পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] বিবিধ প্রসঙ্গ—মিশরে ইংরেজ . ՏՀԳ রাস্তায়-রাস্তায় যে-সব স্ত্রীলোক “ৰা-আত ভালো কোরী, দাতের পোক ভালে। কোরী,” বলিয়া চীৎকার করিয়া বেড়ায়, তাহদের মত আশ্বাস-দান নেতৃবৃন্দকে করিতে দেখিলে মনে আশার সঞ্চার হয় না । দলন-নীতি থাকু বা না থাক, ধ্বংসোন্মুখ গ্রামসকলকে মানুষের বাসোপযোগী করিতে হইবে। যখন অডিন্যান্সটা জারী হয় নাই, তাহার আগেও কি কোন লোক বা দল, স্বরাজ্যজলু এবং অন্যদল, গ্রামের উন্নতির সংকল্প, চেষ্টা বা ইচ্ছা করেন নাই ? স্বাধীন দেশসকলে কি “ব্যাক্ টু দি ভিলেজ”—“আবার গ্রামে চল” রব উখিত হইয়া তদনুযায়ী কাজ কখন হয় নাই বা এখনও হইতেছে না ? আমাদের দেশ স্বাধীন হইবার পরেও কি যখন যে-অঞ্চলে অবিশ্বক উক্তরূপ কাজ করিতে হইবে না ? বঙ্গের অঙ্গচ্ছেদের পর প্রধানতঃ ম্যাঞ্চেষ্টারকে জব্দ করিয়া ইংরেজের চেতনা করিবার নিমিত্ত বাঙ্গালী স্বদেশী কাপড় ও অন্যান্য জিনিষের উৎপাদন ও ব্যবহারের রব তুলিয়াছিল। তাহাতে কিছুই ফল হয় নাই বলিতেছি না। কিন্তু চীৎকার ও আস্ফালনের তুলনায় কিছুই হয় নাই । তাহার কারণ এই যে, মহৎ ও স্থায়ী কাজ মহৎ ও স্থায়ী উদ্দেশ্যে করিবার নিমিত্তই লোককে প্রবুদ্ধ হইতে ও করিতে হয়, সেক্ষেত্রে অপেক্ষাকৃত ক্ষুদ্র ও অস্থায়ী উদ্দেশ্যের অবতারণায় স্বফল না ফলিয়। কুফলই ফলে । আমাদের বেসব ব্যবহার্য্য জিনিষ আমাদের উৎপন্ন করিবার মত মালমশলা ও শক্তি আছে, তাহা আমরা করিব, ইহা মহন্ত্যত্ব-ও স্থায়িত্ব-অভিলাষী ফাতিমাত্রেরই চিরন্তন নীতি ; কেবলমাত্র সাময়িক প্রয়োজনে অনুসরণীয় অস্থায়ী-নীতি নহে । সেইরূপ গ্রামসকলের উন্নতিও বৰ্ত্তমান যুগের একটি সকলসভ্যদেশব্যাপী সমস্ত । এই সমস্তার কথনও সমাধান হইলেও, যাহাতে উহার পুনরাবির্ভাব না হয়, তাহার জন্য সৰ্ব্বদা সকল দেশকে সজাগ থাকিতে হইবে । এ-বিষয়ে স্বাধীন আমেরিকাতেও আন্দোলন চলিতেছে । যথা, এই প্রকারের একটি সমস্ত-সঙ্গন্ধে লিটার্যারী ডাইজেষ্টে লিখিত হইয়াছে – That the modern, city is, doomed is the rather startling statement of Henry Fool, head of one., of the biggest industrial enterprises in the United States. According to Drew Pearson, ឆែ្កវា in Automatire Inulustrics (New York), Mr. Ford olares that in the America of the future thero will be no mainmoth collections.of sky-scrapers and teeming tonements in which millions of people, are cooped within a few.. square miles of territory. Instead, the country will be trayersed by chains of small towns, clustering around individual factories and inhabited by ಶ್ಗ who will divide their lime between factory and farm. Tho picture of the America of to-morrow which ...Henry Ford