পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ᎼᏔᎲ প্রবাসী—পৌষ, ১৩৩৯ [ २8* छांग, २ग्न थ७ AASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAA AAAA AAAA AAAA AAAAMMSAASAASAASAASAAAS করিয়া না রাখিলে যথাযোগ্য ব্যয় না হইয়া “মত-প্রচার" এবং "বিবিধ” বাবতেই বেশী টাকা খরচ হুইবার সম্ভাবনা। মত-প্রচারের উদ্দেশ্য সোজা কথায় নিজের দল পুরু করা, এবং "বিবিধ” শব্দটি এমন স্থবিধাজনক, যে, তাহার ভিতর দিয়া রুইকাতলা ত যায়ই, হাতীও গলিয়া যাইতে পারে । স্থব্রহ্মণ্য আয়ার মাস্ত্রাজের প্রবীণতম ও প্রাচীনতম লোকহিত-কৰ্ম্মী ডাঃ সুব্রহ্মণ্য আয়ার বিরাশী বৎসর বয়সে দেহত্যাগ করিয়াছেন। তিনি চরিত্রবান স্থপণ্ডিত এবং আইনজ্ঞ ব্যক্তি ছিলেন । মাক্সাজ হাইকোর্টে জজিয়তী করিবার সময় তিনি তিনবার প্রধান বিচারপতির কাজ অস্থায়ীভাবে করিয়াছিলেন। গবন্মেষ্ট, তাহার কার্ধ্যে সস্তুষ্ট হইয় তাহাকে "স্তাবু” উপাধি দিয়া এবং অন্য নানাপ্রকারে সন্মানিত করিয়াছিলেন। কিন্তু উপাধিব্যাধিতে র্তাহাকে নিস্তেজ নিবীৰ্য্য করিতে পারে নাই । যখন শ্ৰীমতী এনী বেসান্টকে গবন্মেণ্ট নজরবন্দী করেন, তখন আয়ার মহাশয় হোমরুল ( আভ্যন্তরীণ স্বরাজ ) প্রচেষ্টার নেতৃত্ব গ্রহণ করেন। গত মহা-যুপের গোড়ার দিকে তিনি গোপনে লোক-মারফং আমেরিকার তদানীন্তন রাষ্ট্রপতি উইল্মণের নিকট ব্রিটিশ রাজত্বে ভারত ও ভারতীয়দের প্রকৃত অবস্থ: বর্ণন এবং ব্রিটিশ শাসনের প্রকৃত চেহার আকিয়া এক পত্র প্রেরণ করেন। ঐ পত্র প্রকাশিত হওয়ায় খুব উত্তেজনার আবির্ভাব হয়। এদেশে ও ইংলণ্ডে ইংরেজের খুব গরম হইয় উঠেন, চিঠিখানির কথা পালেমেণ্টে ও উঠে। আয়ার মহাশয়কে নানাপ্রকার ভয় দেখানে হয়। তাহাতে তিনি বিন্দুমাত্র ও দমিয়া ত যানই নাই ; অধিকন্তু বীরোচিত জবাব দেন, এবং স্বেচ্ছায় গবন্মেণ্ট, প্রদত্ত:উপাধি আদি ভ্যাগ করেন। তিনি কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা, এবং ইহার সহিত দীর্ঘকাল সংস্রব রাখিয়া কাজ করিয়াছিলেন । মৃত্যুকাল পয্যন্ত তিনি থিয়ুসফিক্যাল সোসাইটির সভ্য ছিলেন, এবং ইহার জন্য বিস্তর পরিশ্রম করিয়া!ছলেন । ডাক্তার শরৎকুমার মল্লিক আমাদের দেশে এত্ত অধিক লোক পীড়ার সময় চিকিৎসকের সাহাধ্য পায় না, ধে, যে-কেহ শিক্ষিত চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি করিবার চেষ্টা করেন, তিনিই দেশের সেবক বলিয়া প্রশংসা পাইবার যোগ্য। পরলোকগত ডাক্তার শরৎকুমার মল্লিক কলিকাতায় একটি চিকিৎসা বিদ্যালয় স্থাপন ও দীর্ঘকাল পরিচালন করিয়া চিকিৎসকের অভাব দূর করিবার চেষ্টা করিয়াছিলেন। ইস্কুলটি এখনও বিদ্যমান আছে, এবং ভবিষ্যতে র্তাহার স্থতি রক্ষা করিবে । তিনি বাঙালী যুবকদিগকে সৈনিক কার্ঘ্যে প্রবৃত্ত করিবার নিমিত্ত প্রভূত চেষ্টা করিয়াছিলেন, এবং তাহা আংশিকভাবে সফল হইয়াছিল। মরক্কো ও স্পেন লাইবরিয়া নামক ক্ষুদ্র নিগ্রো সাধারণতন্ত্র ছাড়িয়া দিলে আফ্রিকা মহাদেশে সম্পূর্ণ স্বাধীন দেশ একমাত্র আবিসীনিয়া আছে, যাহার অধিবাসীদিগকে হাব সী বলে। অন্য সব দেশ পরাধীন কিম্বা, নামে স্বাধীন হইলেও, বাস্তবিক পরাধীন হইয়াছে। মরক্কো এইরূপ একটি দেশ। ইহার কতক অংশ স্পেনের শাসনাধীন ও প্রভাবাধীন। তাহার অধিবাসী রিফ গণ তাহাদের রিফ-নেতা আবদুল করিম্ নেভা আবুল করিম্ মহাশয়ের নেতৃত্বে সাধারণতন্ত্র প্রতিষ্ঠা করিয়াছে, এবং স্পেনীয়দিগকে বহু যুদ্ধে পরাজিত করিয়াছে। কিন্তু স্পেন নজের পৈ হুলিয়া রিফ দিগকে তাহাদের বীরত্ব-অর্জিত স্বাধীনতা ভে : করিতে দিতে এবং মরক্কে ছড়িয়। আসিতে চাহিতেছে না। ছাড়া কঠিন । কেননা, ইউরোপের লোকের বলে, যে, বিধত পুথিবীর অন্ত সব মহ.দেশের, দেশের ও জাতির উদ্ধার-সাধনের ভর তাহাদের উপর অর্পণ