব ভারতীকে এই ভাবের দ্বারা অনুপ্রাণিত করতে পারিনি, সে আমার নিজেরই দৈন্য—আমি যদি সাধক হতুম, সে একাগ্রতার শক্তি যদি আমার থাকৃত, তবে সব আপনিই হ’ত । আজ অত্যন্ত নম্রভাবে সাতুনয়ে আপনাদের যাত্রার পূর্বকথা *ථ জানাচ্চি আমি অধোগ্য, তাই একাজ আমার এক্লার নয়, এ-সাধনা আপমাদের সকলের । গ্রহণ করতে হবে। এ আপনাদের বিদেশে যখন ধাই, তখন সৰ্ব্বমাতুষের সম্বন্ধে আমাদের দেশে চৈতন্যের যে ক্ষীণ তা আছে তা ভুলে সাই, ভারতের যজ্ঞক্ষেত্রে সকলকে আহবান করি । ফিরে’ এসে দেখি, এখানে সে বুহুং ভূমিকা কোথায়, বৃহৎ জগতের মাঝখানে যে আমরা আছি, সে দৃষ্টি কোথায় ! আমার শক্তি নেই, কিন্তু মনে ভরসা ছিল, বিশ্বের মৰ্ম্মস্থান থেকে যে-ডাক এসেছে, ত। অনেকেই শুনতে পারে, অনেকে একত্র মিলিত হবে । সেই বোধের বাধা আমাদের আশ্রম থেকে যেন সৰ্ব্বপ্রথত্বে দূর করি, রিপুর প্রভাব-জনিত যে-দুঃখ তা থেকে যেন বাচি । হয়ত আমাদের সাপনা সিদ্ধ হবে, হয়ত হবে না— আমি গীতার কথা অন্তরের সঙ্গে মানি—ফলে লোভ করলে gSBBBB SBBBBSS BBB SBBBBBS SBBBBB কাজ বাইরে থেকে খুবই সামান্য—ক’টিই বা আমাদের ছাত্র, ক’টিই বা বি ভাগ, কিন্তু অস্তরের দিক্‌ থেকে এবু অধিকারের সীমা নেই, আমাদের সকলের সম্মিলিত চিত্ত সেই অধিকারকে দৃঢ় করুক, সেই অধিকারকে অবলম্বন করে বিচিত্র কল্যাণের স্বষ্টি করুক,—সেই গুষ্টির আনন্দ এবং ভপোছুঃখ আমাদের হোক । ছোট ছোট মতের অনৈক্য, স্বার্থের সংঘাত ভুলে গিয়ে সাধনাকে আমরা বিশুদ্ধ রাখব, সেই উৎসাহ আমাদের আস্থক । আমার নিজেব চিত্তের তেজ যদি বিশুদ্ধ ও উজ্জল থাকৃত, তা হ’লে আমি গুরুর আসন থেকে এই শবি কর্তুম, - কিন্তু আমি আপনাদের সঙ্গে এক-পথেরই পথিকমাত্র, আমি চালনা করতে পারিনে, চাইনে । আপনার জানেন, আমার ধ। দেবার তা দিয়েচি, কৃপণত করিনি, তাই আপনাদের কাছ থেকে ভিক্ষ করবার অধিকার আমার আজ ইয়েচে ।