paints, says Mr. Pearson, is a portigularly rosy one. In his opinion, the passing of less orime, less poverty, less wealth, less unrest. and less of that fierce, nervous strain under which myriads of our city-dwellers live to-day. le big city will mean গ্রামসকলের পুনরুজ্জীবন এবং শ্ৰীশোভাশক্তিবৰ্দ্ধন সংরক্ষণের মত মহৎ ও স্থায়ী প্রচেষ্টাকে সাময়িক একটি উদ্দেপ্তসাধনের উপায় বলিয়া বর্ণনা করিলে উহাকে খাট ও ছোট করা হয়, এবং প্রকারাস্তরে যেন ইহাই বলা হয়, যে, অডিন্যান্স, এবং দলন-নীতি না থাকিলেই আর ঐ প্রচেষ্টারও প্রয়োজন থাকিবে না, কিন্তু প্রকৃত কথা তাহা ত न८श् । - সাধন-ভজন মানবের চিরমঙ্গলের কারণ বলিয়া উহ। সকল দেশে ও কালে সকলের অবলম্বনীয়। কিন্তু যদি কেহ বলে, “ঠাকুর-সেবা কর, মোকদম জিতিতে পারিবে,” তাহা হইলে তাহার ভগবদভক্তি ও বুদ্ধি-বিবেচনুার* প্রশংসা করিতে পারা যায় না । মিশরে ইংরেজ মিশরে স্যার লী ষ্ট্যাকু নামক একজন ইংরেজ সেনাপতি গুপ্তঘাতক কর্তৃক নিহত হওয়ায়, ব্রিটিশ, গবন্মেণ্ট মিশর গবন্মেণ্টে র উপর এই দোষারোপ করেন, যে, শেষোক্ত গবন্মেণ্ট তfহাকে নিহত হইতে দিয়াছেন, কিম্বা অন্ততঃপক্ষে তাহাকে যথোচিত রক্ষণ করেন নাই । অথচ স্তাবৃ লী যে মিশর সরকারের জ্ঞাতসারে বা উহাদের ষড়যন্ত্রে নিহত হইয়াছেন তাহার কোন প্রমাণ নাই । দুৰ্ব্বল বলিয়াই সম্ভবতঃ মিশরকে এইপ্রকারে অপমান করা হইয়াছে। এই হত্যাকাণ্ডের জন্য ব্রিটিশ, গবন্মেটি মিশরের নিকট হইতে পচাত্তর লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবী করিয়াছেন । স্তার - লীর হত্য সাতিশয় গৰ্হিত ও নিবুদ্ধিতার কাজ হইয়াছে, তাছা অবগুই স্বীকার্য্য। কিন্তু ক্ষতিপূরণের টাকাটার পরিমাণ অত্যধিক। পারস্যে যখন একজন আমেরিকান হত হন, গ্রীসে যখন একজন ইটালিয়ান হত হন, মেক্সিসতে যখন একজন ইংরেজের আমেরিকান স্বী হত হন, তখন কোথাও এত টাকা চাওয়া বা আদায় করা হয় নাই। ইহাতে মনে হয়, মিশর দুৰ্ব্বল পক্ষ বলিয়া ব্রিটেন এই স্বযোগে দু’পয়সা রোজগার করিয়া লইতেছেন। ক্ষতিপূরণের পরিমাণট। ছাড়িয়া দিলে, উহা লওয়া অসঙ্গত হয় নাই । হত্যাকারী ও তাহার সঙ্গী থাকিলে, তাহীদের সমূচিত শাস্তি দাবী করাও অন্যায় হয় নাই । হত্যাকাণ্ডের সহিত সাক্ষাৎভাবে সম্প ভক্ত অন্য যে, কোনও দাবীও অসঙ্গত মহে বলিয়৷ মানিয়া লওয়া যায় । কিন্তু মিশরকে ব্রিটেন যতটুকু স্বাধীনতা দিয়াছিল, এই সুযোগে তাহা প্রত্যাহার করিয়া ঐ দেশকে বাস্তবিক পরাধীন দেশে পরিণত করা অত্যন্ত অন্যায় হইয়াছে । স্বদান মিশরের অন্তর্গত থাকিবে, বা থাকিবে না, তাহা ব্রিটেন ও মিশরের মধ্যে আলোচনার দ্বারা মীমাংসার বিষয় ছিল । কিন্তু এই স্বযোগে ব্রিটেন স্থদান হইতে মিশরকে সমস্ত মিশরী সৈন্য হটাইয়া লইতে বাধ্য করিলেন । নীলনদ স্থদান দেশ বাহিয়া মিশরে আসি